ইসরায়েল পুরো গাজার সামরিক নিয়ন্ত্রণ নিতে চায়: নেতানিয়াহু
Published: 7th, August 2025 GMT
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েল সমগ্র গাজার সামরিক নিয়ন্ত্রণ নিতে চায় এবং অবশেষে এটিকে সশস্ত্র বাহিনীর হাতে তুলে দেবে, যারা এটিকে সঠিকভাবে পরিচালনা করবে। বৃহস্পতিবার ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
সোমবার ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখলের পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছেন। নেতানিয়াহুর সিদ্ধান্তের ফলে ইসরায়েলি সেনাবাহিনী সমগ্র ছিটমহলজুড়ে তার অভিযান সম্প্রসারণ করবে। এসব এলাকার মধ্যে হামাসের হাতে থাকা জিম্মিদের রাখা এলাকাগুলোও রয়েছে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। তবে সংবাদ প্রকাশের পর আন্তর্জাতিক সমালোচনার মুখে বৈঠক বাতিল করেন নেতানিয়াহু।
ইসরায়েল পুরো ২৬ মাইল উপত্যকার নিয়ন্ত্রণ নেবে কিনা জানতে চাইলে বৃহস্পতিবার নেতানিয়াহু বলেছেন, “আমরা তা করতে চাই। তবে আমরা এটি ধরে রাখতে চাই না। আমরা একটি নিরাপত্তা পরিধি রাখতে চাই। আমরা এটি পরিচালনা করতে চাই না। আমরা সেখানে একটি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে থাকতে চাই না।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজকের মধ্যে প্রবাসী ভোটারদের আবেদন তদন্ত শেষ করার নির্দেশ ইসির
নির্বাচন কমিশন (ইসি) প্রবাসী বাংলাদেশিদের ভোটার রেজিস্ট্রেশন আবেদনগুলো আজকের (৬ নভেম্বর) মধ্যে তদন্ত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে।
বুধবার (৫ নভেম্বর) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খানের সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন:
‘দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪’
তৃতীয় খসড়া তালিকা প্রকাশ, বাড়ল ভোটার
চিঠিতে বলা হয়েছে, ৩১ অক্টোবর পর্যন্ত প্রবাসীদের দাখিল করা ভোটার রেজিস্ট্রেশন আবেদনগুলোর তদন্ত প্রতিবেদন আবশ্যিকভাবে ৬ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।
উপজেলা, থানা ও রেজিস্ট্রেশন কর্মকর্তারা আবেদন ফরম ও সংযুক্ত দলিলাদি প্রিন্ট করে সরেজমিনে যাচাই করবেন। তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে সংযুক্ত ছক অনুযায়ী প্রতিবেদন এনআইডি মহাপরিচালক বরাবর পাঠাতে হবে।
চিঠিতে আরো বলা হয়েছে, ১ সেপ্টেম্বর বা তার পর দাখিল করা কোনো আবেদনের সঙ্গে যদি প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত না থাকে, তবে তা বাতিল করা হবে না। সেক্ষেত্রে প্রতিবেদনের ছকে ‘ডকুমেন্ট সংযুক্ত নেই’ উল্লেখ করতে হবে। পরবর্তীতে ডকুমেন্ট সংযুক্ত হলে তদন্ত কার্যক্রম সম্পন্ন করা হবে।
ঢাকা/এএএম/ইভা