সিলেটে অটোচালকদের আন্দোলনে থাকা সিপিবি নেতার চার মামলায় জামিন
Published: 10th, November 2025 GMT
সিলেটে ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকদের আন্দোলনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (সুমন) চারটি মামলায় জামিন পেয়েছেন।
আজ সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুন–অর–রশীদ আনোয়ার হোসেনের বিরুদ্ধে দায়ের করা চতুর্থ মামলায় জামিন মঞ্জুর করেন। এর আগে আরও তিনটি মামলায় আনোয়ার হোসেন আগে জামিন পেয়েছিলেন।
গত ৩১ অক্টোবর মধ্যরাতে সিলেট নগরের আখালিয়া কালীবাড়ি এলাকার বাসা থেকে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। আনোয়ার হোসেন সিপিবি সিলেট জেলার বর্তমান কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য। তিনি পেশায় আইনজীবী।
আনোয়ার হোসেনের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন। তিনি বলেন, আনোয়ার হোসেনকে চারটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এর মধ্যে তিনটি মামলায় আগেই জামিন পেয়েছেন তিনি। সর্বশেষ আরও একটি মামলায় আজ জামিন পেয়েছেন। এতে তাঁর মুক্তিতে কোনো বাধা রইল না।
আরও পড়ুনসিলেটে অটোচালকদের আন্দোলনে থাকা সিপিবি নেতাকে মধ্যরাতে গ্রেপ্তার০১ নভেম্বর ২০২৫মোহাম্মদ মনির উদ্দিন জানান, ওই চার মামলা প্রায় এক মাস আগে দায়ের করা হয়েছিল। ওই সব মামলায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পালকেও গ্রেপ্তার করা হয়েছিল। পরে ওই দুজন জামিনে মুক্তি পান।
সম্প্রতি সিলেটের প্রশাসন ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। রাস্তায় চলাচলের অনুমোদন না থাকায় ব্যাটারিচালিত অটোরিকশা আটক ও চার্জিং পয়েন্টগুলোয় অভিযান চালিয়ে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালিত হয়।
তবে শ্রমিকদের পক্ষ নিয়ে বাসদ ও সিপিবির নেতারা আন্দোলনে নামেন। তাঁরা সিলেট নগরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবি জানান। গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর সিলেটে অটোরিকশা শ্রমিকদের আন্দোলনে যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছিল। এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করে। মামলায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভাইয়ের অপেক্ষায় নিদ্রাহীন সেলিনা জেটলি
বলিউডের আলোচিত অভিনেত্রী সেলিনা জেটলি। তার ভাই বিক্রান্ত কুমার জেটলিকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাত। এক বছরের বেশি সময় ধরে আবুধাবিতে আটক রয়েছেন ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা মেজর বিক্রান্ত কুমার জেটলি। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন সেলিনা। ভাইয়ের নিরাপত্তা ও সুস্থতা নিয়ে ক্রমাগত উদ্বিগ্ন এই অভিনেত্রী।
সেলিনা জেটলি তার ইনস্টাগ্রামে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন। তাতে এই অভিনেত্রী বলেন, “আমার ডাম্পি, আশা করি তুমি ভালো আছো, আশা করি তুমি জানো আমি তোমার পাশে পাথরের মতো দাঁড়িয়ে আছি। আশা করি তুমি জানো, আমি একরাতও তোমার জন্য না কেঁদে ঘুমাতে পারি না।”
আরো পড়ুন:
‘স্ত্রীর চেয়ে নায়িকাদের সঙ্গেই বেশি সময় কাটিয়েছে গোবিন্দ’
রেকর্ড গড়বে শাহরুখের ‘কিং’?
ভাই বিক্রান্তের দেশে ফেরার অপেক্ষায় সেলিনা। এ অভিনেত্রী বলেন, “তুমি জানো, তোমার জন্য আমি সবকিছু ত্যাগ করতে পারি। আশা করি তুমি জানো, আমাদের মাঝে কেউ কখনো আসতে পারবে না। আশা করি তুমি জানো, আমি কোনো প্রচেষ্টা বাকি রাখিনি। আশা করি, ঈশ্বর তোমার ও আমার প্রতি দয়া দেখাবেন। আমার ভাই, তোমার অপেক্ষায় আছি।”
যথাযথ আইন ও চিকিৎসাসেবা ছাড়াই মেজর বিক্রান্ত জেটলিকে আবুধাবিতে আটক রাখা হয়েছে। এ বিষয়ে ভারত সরকারের কাছে সহযোগিতা চেয়েছে জেটলির পরিবার। জেটলি পরিবারের পক্ষে আইনজীবী হিসেবে কাজ করছেন রাঘব কাক্কর।
রাঘব কাক্কর বলেন, “সরকার একজন নোডাল অফিসার নিয়োগ করেছেন, যাতে আবেদনকারী ও তার ভাইয়ের মধ্যে যোগাযোগ স্থাপন সহজ হয়, কার্যকর আইনগত সহায়তা প্রদান করা যায় এবং মামলার অগ্রগতির বিষয়ে আমাদের আপডেট দেওয়া হয়...। এই পদক্ষেপগুলো তার মুক্তি নিশ্চিত করতে সাহায্য করবে। এটি ভারত ও ইউএই-এর সম্পর্ক আরো দৃঢ় করবে।”
দিল্লি হাইকোর্টের নির্দেশে নোডাল অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সেলিনা জেটলির পক্ষ থেকে আইনজীবী রাঘব কাক্কর ও মাধব আগরওয়াল উপস্থিত থাকবেন।
পরিবারের তথ্যমতে, অবসরপ্রাপ্ত মেজর বিক্রান্ত কুমার জেটলি চতুর্থ প্রজন্মের সেনা কর্মকর্তা। বিশেষ বাহিনীতে (স্পেশাল ফোর্সেস) কর্মরত ছিলেন তিনি। ২০২৪ সালের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) জাতীয় নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বিক্রান্তকে আটক করা হয়।
২০০১ সালে ‘জানশীন’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সেলিনা জেটলির। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু সফল সিনেমা উপহার দিয়েছেন। কিন্তু ক্যারিয়ারের মাঝপথে আকস্মিকভাবে বিয়ে করেন প্রাক্তন মিস ইন্ডিয়া। তারপর অভিনয় থেকে দূরে রয়েছেন ৪৩ বছর বয়সি এই নায়িকা।
ঢাকা/শান্ত