বরিশালের হিজলা উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযানিক দলের ওপর হামলা করা হয়েছে। এতে উপজেলা মৎস্য কর্মকর্তা  ও কোস্ট গার্ডের কয়েকজন সদস্য আহত হয়েছে। 

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মেঘনা নদীর আলীগঞ্জ এলাকায় হামলা করা হয়। ইলিশের প্রজনন বৃদ্ধির জন্য মা ইলিশ রক্ষায় দেশের নদী-সমুদ্রে মাছ ধরার ওপর গত ৪ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় ইলিশ ধরা, বিক্রয়, পরিবহন বন্ধ থাকবে।  

আরো পড়ুন:

নিষেধাজ্ঞার মধ্যে মৎস্যকর্মীর ইলিশ শিকার: তদন্ত কমিটি গঠন

মৎস্য অফিসে কর্মরত ছেলে ও আ.

লীগ নেতার ইলিশ শিকার

হামলার সঙ্গে জড়িত সাত জেলেকে আটক করা হয়েছে। তারা হলেন, জীবন সরদার, আব্দুর রহিম, মিরাজ, সাদ্দাম, রায়হান পাটোয়ারী, বরকত উল্লাহ ও সুজন। তারা সকলে মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া এলাকার বাসিন্দা। 

হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এ সব তথ্য জানিয়েছেন। 

হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, অবৈধ জাল দিয়ে মাছ শিকারের সময় মৎস্য অফিস ও কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানিক দলের ওপর দা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় জেলেরা। এতে তিনিসহ কোস্ট গার্ডের সদস্যরা আহত হয়েছেন। 

তিনি আরো জানান, হামলাকারীদের আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম ও কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সাইফুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। 

ঢাকা/পলাশ/বকুল 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য ন উপজ ল র র ওপর

এছাড়াও পড়ুন:

অর্থহীনের অ্যালবামে সুমনের পুত্র আহনাফ

প্রায় তিন বছর পর অ্যালবাম প্রকাশের ঘোষণা দিল অর্থহীন। গতকাল সকালে ঢাকার এক রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে ব্যান্ডটি জানিয়েছে, ১৭ অক্টোবর প্রকাশিত হবে ফিনিক্সের ডায়েরি ২। ইউটিউব মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ শীর্ষ স্ট্রিমিং প্ল্যাটফর্মেও শোনা যাবে। এর মধ্যে ২ অক্টোবর ইউটিউবে প্রকাশিত হয়েছে অ্যালবামের প্রথম গান ‘উন্মাদ’।

সংবাদ সম্মেলনে ব্যান্ডের প্রতিষ্ঠাতা, বেজ গিটারিস্ট, ভোকালিস্ট সাইদুস সালেহীন খালেদ সুমন বলেন, ‘গানগুলো শুধু আগের শ্রোতারাই পছন্দ করবে—এমন নয়; জেন–জি, জেন–আলফা বা পরবর্তী প্রজন্মের কাছেও এর আকর্ষণ থাকবে।’

অর্থহীন জানিয়েছে, অ্যালবামটিতে তীব্র ক্ষোভ ও প্রতিশোধের গল্প তুলে ধরা হয়েছে। আগের অ্যালবামের তুলনায় এটি আরও বেশি সমৃদ্ধ।

অ্যালবামটি সংগীত পরিচালক ও শিল্পী এ কে রাতুলকে উৎসর্গ করা হয়েছে। এতে গ্র্যামি মনোনয়নপ্রাপ্ত গিটারিস্ট ফ্র্যাঙ্ক গ্যামবালি, স্যাক্সোফোন প্লেয়ার বব ফ্র্যাঙ্কেসচিনি, বেজ গিটারিস্ট বাবি লুইস ও ‘বেজবাবা’ সুমনের পুত্র আহনাফের সঙ্গে কোলাবরেশন করেছে অর্থহীন।

সংবাদ সম্মেলনে ‘বেজবাবা’ সুমনের সঙ্গে ব্যান্ডের বাকি দুই সদস্য ড্রামার মার্ক ডন ও গিটারের এহতেশাম আলী উপস্থিত ছিলেন

সম্পর্কিত নিবন্ধ