শিক্ষার্থীদের ভাষাগত ও যোগাযোগের দক্ষতা উন্নয়নের জন্য ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ল্যাঙ্গুয়েজ ক্লাব। বেশির ভাগ কার্যক্রম ইংরেজি ভাষাকেন্দ্রিক হলেও জার্মান ও জাপানি ভাষা নিয়েও কাজ করেন ক্লাবের সদস্যরা।

বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাব দুই বছর ধরে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ফেস্ট ও ইন্টার ফ্যাকাল্টি ল্যাঙ্গুয়েজ লিগ নামের দুটি প্রতিযোগিতা করছে। গত বছর ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ফেস্টের দুই দিনের আয়োজনে ১৫টি বিশ্ববিদ্যালয় থেকে ২৮০–এর বেশি শিক্ষার্থী অংশ নিয়েছেন। বাংলা ও ইংরেজি ছাড়া অন্যান্য ভাষাও এই প্রতিযোগিতায় প্রাধান্য পায়।

আরও পড়ুনশিশু ভারী ব্যাগ বহন করলে যেসব সমস্যা হতে পারে৬ ঘণ্টা আগে

ইন্টার ফ্যাকাল্টি ল্যাঙ্গুয়েজ লিগে অংশ নেয় কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ। এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিজ নিজ অনুষদের প্রতিনিধিত্ব করেন। তবে ক্লাবের মূল আকর্ষণ—প্রেজেন্টেশন ডে ও লার্নিং ডে। প্রেজেন্টেশন ডেতে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় ইংরেজিতে উপস্থাপন করেন। কয়েক মাস ধরে চলা এ আয়োজনের সেরাদের নিয়ে অনুষ্ঠিত হয় একটি ‘ফাইনাল প্রেজেন্টেশন’। এসবের মাধ্যমে শিক্ষার্থীরা একদিকে যেমন ইংরেজিতে দক্ষ হয়ে ওঠেন, তেমনি পাবলিক স্পিকিং অর্থাৎ অনেকের সামনে নিজের ভাবনা উপস্থাপনের জড়তাও কেটে যায়।

ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা মাহাবুব বলেন, ‘প্রতিযোগিতাগুলোর কারণে শিক্ষার্থীরা ইংরেজি শেখার পাশাপাশি নিজেদের সক্ষমতা যাচাই করতে পারে। সে অনুযায়ী ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করে নেয় তারা। নিজের কথাই বলি। আগে ইংরেজিতে ফ্রি হ্যান্ডে কিছু লিখতে ভয় পেতাম। এই ভয় কাটিয়ে উঠতে পেরেছি ক্লাবে যুক্ত হয়ে। তা ছাড়া আমাদের বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ করতে দেশের বাইরে যায়। তাদের জন্যও এসব প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

ইংরেজি ভাষাকে শিক্ষার্থীদের কাছে আনন্দদায়ক করে তুলতে বিভিন্ন খেলাধুলা ও আলোচনার আয়োজন করা হয়। পাশাপাশি ভাষা শিক্ষা ও যোগাযোগের দক্ষতা বাড়াতে প্রযুক্তির সাহায্য নেন তাঁরা। যেমন অনলাইনে বিভিন্ন অধিবেশন আয়োজন, ‘ওয়ার্ড অব দ্য ডে’ নামের অনলাইন গ্রুপে বিভিন্ন বিষয় ভাগাভাগি করে নেওয়া ইত্যাদি। এককথায় ইংরেজি ভাষা শিখতে ও তা শিক্ষার্থীদের কাছে সহজবোধ্য করে তুলতে বৈচিত্র্যপূর্ণ সব কার্যক্রম গ্রহণ করা হয় ক্লাবের পক্ষ থেকে।

আরও পড়ুনচাকরির আবেদনের ক্ষেত্রে জনপ্রিয় হচ্ছে ‘ইউরোপাস সিভি’, কীভাবে তৈরি করবেন১৩ ঘণ্টা আগে

প্রতিটি সেশনের পর ক্লাবের নতুন সদস্যের কাছে মতামত (ফিডব্যাক) চাওয়া হয়। কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কি না, কোনো উন্নতির সুযোগ আছে কি না, কী করলে আরও ভালো হয়.

..নানা পরামর্শ দেন শিক্ষার্থীরা। ফলে নতুনের পাশাপাশি পুরোনো সদস্যরাও উপকৃত হন। এতে বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে ওঠে।

মোস্তফা মাহাবুব বলেন, ‘ইংরেজি আর সব ভাষার মতোই। নিয়মিত একটা নির্দিষ্ট সময় ইংরেজিতে কিছু লেখা এবং একটা ফ্রেন্ডস গ্রুপ গঠন করে সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোচনা করলে ভয় কাটিয়ে ওঠা সম্ভব। তবে একটা ভাষায় দক্ষতা অর্জন করতে যেহেতু দীর্ঘ সময় প্রয়োজন, তাই অনেকে উদ্যম হারিয়ে ফেলে। সব বাধা অতিক্রম করেই লেগে থাকতে হবে।’

আরও পড়ুনআত্মবিশ্বাস নিয়ে ইংরেজি বলা শেখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ক্লাব৩ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চবির প্রক্টর পদে রদবদল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী।

অন্যদিকে, সদ্য সাবেক প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

আরো পড়ুন:

রাবি শিক্ষকদের ওপর হামলায় চবি শিক্ষক সমাজের নিন্দা

চাকসু: ছাত্র অধিকার ও ইসলামী ছাত্র মজলিসের যৌথ প্যানেল ঘোষণা

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দীকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাসহ ১ বছরের জন্য প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, চবির গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের বর্তমান পরিচালক উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. কামাল উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ২২ সেপ্টেম্বর থেকে এ দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো। একইসঙ্গে চবির ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে আগামী ২৩ সেপ্টেম্বর হতে পরবর্তী ২ বছরের জন্য গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ করা হলো।

দুই বিজ্ঞপ্তির বিষয় নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

ঢাকা/মিজান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ