বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে এমসিকিউ প্রশ্ন। পরীক্ষার্থীদের চর্চার সুবিধার জন্য প্রথম আলোর এ আয়োজন। সপ্তাহের আলোচিত জাতীয় ও আন্তর্জাতিক যেসব বিষয় চাকরির পরীক্ষায় আসার মতো, সেগুলো পরীক্ষার্থীদের জন্য তুলে ধরা হলো—

১. সম্প্রতি ইউনেসকো থেকে সদস্যপদ প্রত্যাহার করেছে কোন দেশ?

ক. আফগানিস্তান

খ. যুক্তরাষ্ট্র

গ. চীন

ঘ.

রাশিয়া

উত্তর: খ. যুক্তরাষ্ট্র (তৃতীয়বারের মতো)

২. মিয়ানমারের জান্তা সরকার দেশটিতে ২০২১ সাল থেকে চলমান জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে—

ক. ২৫ জুলাই ২০২৫

খ. ২৮ জুলাই ২০২৫

গ. ৩১ জুলাই ২০২৫

ঘ. ১ আগস্ট ২০২৫

উত্তর: গ. ৩১ জুলাই ২০২৫

৩. সম্প্রতি ঘোষিত জুলাই ঘোষণাপত্রে কয়টি দফা রয়েছে?

ক. ২৬টি

খ. ২৮টি

গ. ৩১টি

ঘ. ২৪টি

উত্তর: খ. ২৮টি

৪. বাংলাদেশের ঔষধ নীতি প্রণীত হয়—

ক. ১৯৭৮ সালে

খ. ১৯৮২ সালে

গ. ১৯৮৫ সালে

ঘ. ১৯৮৯ সালে

উত্তর: খ. ১৯৮২ সালে

৫. ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানে কতজন শিশু শহীদ হয়েছে?

ক. ১১০ জন

খ. ১১৭ জন

গ. ১২৩ জন

ঘ. ১৩৩ জন

উত্তর: ঘ. ১৩৩ জন

৬. সীমান্ত বিরোধ নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সংঘাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে—

ক. যুক্তরাষ্ট্র

খ. চীন

গ. মালয়েশিয়া

ঘ. ভিয়েতনাম

উত্তর: গ. মালয়েশিয়া

আরও পড়ুন৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ১ নভেম্বরে৫ ঘণ্টা আগে

৭. বাংলাদেশের একমাত্র ‘স্কিন ব্যাংক’ কোথায় অবস্থিত?

ক. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

খ. বারডেম হাসপাতাল

গ. জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

ঘ. বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

উত্তর: গ. জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

৮. ‘জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক (এমপিআই-২০২৫)’ অনুযায়ী, সবচেয়ে বহুমাত্রিক দারিদ্র্য রয়েছে কোন বিভাগে?

ক. রংপুর

খ. ঢাকা

গ. বরিশাল

ঘ. সিলেট

উত্তর: ঘ. সিলেট

(দেশে বহুমাত্রিক দারিদ্র্যের হার ২৪.০৫ শতাংশ)

৯. বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে প্রথম অনুদানপ্রাপ্ত সিনেমা—

ক. এমিলের গোয়েন্দা বাহিনী

খ. মুক্তির গান

গ. ছুটির ঘণ্টা

ঘ. সূর্যদীঘল বাড়ি

উত্তর: ঘ. সূর্যদীঘল বাড়ি

আরও পড়ুনবিদ্যুৎ কোম্পানির সংশোধিত চাকরির বিজ্ঞপ্তি, ১১৮ পদের জন্য করুন আবেদন০৬ আগস্ট ২০২৫

১০. ‘পার্পল লাইন’ কোন দুটি দেশকে বিভক্ত করেছে?

ক. মিসর, ইসরায়েল

খ. সিরিয়া, ইসরায়েল

গ. ইউক্রেন, বেলারুশ

ঘ. রোমানিয়া, গ্রিস

উত্তর: খ. সিরিয়া, ইসরায়েল

১১. নারী এশিয়ান কাপ ফুটবল ২০২৬ কোন দেশে অনুষ্ঠিত হবে?

ক. অস্ট্রেলিয়া

খ. সিঙ্গাপুর

গ. দক্ষিণ কোরিয়া

ঘ. নেপাল

উত্তর: ক. অস্ট্রেলিয়া

১২. বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলন-২০২৫ কোথায় অনুষ্ঠিত হয়েছে?

ক. টোকিও, জাপান

খ. বার্লিন, জার্মানি

গ. সাংহাই, চীন

ঘ. কুইবেক, কানাডা

উত্তর: গ. সাংহাই, চীন

১৩. ‘কামচাটকা উপদ্বীপ’ কোন দেশে অবস্থিত?

ক. রাশিয়া

খ. ইকুয়েডর

গ. উত্তর কোরিয়া

ঘ. বলিভিয়া

উত্তর: ক. রাশিয়া

১৪. বর্তমানে দেশে ‘জলাভূমিনির্ভর প্রাণী অভয়ারণ্য’–এর সংখ্যা—

ক. ১টি

খ. ২টি

গ. ৩টি

ঘ. ৪টি

উত্তর: খ. ২টি

১৫. বর্তমানে গ্রামীণ ব্যাংকের কত শতাংশ সরকারের মালিকানাধীন রয়েছে?

ক. ২৫ শতাংশ

খ. ২০ শতাংশ

গ. ১৫ শতাংশ

ঘ. ১০ শতাংশ

উত্তর: ঘ. ১০ শতাংশ

আরও পড়ুনহার্ভার্ডসহ ১০ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ বাংলাদেশি বংশোদ্ভূত সালমানের, বাবা–মা’র তিন সূত্রেই বাজিমাত০৬ আগস্ট ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ

এছাড়াও পড়ুন:

নতুন দিনে সত্যই সাহস

হেমন্তের এই আলোকিত সকালে আপনারা আমাদের অভিবাদন গ্রহণ করুন। ৪ নভেম্বর ২০২৫ প্রথম আলোর ২৭ বছর পূর্ণ হলো। প্রথম আলোকে আপনারা ভালোবেসে গ্রহণ করেছেন। সুসময়ে ও দুঃসময়ে আমাদের পাশে থেকেছেন। প্রতিষ্ঠার সাড়ে তিন বছরের মধ্যে প্রথম আলোকে আপনারা দিয়েছেন দেশের সর্বাধিক পঠিত দৈনিকের সম্মান। আজও তা অব্যাহত আছে। ২০২৫ সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপে দেখা যাচ্ছে, দেশের সংবাদপত্র পাঠকদের ৫৭ শতাংশ প্রথম আলো ছাপা কাগজ ও অনলাইন পাঠ করে থাকেন।

এল বিশ্বস্বীকৃতি

দেশের মানুষদের ভালোবাসার পাশাপাশি ২০২৫-এ প্রথম আলো অর্জন করেছে বিশ্বস্বীকৃতি। গত মাসে জার্মানির মিউনিখে বিশ্বের ১২০টি দেশের সংবাদ প্রকাশকদের সংগঠন ‘ওয়ান-ইফরা’র (ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স) বিশ্বমঞ্চে দুটি ক্যাটাগরিতে প্রথম আলো পেয়েছে বিশ্বসেরার পুরস্কার; ১. ‘নেক্সট জেন রিডার এনগেজমেন্ট’ অ্যাওয়ার্ড (নতুন প্রজন্মের পাঠক সম্পৃক্ততা পুরস্কার), এবং ২. প্রিন্ট অ্যাডভারটাইজিং ক্রিয়েটিভিটি অ্যাওয়ার্ড (ছাপা পত্রিকায় আঞ্চলিক বিজ্ঞাপনে সৃজনশীলতা পুরস্কার)।

বিশ্বের এক শর বেশি দেশের এক হাজারের বেশি সংবাদমাধ্যম নিয়ে গঠিত আরেক সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন বা ‘ইনমা’। এ বছর মে মাসে যুক্তরাষ্ট্রে বসেছিল ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫-এর আসর। সেখানে বিশ্বের ৬টি অঞ্চলে সেরা সংবাদমাধ্যমের সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয় ৬টি প্রতিষ্ঠানকে। প্রথম আলো তাতে অর্জন করে দক্ষিণ এশিয়া অঞ্চলের সেরা হওয়ার গৌরব। জুলাই গণ-অভ্যুত্থানের ওপর ভিত্তি করে ‘প্রতিবাদের প্রতিধ্বনি: সত্য ও দৃঢ়তায় প্রজন্মকে প্রেরণা’ উদ্যোগের জন্য এই স্বীকৃতি পায় প্রথম আলো।

সাসটেইনিবিলিটি এবং প্রিন্ট ইনোভেশন অ্যাওয়ার্ডসে প্রথম আলোর পক্ষ থেকে দুটি পুরস্কার গ্রহণ করছেন সম্পাদক মতিউর রহমান, পাশে ওয়ান-ইফরার ওয়ার্ল্ড প্রিন্টার্স ফোরামের পরিচালক ইঙ্গি রাফন ওলাফসন ও অ্যাওয়ার্ডের প্রধান জুরি গুন্ডুলা উল্লাহ (ডানে)। গত মাসে জার্মানির মিউনিখ শহরে

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (৬ নভেম্বর ২০২৫)
  • ঢাকায় আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন শুরু
  • শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না সেন্ট্রাল ফার্মা
  • সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফায় বড় উত্থান
  • ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞাসহ মৌলিক পরিবর্তন এনে টেলিযোগাযোগ অধ্যাদেশের খসড়া প্রকাশ
  • ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ ঘোষণা
  • শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস
  • আজ টিভিতে যা দেখবেন (৫ নভেম্বর ২০২৫)
  • ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগে মাস্টার্স, শূন্য আসনে ভর্তি
  • নতুন দিনে সত্যই সাহস