অ্যাপলের নতুন আইওএস ২৬ অপারেটিং সিস্টেম নামিয়ে বিপাকে পড়েছেন অনেক আইফোন ব্যবহারকারী। খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) একাধিক ব্যবহারকারী অভিযোগ করেছেন, নতুন আইওএসের সবচেয়ে বেশি আলোচিত ‘লিকুইড গ্লাস’ ইফেক্টের কারণে সহজে বার্তা পড়া যাচ্ছে না। কাচের মতো স্বচ্ছ এই ইফেক্ট অ্যাপ আইকন, হোমস্ক্রিন ও লকস্ক্রিনে যুক্ত থাকায় সেগুলো ব্যবহারেও সমস্যা হচ্ছে।

লিকুইড গ্লাস ইফেক্টের সমালোচনা করে একজন ব্যবহারকারী এক্সে লিখেছেন, ‘প্রথমবারের মতো কোনো আইওএস আপডেট আমার কাছে অসহনীয় মনে হচ্ছে। সবকিছু কাঁপছে, ঝলমল করছে, মনোযোগ নষ্ট করছে। অনেক জায়গায় লেখা পড়াই যায় না।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আইওএস ২৬ যেন এক ভিজ্যুয়াল বিপর্যয়। নোটিফিকেশন সেন্টার বিকৃত হয়ে গেছে, কি–বোর্ডে চোখ রাখলেই মাথা ঘোরে। ডার্ক মোডে কন্ট্রোল সেন্টার দেখতে লাগে সাপের বৃত্তের মতো।’ অন্য এক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘আইওএস ২৬ একেবারেই গ্রহণযোগ্য নয়। স্টিভ জবসের সময়কার অ্যাপলকে মনে পড়ছে।’

অ্যাপলের ওয়েবসাইটে বলা হয়েছে, লিকুইড গ্লাস ইফেক্টের নকশা চারপাশ প্রতিফলিত ও প্রতিসৃত করে। এতে কনটেন্টে মনোযোগ বাড়ে, নিয়ন্ত্রণ ও নেভিগেশন হয় আরও প্রাণবন্ত। হোমস্ক্রিন থেকে লকস্ক্রিন পর্যন্ত বিস্তৃত এই নকশা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে করে তুলবে আরও পারসোনালাইজ ও অভিব্যক্তিপূর্ণ। তবে অ্যাপলের এই দাবি মানতে নারাজ অনেক আইফোন ব্যবহারকারী। একজন ব্যবহারকারী এক্সে লিখেছেন, ‘যেটা আশঙ্কা করেছিলাম, ঠিক সেটাই হলো। অনেক অ্যাপে লেখা স্পষ্ট নয়। অ্যানিমেশন ধীরগতির ও অপ্রয়োজনীয়। আগে যে কাজ এক ক্লিকে হতো, এখন লাগে দুই বা ততধিক ক্লিক। এটা অ্যাপলের মানের সঙ্গে যায় না।’ আরেকজন লিখেছেন, ‘লিকুইড গ্লাস যিনি অনুমোদন দিয়েছেন, তাঁকে বরখাস্ত করা উচিত। নকশাটি কদর্য এবং বিরক্তিকর। সবচেয়ে খারাপ হলো, এটা বন্ধ করার কোনো উপায় নেই।’

লিকুইড গ্লাস ইফেক্টের সমালোচনা পাশাপাশি আইওএস ২৬ নামানোর পর আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া নিয়েও অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী। ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার বিষয়ে অ্যাপল জানিয়েছে, এটি সাময়িক সমস্যা। বড় ধরনের আপডেটের পর আইফোনের ব্যাকগ্রাউন্ডে ডেটা ইনডেক্স করার পাশাপাশি নতুন ফাইল ডাউনলোডসহ অ্যাপ হালনাগাদের মতো বিভিন্ন কাজ চলতে থাকে। এসব কারণে কিছু সময়ের জন্য ব্যাটারির স্থায়িত্ব ও কর্মক্ষমতায় প্রভাব পড়তে পারে।

সূত্র: ডেইলি মেইল

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অ য পল র আইফ ন

এছাড়াও পড়ুন:

ফ্রান্সজুড়ে কৃচ্ছ্রতা বিরোধী বিক্ষোভ

ফ্রান্সজুড়ে কৃচ্ছ্রতা বিরোধী বিক্ষোভে বৃহস্পতিবার লাখ লাখ মানুষ অংশ নিয়েছে। শ্রমিক ইউনিয়নগুলো জানিয়েছে, তারা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং তার নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুকে বাজেট কাটছাঁট বাতিল করার আহ্বান জানিয়েছে।

বিক্ষোভের দিন ধর্মঘটে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে শিক্ষক, ট্রেন চালক, ফার্মাসিস্ট এবং হাসপাতালের কর্মীরাও ছিলেন। একই সময় কিশোর-কিশোরীরা কয়েক ডজন উচ্চ বিদ্যালয় অবরোধ করেছিল।

বিক্ষোভকারীরা সাবেক সরকারের আর্থিক পরিকল্পনা বাতিল করার, জনসেবাগুলোতে আরো ব্যয় করার, ধনীদের উপর উচ্চ কর বৃদ্ধির এবং পেনশন পেতে মানুষকে দীর্ঘ সময় কাজ করতে বাধ্য করার একটি অজনপ্রিয় নীতি পরিবর্তনের দাবি জানাচ্ছে।

সিজিটি ইউনিয়নের প্রধান সোফি বিনতে বলেছেন, “ক্ষোভ বিশাল, আর সেই সাথে দৃঢ় সংকল্পও। আজ লেকর্নুর প্রতি আমার বার্তা হল: বাজেট নির্ধারণের দায়িত্ব রাস্তার উপরই বর্তাবে।”

বিনতে জানান, ফ্রান্সজুড়ে সকালের সমাবেশে চার লাখ মানুষ অংশগ্রহণ করেছে। দেশের অন্যান্য অংশে এখনো সমাবেশ শুরু হয়নি।

একদিকে বাজেট কমানোর বিরোধী বিক্ষোভকারী ও বামপন্থী দলগুলোর এবং অন্যদিকে ইউরো জোনের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির ঘাটতি নিয়ে উদ্বিগ্ন বিনিয়োগকারীদের চাপের মধ্যে রয়েছেন ম্যাক্রোঁ ও লেকর্নু। 

বৃহস্পতিবারের বিক্ষোভ সম্পর্কে সিএফডিটি ইউনিয়নের প্রধান মেরিলিস লিওন বলেন, “এটি সতর্কীকরণ, সেবাস্তিয়ান লেকর্নুর প্রতি একটি স্পষ্ট সতর্কবার্তা। আমরা সামাজিকভাবে একটি ন্যায্য বাজেট চাই।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছিল, ধর্মঘট ও বিক্ষোভে আট লাখেরও বেশি লোক অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

এফএসইউ-এসএনইউআইপিপি ইউনিয়ন জানিয়েছে, প্যারিসে প্রতি তিনজনের মধ্যে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ধর্মঘটে ছিলেন এবং প্রায় দুইজনের মধ্যে একজন চাকরি ছেড়ে চলে গেছেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ

  • ঘরের চালে ঢিল ছোড়া নিয়ে বিরোধ, মীমাংসার পর মারামারিতে প্রাণ গেল একজনের
  • জাদুঘর থেকে উধাও ফারাওর সেই ব্রেসলেট চুরির পর সোনা পেতে গলিয়ে ফেলা হয়েছে
  • কারাগারে ও বিদেশে ছিলেন আসামিরা, তবু ‘মোবাইলের আলোতে চিনতে’ পেরেছেন বাদী এনসিপি নেতা
  • জীবিকার জন্য পরিশ্রম করা ইবাদত
  • যুক্তরাষ্ট্রের হেনড্রিক্স কলেজের মর্যাদাপূর্ণ বৃত্তি পাওয়া চারজনের একজন বাংলাদেশের মুমতাহিনা
  • চার্লি কার্ককে কে হত্যা করল
  • এক অধ্যাপকের কাছেই অসহায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • চৌধুরীবাড়ি ব্যবসায়ী নির্বাচনে ব্যাডমিন্টন মার্কায় গনসংযোগে এগিয়ে মেরাজ
  • ফ্রান্সজুড়ে কৃচ্ছ্রতা বিরোধী বিক্ষোভ