ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে ২ মন্ত্রীসহ ৮ জন নিহত
Published: 7th, August 2025 GMT
আফ্রিকার দেশ ঘানার আশান্তি অঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী, পরিবেশমন্ত্রীসহ মোট আটজন। ঘানার সরকারি মুখপাত্র এ তথ্য জানান।
ঘানার চিফ অব স্টাফ এ ঘটনাকে ‘জাতীয় ট্র্যাজেডি’ বলে অভিহিত করেছেন।
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত প্রতিরক্ষামন্ত্রীর নাম এডওয়ার্ড ওমানি বোয়ামাহ এবং পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রীর নাম ইব্রাহিম মুরতালা মুহাম্মদ।
ঘানার প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বিশ্বস্ত হওয়া সামরিক জেড৯ হেলিকপ্টারটিতে তিনজন ক্রু ও পাঁচজন আরোহী ছিলেন। হেলিকপ্টারটি ‘রাডারের বাইরে’ চলে গিয়েছিল।
দুজন মন্ত্রীসহ আরোহীদের নিয়ে গতকাল সকালে সামরিক হেলিকপ্টারটি রাজধানী আক্রা থেকে উড্ডয়ন করেছিল। গন্তব্য ছিল দেশটির ওবুয়াসি শহর। সেখানে তাঁরা অবৈধ খনির বিরুদ্ধে লড়াইয়ের একটি আয়োজনে যাচ্ছিলেন।
নিহত ব্যক্তিদের মধ্যে আরও রয়েছেন ঘানার জাতীয় নিরাপত্তাবিষয়ক উপসমন্বয়ক ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মুনিরু মোহাম্মদ, দেশটির ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপোং। হেলিকপ্টারটির ক্রু ছিলেন স্কয়াড্রন লিডার পিটার বাফেমি আনালা, ফ্লাইং অফিসার মানিন তুয়ুম–আমপাদু ও সার্জেন্ট আর্নেস্ট আদ্দো মেনশাহ।
তবে হেলিকপ্টার বিধ্বস্তের কারণ সম্পর্কে কর্তৃপক্ষ কিছু জানায়নি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: মন ত র
এছাড়াও পড়ুন:
আজকের মধ্যে প্রবাসী ভোটারদের আবেদন তদন্ত শেষ করার নির্দেশ ইসির
নির্বাচন কমিশন (ইসি) প্রবাসী বাংলাদেশিদের ভোটার রেজিস্ট্রেশন আবেদনগুলো আজকের (৬ নভেম্বর) মধ্যে তদন্ত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে।
বুধবার (৫ নভেম্বর) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খানের সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন:
‘দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪’
তৃতীয় খসড়া তালিকা প্রকাশ, বাড়ল ভোটার
চিঠিতে বলা হয়েছে, ৩১ অক্টোবর পর্যন্ত প্রবাসীদের দাখিল করা ভোটার রেজিস্ট্রেশন আবেদনগুলোর তদন্ত প্রতিবেদন আবশ্যিকভাবে ৬ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।
উপজেলা, থানা ও রেজিস্ট্রেশন কর্মকর্তারা আবেদন ফরম ও সংযুক্ত দলিলাদি প্রিন্ট করে সরেজমিনে যাচাই করবেন। তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে সংযুক্ত ছক অনুযায়ী প্রতিবেদন এনআইডি মহাপরিচালক বরাবর পাঠাতে হবে।
চিঠিতে আরো বলা হয়েছে, ১ সেপ্টেম্বর বা তার পর দাখিল করা কোনো আবেদনের সঙ্গে যদি প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত না থাকে, তবে তা বাতিল করা হবে না। সেক্ষেত্রে প্রতিবেদনের ছকে ‘ডকুমেন্ট সংযুক্ত নেই’ উল্লেখ করতে হবে। পরবর্তীতে ডকুমেন্ট সংযুক্ত হলে তদন্ত কার্যক্রম সম্পন্ন করা হবে।
ঢাকা/এএএম/ইভা