ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে লড়ছে ৬ বাংলাদেশি শিক্ষার্থী
Published: 21st, September 2025 GMT
দৌড় দৌড়! হুড়মুড়িয়ে বাসে উঠতেই বাস ছুটে চলে কৃষ্ণসাগরের পাড় ঘেঁষে সিরিয়াস সম্মেলন কেন্দ্রের পথে। উজ্জ্বল সূর্যালোক আর কৃষ্ণসাগরের মাতাল করা হাওয়া স্বাগত জানায় ছুটে চলা মানুষদের। বলছিলাম, ‘চতুর্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ২০২৫’–এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ দলের অংশগ্রহণের কথা।
ভিসা সঠিক সময়ে পাওয়া যাবে কি না, সে অনিশ্চয়তা থেকে অগ্রিম টিকিট কাটা হয়নি। ফলে শেষ মুহূর্তে ১৩ ঘণ্টার ট্রানজিট কবুল করে ৩৪ ঘণ্টা ভ্রমণ শেষে রাশিয়ার সোচি শহরে পৌঁছাই।
ঘড়িতে স্থানীয় সময় শনিবার রাত প্রায় ১২টা। আয়োজকদের খোঁজ না পেয়ে ট্যাক্সি নিয়ে সোজা হোটেলে পৌঁছে যাই। ততক্ষণে হোটেলের রেস্তোরাঁ বন্ধ। রাতটা বুঝি পানি খেয়েই পার করতে হবে!
হোটেলের প্রাথমিক কাজের আনুষ্ঠানিকতা শেষে কক্ষে যাওয়ার পথে হোটেল ব্যবস্থাপক প্রত্যেকের হাতে খাবারের ব্যাগ ধরিয়ে দেন। এর চেয়ে ভালো কিছু হতেই পারে না! কক্ষে ফিরে খাওয়াদাওয়া করে ঘুমাতে ঘুমাতে ঘড়ি জানান দেয় যে রাত দুইটা প্রায়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রোববার উদ্বোধন হয় চতুর্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় রাশিয়ার শিক্ষামন্ত্রী সের্গেই খারসভ এই আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক বিজ্ঞানী মহলকে এক হয়ে বিজ্ঞানের কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাশিয়ান একাডেমি অব সায়েন্সের পরিচালক (অ্যাস্ট্রোনমি) অলেয়াগুখ মালকভ, সিরিয়াস শিক্ষাকেন্দ্রের ডেপুটি প্রধান আন্তন গুসেভসহ আরও কয়েকজন। আনিসিয়া গরোবেতস ইয়োহান জেবাস্টিয়ান বাখের সিম্ফনি পরিবেশন আয়োজনকে স্বপ্নময় করে তোলে।
সশরীর ও অনলাইন মিলিয়ে ২০টি দেশের ৯০ জন প্রতিযোগীর অংশগ্রহণে শুরু হলো ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রনমি অলিম্পিয়াডের চতুর্থ আসর। ছয় সদস্যের বাংলাদেশ দল এতে অংশ নিচ্ছে।
ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের জন্য নির্বাচিত ছয় সদস্যের মধ্যে আছে ঢাকার হিড ইন্টারন্যাশনাল স্কুলের ‘এ’ লেভেল শিক্ষার্থী সপ্তর্ষি রহমান, ঢাকা আদমজী ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো.
প্রতিযোগিতাটিকে চারটি পর্বে ভাগ করা হয়েছে। তাত্ত্বিক পর্ব ও তথ্য বিশ্লেষণ পর্ব দুটি পাঁচ ঘণ্টা করে দুদিনে মোট ১০ ঘণ্টা অনুষ্ঠিত হবে। আর আকাশ পর্যবেক্ষণ ও সাধারণ জ্ঞানের পর্ব দুটি দুই ঘণ্টা করে দুদিনে মোট চার ঘণ্টা হবে।
ফলাফল ঘোষণা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে আয়োজনটি শেষ হবে ২৭ সেপ্টেম্বর।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: অল ম প য় ড অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
রাঙামাটিতে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের গণসংযোগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন পাওয়ার পর নিয়মিত গণসংযোগের অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি বাজারে গণসংযোগ করেছেন দীপেন দেওয়ান। দলের ভারপ্রাপ্ত চেয়ামর্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্রগঠনের ৩১ দফার লিফলেট বিতরণ করেন তিনি।
সকালে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি বাজারে সাপ্তাহিক হাটে আসা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
আরো পড়ুন:
জাতীয় নির্বাচন: ৯১ আসনে প্রার্থী ঘোষণা গণসংহতি আন্দোলনের
মানুষ ধানের শীষের প্রার্থীকে জয়ী করবে: টুকু
এ সময় দীপেন দেওয়ান বলেন, ‘‘দেশের উন্নয়নে একমাত্র বিএনপিই কাজ করেছে। তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, প্রশাসনিক সংস্কার, বিচারব্যবস্থা ও অর্থনৈতিক পুনর্গঠনের সুনির্দিষ্ট দিক-নির্দেশনা। এই বার্তা আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, যেন মানুষ বুঝতে পারে; পরিবর্তনের সময় এসেছে, পরিবর্তন হবে জনগণের হাতেই।’’
বিএনপির এই প্রার্থী আরো বলেন, ‘‘আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে নাগরিকের অধিকার নিরাপদ থাকবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বিচার হবে নিরপেক্ষ, গণতন্ত্র হবে জনগণের হাতে, আর রাষ্ট্র হবে জবাবদিহিমূলক। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম।’’
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা শ্রমিক দল সভাপতি মমতাজ মিয়া, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান প্রমুখ।
ঢাকা/শংকর/বকুল