কলম্বোয় পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ নারী দল। কলম্বো থেকে বাংলাদেশ দল এরপর পাড়ি দিয়েছে গুয়াহাটিতে। বাড়ির কাছের সেই ভেন্যুতেই আজ ‘অচেনা’ ইংল্যান্ডের সামনে নিগার সুলতানারা।
নারী টি-টোয়েন্টিতে চারবার দেখা হলেও ৫০ ওভারের ক্রিকেটে দুই দলের দেখা হয়েছে মাত্র একবারই। বাংলাদেশ ওয়ানডে খেলছে ২০১১ সাল থেকে। তবে এই সংস্করণে ইংলিশ মেয়েদের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ২০২২ সাল পর্যন্ত। নিজেদের প্রথম বিশ্বকাপে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে দেখা হয়েছিল দুই দলের। নিগারদের ১৩৪ রানে অলআউট করে ঠিক ১০০ রানে জিতেছিল ইংল্যান্ড। এরপর আরেকটি বিশ্বকাপে এসেই আবার দেখা হচ্ছে দুই দলের।
বাংলাদেশের মতো বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছেন ইংলিশ মেয়েরাও। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬৯ রানে অলআউট করে ১৪.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ বক প
এছাড়াও পড়ুন:
নিখোঁজ ব্যক্তির মাটিচাপা লাশ মিলল বাড়ির উঠানে
চট্টগ্রামের বাঁশখালীতে বাড়ির উঠানে মাটি চাপা দেওয়া অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে মাটি খুঁড়ে তাঁর লাশ উদ্ধার হয়। ওই ব্যক্তি তিন দিন ধরে নিখোঁজ ছিলেন।
নিহত ব্যক্তির নাম আশরাফ আলী (৫৫)। তিনি উপজেলার কালীপুর ইউনিয়নের টেমাপাড়া এলাকার মৃত মো. ফরিদের ছেলে। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিন দিন আগে আশরাফ আলী নিখোঁজ হন। এরপর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁকে পাননি। আজ সকালে এক প্রতিবেশী গাছে পানি দেওয়ার সময় দেখেন, বাড়ির উঠানের এক পাশে ঝুরঝুরে মাটি। এরপর সন্দেহবশত স্থানীয় বাসিন্দাদের নিয়ে মাটি খুঁড়লে আশরাফের লাশ পাওয়া যায়। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে মাথায় আঘাত করে হত্যার পর মাটি চাপা দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।