বিরতি দিয়ে ক্রিকেটে ফেরা তামিম ইকবালের জন‌্য নতুন কোনো ঘটনা নয়। গত বছর জাতীয় ক্রিকেট লিগ দিয়ে তামিম যখন মাঠে ফিরেছিলেন, এর আগে নয় মাস ছিলেন প্রতিদ্বনিদ্বতামূলক ক্রিকেটের বাইরে। 

বিপিএল ফাইনালের পর সোজা চট্টগ্রাম বিভাগের হয়ে মাঠে নামেন। খেলেছিলেন ৪ ম‌্যাচ। রান করেছিলেন ১৯০। এরপর বিপিএলে অংশ নেন। মূলত বিপিএলের প্রস্তুতি সেরেছেন জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি খেলে। 

জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি প্রতিযোগিতার তৃতীয় আসর মাঠে গড়াবে ১৫ সেপ্টেম্বর। ফাইনাল হতে পারে ৪ অক্টোবর। খেলা হবে বগুড়া, রাজশাহী ও সিলেটে। এই প্রতিযোগিতা দিয়ে মাঠে ফিরবেন তামিম। নিশ্চিত করেছেন ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম‌্যান আকরাম খান, ‘‘তামিম চট্টগ্রাম বিভাগের সঙ্গে কথা বলেছে। তামিম খেলবে।’’

আরো পড়ুন:

মুশফিকের বিদায়টা মাঠ থেকেই হবে: শাহরিয়ার নাফিস

পরিসংখ্যান ও রেকর্ডের পাতায় মুশফিক

গত মার্চে তামিম হৃদরোগে আক্রান্ত হন। ঢাকা লিগ খেলার সময় বিকেএসপিতে ঘটে এই ঘটনা। পরবর্তীতে রিং পড়ানো হয়। তামিম এখন পুরোপুরি সুস্থ। স্বাভাবিক জীবনযাপন করছেন। তবে মাঠে ফেরার মতো অবস্থায় আছেন কি না সেটাই বিরাট প্রশ্ন।

গত এপ্রিলে জানা যায়, ৩-৪ মাসের মধ‌্যেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন তামিম। সেপ্টেম্বরে লিগ শুরু হলে তামিমের ফিরতে কোনো বাধা থাকার কথা নয়। তবে ম‌্যাচ ফিটনেস কী আছে তামিমের? 

জানা গেছে, নিজ থেকেই তামিম ঘরোয়া এই আসরে খেলতে চেয়েছেন। এজন‌্য কিছুদিনের মধ‌্যেই প্রস্তুতি নেওয়া শুরু করবেন। জাতীয় ক্রিকেট লিগে গত আসরেও বেছে ৪টি ম‌্যাচ খেলেছিলেন তিনি। এরপর জায়গা ছেড়ে দেন। বিপিএল খেলার ইচ্ছা আছে তার। বিপিএলের আগে জাতীয় লিগ তার ফেরার দারুণ মঞ্চ হবে বলাই যায়। 

শুধু তামিম নন, টি-টোয়েন্টি ক্রিকেটকে গুডবাই বলা মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকেও দেখা যাবে এবারের আসরে। মুশফিকুর গত আসরে রাজশাহী বিভাগের হয়ে ২ ম‌্যাচ খেলেছিলেন। মাহমুদউল্লাহ ছিলেন অনুপস্থিতত। এবার দুজনকেই দেখা যাবে নিশ্চিত করেছেন আকরাম খান। 

‘‘আশা করছি তিনজনই খেলবে। মুশফিকুর রহিম, খুব সম্ভবত নির্বাচকদের অনুরোধ করেছে। সিলেটের হয়ে খেলতে চায়। রিয়াদ সম্পর্কে কোনো কিছু আমাকে বলা হয়নি। নির্বাচকরা জানেন। নিশ্চিতভাবেই সে খেলবে।’’

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ত ম ম ইকব ল ব প এল

এছাড়াও পড়ুন:

এনসিপিসহ তিন রাজনৈতিক দল যেসব প্রতীক পাচ্ছে

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পাচ্ছে তিনটি নতুন রাজনৈতিক দল। দলগুলো হলো-জাতীয় নাগরিক পার্টি- এনসিপি, আমজনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। ইতিমধ্যে দলগুলোকে প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যয় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা কলি’, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে (মার্ক্সবাদী) ‘কাঁচি’ ও আমজনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’ প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। এরপর দাবি-আপত্তি এলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে।’

আরো পড়ুন:

বিএনপির প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের প্রার্থী

টাঙ্গাইলে বিএনপির আনন্দ মিছিলে আ.লীগ নেতার স্লোগান 

রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে কারো কোনো আপত্তি থাকলে প্রয়োজনীয় দলিলসহ এর কারণ উল্লেখপূর্বক ১২ নভেম্বরের মধ্যে সচিবের নিকট লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হলো।

ইসির নিবন্ধন পেতে ১৪৩টি দল আবেদন করে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ২২ দলের মাঠ পর্যায়ে তদন্ত পাঠায় নির্বাচন কমিশন। এরপর মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

তবে এনসিপি প্রতীক জটিলতা ও বাংলাদেশ জাতীয় লীগের কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশ হলে জাতীয় লীগসহ ১০ দলের অধিকতর যাচাইয়ের জন্য আবার তদন্ত করে সংস্থাটি। এরপর অধিকতর তদন্ত প্রতিবেদন যাচাই শেষে কয়েক দফা বৈঠক করে এ সিদ্ধান্ত নেয় ইসি।

পুনরায় মাঠ পর্যায়ের তদন্তে যে ১০টি দলকে পাঠানো হবে সেগুলো হল-আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় লীগ।

ঢাকা/আসাদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • ভারত-পাকিস্তান সংঘাতে ‘৮টি বিমান’ ভূপাতিত করা হয়েছে: ট্রাম্পের নতুন দাবি
  • মিস মেক্সিকোকে কটাক্ষ, বেরিয়ে গেলেন মিস ইউনিভার্স প্রতিযোগীরা
  • টেকনাফে সেতুর নিচে পানিতে ভাসছিল সাবেক ইউপি সদস্যের লাশ
  • অপ্রত্যাশিত আতিথেয়তা
  • অধস্তন আদালতের প্রায় এক হাজার বিচারককে পদোন্নতির প্যানেলভুক্তির সিদ্ধান্ত
  • এনসিপিসহ তিন রাজনৈতিক দল যেসব প্রতীক পাচ্ছে
  • বগুড়ায় ধানক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
  • রোবটদের সঙ্গে আমার বন্ধুত্বের গল্প 
  • আরব আমিরাতকে ৪৯ রানে গুঁড়িয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
  • চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা