বরগুনায় বিকাশে প্রতারণার অভিযোগে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম টিম ও গোয়েন্দা পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বরগুনার আমতলীর টিয়াখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

বিএসবির খায়রুল বাশারের ৪২ কোটি টাকার সম্পদ জব্দ 

যুক্তরাষ্ট্রের সেনা পরিচয়ে প্রতারণা, হাকিমপুর পৌর যুবদল নেতা বহিষ্কার

গ্রেপ্তাররা হলেন- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাছুয়াখালী নাসির উদ্দিনের ছেলে মো.

সুজন (৩০), বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী এলাকার দেলোয়ার মুন্সীর ছেলে আব্দুর রহমান (২৫) ও তার স্ত্রী সুমি (২২)।

ডিবি পুলিশ জানায়, গত ১ মাস যাবত বরগুনা জেলার বিভিন্ন থানা হতে সাধারণ লোকজন বিকাশ প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়ে বেশ কয়েকটি মামলা হয় বরগুনার বিভিন্ন থানায়। অভিযোগগুলো আমলে নিয়ে নিবির পর্যবেক্ষণ ও তথ্য-প্রযুক্তি ব্যবহার করে অপরাধী শনাক্ত করেন জেলা সাইবার ক্রাইম টিম। এরপর রবিবার দিবাগত রাতভর অভিযান চালিয়ে সাইবার ক্রাইম টিম ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আমতলীর টিয়াখালী এলাকা থেকে প্রতারকদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

বরগুনা ক্রাইম টিম সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক চক্রের সদস্যরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন লোকজনকে ফোন করে আত্মীয় স্বজন অসুস্থ বা অন্য কোনো স্পর্শকাতর বিষয়ের কথা বলে এ ধরনের প্রতারনামূলক কর্মকাণ্ড করে আসছে। তাদের কাছ থেকে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামিদের আমতলী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান জানান, বিকাশের মাধ্যমে প্রতারণায় ভুক্তভোগী আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর বাজারের রাকিবুল খান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে স্বামী-স্ত্রীসহ তিনজনকে। এছাড়া তাদের বিরুদ্ধে বরগুনা জেলা এবং অন্যান্য জেলায় প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে।

ঢাকা/ইমরান/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর বরগ ন

এছাড়াও পড়ুন:

বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের মামলায় ৩ আ.লীগ নেতা গ্রেপ্তার 

বরগুনার আমতলী উপজেলায় ২০২৪ সালে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের এক বছর পর আওয়ামী লীগের ৬৫ জনের নাম উল্লেখ এবং ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন বিএনপির এক কর্মী। এ মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (৫ অক্টোবর) রাত ৩টার দিকে আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২১ অক্টোবর আমতলী উপজেলা শহরে বিএনপির মিছিল চলাকালে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় বিএনপি কর্মী মো. রাহাত প্যাদা বাদী হয়ে গতকাল (৫ অক্টোবর) রাতে আমতলী থানায় ৬৫ জনের নাম উল্লেখ এবং ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে আমতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিককে। পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আরপাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির এবং পৌর যুবলীগ সাধারণ সম্পাদক অমিত রসুল অপুকে গ্রেপ্তার করেছে। 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেছেন, ২০২৪ সালে বিএনপির মিছিলে হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। আসামিদের সোমবার দুপুরে আদালতে নেওয়া হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ঢাকা/ইমরান/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের মামলায় ৩ আ.লীগ নেতা গ্রেপ্তার 
  • বান্দরবানের লামায় চাঁদাবাজির অভিযোগে এক কিশোরসহ তিনজন গ্রেপ্তার
  • রামগঞ্জে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় মামলা