‘হৃদয় কতটা ভালো সে সম্পর্কে অনেক শুনেছি। কিছু ঝলকও আগে দেখেছি। কিন্তু আজ (কাল) হৃদয় তার ক্লাস দেখিয়েছে। দুর্দান্ত ইনিংস।’ এটা ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলের টুইট।

গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে হৃদয়ের ৫৮ রানের ইনিংসে ভোগলে কতটা মুগ্ধ হয়েছেন সেটা তাঁর শব্দচয়নেই বোঝা যাচ্ছে। শুধু ভোগলে নন, হৃদয়ের ইনিংসে মুগ্ধ হয়েছেন অনেকেই। কাল ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়াও হৃদয়কে প্রশংসায় ভাসিয়েছেন। কিন্তু হৃদয় নিজে কী বলছেন?

২৫ বছর বয়সী এই ব্যাটসম্যানের সময়টা ভালো যাচ্ছিল না। কাল শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটির আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫ ইনিংস ফিফটি ছিল না হৃদয়ের। মাঠের বাইরের ঘটনাতেও সমালোচিত ছিলেন। গত এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে তাঁর দ্বন্দ্ব নিয়ে দেশের ক্রিকেটে কম জল ঘোলা হয়নি।

এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক ভাবমূর্তি হয় হৃদয়ের। অনেকেই তাঁর নিবেদন নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এর পাশাপাশি মায়ের ক্যানসার সংক্রান্ত দুশ্চিন্তাও তাঁকে ভীষণভাবে চাপের মধ্যে ফেলেছিল। তাই হৃদয়ই জানেন, তাঁর ওপর দিয়ে কী গেছে আর কী যাচ্ছে।

মাঠে চমৎকার একটি ইনিংস খেলার পর নিজের সে সব অনুভূতিই ফেসবুকে প্রকাশ করেছেন অল্প কথায়। হৃদয় লিখেছেন, ‘চেষ্টা সব সময়ই থাকে, তবে ভাগ্য এবং রিজিক হয়তো সব সময় একরকম থাকে না। বাংলাদেশের জন‍্য খেলি, নিজের সর্বোচ্চ এবং সর্বশেষ টুকু দিয়ে হলেও মাঠে লড়াই করতে তাই প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহপাকের দরবারে শুকরিয়া সব খারাপ এবং ভালোর জন‍্য।’

হৃদয়ের আগে ফিফটি করেন সাইফও।.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফোডেনের জোড়া গোল, ডর্টমুন্ডকে বড় ব্যবধানে হারাল ম্যানচেস্টার সিটি

ম্যানচেস্টার সিটি ৪:১ ডর্টমুন্ড

আর্লিং হলান্ডের জন্য ম্যাচটা ছিল সাবেক ক্লাবের সঙ্গে সাক্ষাতের। সেই সাক্ষাৎ তিনি রাঙিয়েছেন গোল করে। গোল করেছেন রায়ান চেরকিও। তবে উয়েফা চ্যাম্পিয়নস লিগ প্রথম পর্বের চতুর্থ ম্যাচ ডেতে আজ ম্যানচেস্টার সিটির হয়ে সব আলো কেড়েছেন ফিল ফোডেন।

গোল করেছেন দুটি, দুটিই বক্সের বাইরে থেকে। গোলের ধরনে যা প্রায় দেড় যুগ পুরোনো স্মৃতি ফিরিয়ে এনেছে।

সব মিলিয়ে তিনজনের গোলদাতার খাতায় নাম লেখানোর ম্যাচে ম্যানচেস্টার সিটি বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে ৪-১ গোলের বড় ব্যবধানে।

বিস্তারিত আসছে।

সম্পর্কিত নিবন্ধ