ভাগ্য ও রিজিক হয়তো সব সময় এ রকম থাকে না—বললেন তাওহিদ হৃদয়
Published: 21st, September 2025 GMT
‘হৃদয় কতটা ভালো সে সম্পর্কে অনেক শুনেছি। কিছু ঝলকও আগে দেখেছি। কিন্তু আজ (কাল) হৃদয় তার ক্লাস দেখিয়েছে। দুর্দান্ত ইনিংস।’ এটা ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলের টুইট।
গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে হৃদয়ের ৫৮ রানের ইনিংসে ভোগলে কতটা মুগ্ধ হয়েছেন সেটা তাঁর শব্দচয়নেই বোঝা যাচ্ছে। শুধু ভোগলে নন, হৃদয়ের ইনিংসে মুগ্ধ হয়েছেন অনেকেই। কাল ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়াও হৃদয়কে প্রশংসায় ভাসিয়েছেন। কিন্তু হৃদয় নিজে কী বলছেন?
২৫ বছর বয়সী এই ব্যাটসম্যানের সময়টা ভালো যাচ্ছিল না। কাল শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটির আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫ ইনিংস ফিফটি ছিল না হৃদয়ের। মাঠের বাইরের ঘটনাতেও সমালোচিত ছিলেন। গত এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে তাঁর দ্বন্দ্ব নিয়ে দেশের ক্রিকেটে কম জল ঘোলা হয়নি।
এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক ভাবমূর্তি হয় হৃদয়ের। অনেকেই তাঁর নিবেদন নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এর পাশাপাশি মায়ের ক্যানসার সংক্রান্ত দুশ্চিন্তাও তাঁকে ভীষণভাবে চাপের মধ্যে ফেলেছিল। তাই হৃদয়ই জানেন, তাঁর ওপর দিয়ে কী গেছে আর কী যাচ্ছে।
মাঠে চমৎকার একটি ইনিংস খেলার পর নিজের সে সব অনুভূতিই ফেসবুকে প্রকাশ করেছেন অল্প কথায়। হৃদয় লিখেছেন, ‘চেষ্টা সব সময়ই থাকে, তবে ভাগ্য এবং রিজিক হয়তো সব সময় একরকম থাকে না। বাংলাদেশের জন্য খেলি, নিজের সর্বোচ্চ এবং সর্বশেষ টুকু দিয়ে হলেও মাঠে লড়াই করতে তাই প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহপাকের দরবারে শুকরিয়া সব খারাপ এবং ভালোর জন্য।’
হৃদয়ের আগে ফিফটি করেন সাইফও।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪০
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে ককটেল, বিস্ফোরক, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ ৪০ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে আরো জানানো হয়, অভিযানে তাদের কাছ থেকে আটটি ককটেল, দুইটি পেট্রোল বোমা, ছয়টি সামুরাই, পাঁচটি হেলমেট, তিনটি ছুরি, ১১টি চোরাই মোবাইল ফোন ও ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আরো পড়ুন:
গোপালগঞ্জে বাসচাপায় ভ্যানচালক নিহত
নড়াইলে ২ গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল থেকে রবিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টা পর্যন্ত মোহাম্মদপুর থানা পুলিশের সহায়তায় তেজগাঁও বিভাগের ১২০ জন পুলিশ সদস্য জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ককটেল, বিস্ফোরক, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান চলমান থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/এমআর/ফিরোজ