বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে এমসিকিউ প্রশ্ন। পরীক্ষার্থীদের চর্চার সুবিধার জন্য প্রথম আলোর এ আয়োজন। সপ্তাহের আলোচিত জাতীয় ও আন্তর্জাতিক যেসব বিষয় চাকরির পরীক্ষায় আসার মতো, সেগুলো পরীক্ষার্থীদের জন্য তুলে ধরা হলো—

১. সম্প্রতি ইউনেসকো থেকে সদস্যপদ প্রত্যাহার করেছে কোন দেশ?

ক. আফগানিস্তান

খ. যুক্তরাষ্ট্র

গ. চীন

ঘ.

রাশিয়া

উত্তর: খ. যুক্তরাষ্ট্র (তৃতীয়বারের মতো)

২. মিয়ানমারের জান্তা সরকার দেশটিতে ২০২১ সাল থেকে চলমান জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে—

ক. ২৫ জুলাই ২০২৫

খ. ২৮ জুলাই ২০২৫

গ. ৩১ জুলাই ২০২৫

ঘ. ১ আগস্ট ২০২৫

উত্তর: গ. ৩১ জুলাই ২০২৫

৩. সম্প্রতি ঘোষিত জুলাই ঘোষণাপত্রে কয়টি দফা রয়েছে?

ক. ২৬টি

খ. ২৮টি

গ. ৩১টি

ঘ. ২৪টি

উত্তর: খ. ২৮টি

৪. বাংলাদেশের ঔষধ নীতি প্রণীত হয়—

ক. ১৯৭৮ সালে

খ. ১৯৮২ সালে

গ. ১৯৮৫ সালে

ঘ. ১৯৮৯ সালে

উত্তর: খ. ১৯৮২ সালে

৫. ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানে কতজন শিশু শহীদ হয়েছে?

ক. ১১০ জন

খ. ১১৭ জন

গ. ১২৩ জন

ঘ. ১৩৩ জন

উত্তর: ঘ. ১৩৩ জন

৬. সীমান্ত বিরোধ নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সংঘাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে—

ক. যুক্তরাষ্ট্র

খ. চীন

গ. মালয়েশিয়া

ঘ. ভিয়েতনাম

উত্তর: গ. মালয়েশিয়া

আরও পড়ুন৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ১ নভেম্বরে৫ ঘণ্টা আগে

৭. বাংলাদেশের একমাত্র ‘স্কিন ব্যাংক’ কোথায় অবস্থিত?

ক. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

খ. বারডেম হাসপাতাল

গ. জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

ঘ. বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

উত্তর: গ. জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

৮. ‘জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক (এমপিআই-২০২৫)’ অনুযায়ী, সবচেয়ে বহুমাত্রিক দারিদ্র্য রয়েছে কোন বিভাগে?

ক. রংপুর

খ. ঢাকা

গ. বরিশাল

ঘ. সিলেট

উত্তর: ঘ. সিলেট

(দেশে বহুমাত্রিক দারিদ্র্যের হার ২৪.০৫ শতাংশ)

৯. বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে প্রথম অনুদানপ্রাপ্ত সিনেমা—

ক. এমিলের গোয়েন্দা বাহিনী

খ. মুক্তির গান

গ. ছুটির ঘণ্টা

ঘ. সূর্যদীঘল বাড়ি

উত্তর: ঘ. সূর্যদীঘল বাড়ি

আরও পড়ুনবিদ্যুৎ কোম্পানির সংশোধিত চাকরির বিজ্ঞপ্তি, ১১৮ পদের জন্য করুন আবেদন০৬ আগস্ট ২০২৫

১০. ‘পার্পল লাইন’ কোন দুটি দেশকে বিভক্ত করেছে?

ক. মিসর, ইসরায়েল

খ. সিরিয়া, ইসরায়েল

গ. ইউক্রেন, বেলারুশ

ঘ. রোমানিয়া, গ্রিস

উত্তর: খ. সিরিয়া, ইসরায়েল

১১. নারী এশিয়ান কাপ ফুটবল ২০২৬ কোন দেশে অনুষ্ঠিত হবে?

ক. অস্ট্রেলিয়া

খ. সিঙ্গাপুর

গ. দক্ষিণ কোরিয়া

ঘ. নেপাল

উত্তর: ক. অস্ট্রেলিয়া

১২. বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলন-২০২৫ কোথায় অনুষ্ঠিত হয়েছে?

ক. টোকিও, জাপান

খ. বার্লিন, জার্মানি

গ. সাংহাই, চীন

ঘ. কুইবেক, কানাডা

উত্তর: গ. সাংহাই, চীন

১৩. ‘কামচাটকা উপদ্বীপ’ কোন দেশে অবস্থিত?

ক. রাশিয়া

খ. ইকুয়েডর

গ. উত্তর কোরিয়া

ঘ. বলিভিয়া

উত্তর: ক. রাশিয়া

১৪. বর্তমানে দেশে ‘জলাভূমিনির্ভর প্রাণী অভয়ারণ্য’–এর সংখ্যা—

ক. ১টি

খ. ২টি

গ. ৩টি

ঘ. ৪টি

উত্তর: খ. ২টি

১৫. বর্তমানে গ্রামীণ ব্যাংকের কত শতাংশ সরকারের মালিকানাধীন রয়েছে?

ক. ২৫ শতাংশ

খ. ২০ শতাংশ

গ. ১৫ শতাংশ

ঘ. ১০ শতাংশ

উত্তর: ঘ. ১০ শতাংশ

আরও পড়ুনহার্ভার্ডসহ ১০ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ বাংলাদেশি বংশোদ্ভূত সালমানের, বাবা–মা’র তিন সূত্রেই বাজিমাত০৬ আগস্ট ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ

এছাড়াও পড়ুন:

বেসরকারি ব্যাংকে নিয়োগ, স্নাতকোত্তর ডিগ্রিতে আবেদন

বেসরকারি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি ‘সিনিয়র এক্সিকিউটিভ অফিসার টু ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট’ পদে জনবল নিয়োগ দেবে। ট্রেজারি ব্যাক অফিসার বিভাগের নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি গতকাল সোমবার (৪ আগস্ট) প্রকাশ করা হয়েছে। আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি সিনিয়র এক্সিকিউটিভ অফিসার টু ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে কতজন নেবে তা নির্ধারিত নয়।

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: এমবিএ অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।

অভিজ্ঞতা: ৮ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে

আবেদনে বয়স: ৪৫ বছর

কর্মস্থল: ঢাকা

আরও পড়ুনবস্ত্র অধিদপ্তরে বড় নিয়োগ, ১৯০ পদে আবেদন শুরু০৪ আগস্ট ২০২৫

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক https://jobs.bdjobs.com/jobdetails/?id=1392697&fcatId=2&ln=1 করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: আগামী ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আরও পড়ুনপূবালী ব্যাংক নেবে জুনিয়র অফিসার০৩ আগস্ট ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • গ্লোবাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভা ১২ আগস্ট
  • জনতা ইন্স্যুরেন্সের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩৪.১৯ শতাংশ
  • মাদ্রাসায়ও ফিরছে বৃত্তি, পরীক্ষা ৫ বিষয়ের ওপর
  • আজ টিভিতে যা দেখবেন (৭ আগস্ট ২০২৫)
  • খোদ কোরিয়াতেই কমছে কে পপের জনপ্রিয়তা
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নিয়োগ, ৫ পদে নেবে ১৫৫ জন
  • আজ টিভিতে যা দেখবেন (৬ আগস্ট ২০২৫)
  • অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার সম্মানে ‘রেভফেস্ট-২০২৫’ কনসার্ট
  • বেসরকারি ব্যাংকে নিয়োগ, স্নাতকোত্তর ডিগ্রিতে আবেদন