নিখোঁজ ব্যক্তির মাটিচাপা লাশ মিলল বাড়ির উঠানে
Published: 23rd, November 2025 GMT
চট্টগ্রামের বাঁশখালীতে বাড়ির উঠানে মাটি চাপা দেওয়া অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে মাটি খুঁড়ে তাঁর লাশ উদ্ধার হয়। ওই ব্যক্তি তিন দিন ধরে নিখোঁজ ছিলেন।
নিহত ব্যক্তির নাম আশরাফ আলী (৫৫)। তিনি উপজেলার কালীপুর ইউনিয়নের টেমাপাড়া এলাকার মৃত মো. ফরিদের ছেলে। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিন দিন আগে আশরাফ আলী নিখোঁজ হন। এরপর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁকে পাননি। আজ সকালে এক প্রতিবেশী গাছে পানি দেওয়ার সময় দেখেন, বাড়ির উঠানের এক পাশে ঝুরঝুরে মাটি। এরপর সন্দেহবশত স্থানীয় বাসিন্দাদের নিয়ে মাটি খুঁড়লে আশরাফের লাশ পাওয়া যায়। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল শ উদ ধ র
এছাড়াও পড়ুন:
গোল করার পর পেনাল্টি হজম এবং তারপর দুঃখ প্রকাশ নেইমারের
গোল করলেন। বিরতির সময় সাক্ষাৎকার দিলেন। বিরতির পর তাঁর কারণে দল হজম করল পেনাল্টি। নেইমার এরপর দুঃখ প্রকাশ করলেন।
ব্রাজিলিয়ান সিরি আ–তে আজ মিরাসলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে নেইমারের দল সান্তোস। ম্যাচের ৪ মিনিটে সান্তোসের করা গোলটি নেইমারের। তিন মাস পাওয়া গোলের আনন্দে মাঠেই আত্মহারা হয়ে যান নেইমার। লাওতারো দিয়াজের সুন্দর থ্রু পাস ধরেন প্রতিপক্ষের ডিফেন্ডারদের পেছন থেকে দৌড়ে বক্সে ঢুকে। এরপর যে দক্ষতায় গোলটি করলেন, তা দেখে অনেকের ব্রাজিলের ’৯৪ বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোমারিওকে মনে পড়তে পারে। বিরতির সময় নেইমার নিজেও সাক্ষাৎকারে রোমারিওকে স্মরণ করেন। কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই হয়ে গেলেন খলনায়ক!
৬০ মিনিটে মিরাসল ডিফেন্ডার রেইনালদোকে নিজেদের বক্সে ফাউল করে বসেন নেইমার। বলে শট নিতে গিয়ে রেইনালদোর পায়েও আঘাত করেন। রেফারি পেনাল্টির বাঁশি বাজানোর পর স্পটকিক থেকে মিরাসলকে সমতাসূচক গোল এনে দেন রেইনালদো।
লাল কার্ড খাওয়ার পর বিমর্ষ নেইমার