সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি সাগর গ্রেপ্তার
Published: 8th, October 2025 GMT
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ সাগর (৩২) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে গোদনাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী বাপ্পি (২৮) নামের আরেক কারবারি কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত সাগর গোদনাইল রসুলবাগ মাঝিপাড়া এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে এবং পলাতক বাপ্পি একই এলাকার মোঃ দ্বীন ইসলামের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
অভিযানের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে তারা গোদনাইলে টহল দিচ্ছিলেন।
এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গোদনাইল এসও ঈদগাহ ব্রীজের ওপর কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এই খবরের ভিত্তিতে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাগরকে হাতেনাতে আটক করা গেলেও তার সহযোগী বাপ্পি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে সাগরের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা।
এসআই জহুরুল আরও জানান, গ্রেফতার সাগর ও তার পলাতক সহযোগী বাপ্পি দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ ও এর আশপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। পলাতক বাপ্পিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। সিদ্ধিরগঞ্জকে মাদকমুক্ত করতে আমাদের এই অভিযান ভবিষ্যতেও চলবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ
এছাড়াও পড়ুন:
বঞ্চিত এসআই–সার্জেন্টদের যোগদানে প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদন
স্বরাষ্ট্র, অর্থ, জনপ্রশাসন, পুলিশ সদর দপ্তর এবং আইন মন্ত্রণালয়ের সুপারিশকৃত ২০০৭ সালে বাংলাদেশ পুলিশে নিয়োগ বঞ্চিত এসআই ও সার্জেন্ট প্রার্থীদের চাকরিতে যোগদানে প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদনের দাবি জানিয়েছে নিয়োগ বঞ্চিত প্রার্থীরা।
বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়েছে।
আরো পড়ুন:
ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের
আসন্ন নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চাই: প্রধান উপদেষ্টা
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রার্থীরা বলেন, “আমরা ২০০৬ সালে চূড়ান্ত নির্বাচিত ও ২০০৭ সালে নিয়োগ বঞ্চিত এসআই ও সার্জেন্ট প্রার্থীরা দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে হাজির হয়েছি। ২০০৬ সালে চূড়ান্ত নির্বাচিত ৫৩৬ জন এসআই ও ২২১ জন সার্জেন্টকে তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ ও ডিআইজি বেনজীর আহমেদ কোনো প্রকার নোটিশ প্রজ্ঞাপন ছাড়া শুধুমাত্র একটি সাদা কাগজে নোটের মাধ্যমে দলীয় ট্যাগে ঢালাওভাবে পুরো নিয়োগ প্রক্রিয়া অবৈধভাবে বাতিল ঘোষণা করে।”
“তৎকালীন আমরা আইনের দ্বারস্থ হয়েও সুবিচার থেকে বঞ্চিত হই। সুদীর্ঘ ১৮ বছর তৎকালীন ফ্যাসিস্ট সরকার হাসিনার আমলেও আমরা কোনো প্রকার সুবিচার পাইনি, বরং নানাভাবে দমন-পীড়নের স্বীকার হয়েছি।”
তারা বলেন, “গত বছরের ৫ আগস্টের পরে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশক্রমে আমাদের নিয়োগ প্রক্রিয়া পুনর্বহালে উপস্থিত ৩৩০ জনের একটি তালিকাসহ এবং বিভিন্ন রাজনৈতিক দলের সুপারিশক্রমে একটি আবেদন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব (পুলিশ), যুগ্মসচিব (জনপ্রশাসন), যুগ্মসচিব (আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়) এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অ্যাডমিন) পদমর্যাদার উচ্চপর্যায়ের ছয় সদস্যের কমিটি তৎকালীন আইজিপি নুর মোহাম্মদ ও ডিআইজি বেনজীর আহম্মেদ সাদা কাগজের বাতিল আদেশটি বাতিল করে আমাদের নিয়োগ পুনর্বহালের সুপারিশ চলতি বছরের গত মে মাসের ৭ তারিখে প্রদান করেন।”
“স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটির সুপারিশের প্রেক্ষিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে গঠিত কমিটি সবদিক যাচাই-বাছাই করে, এ বিষয়ে একটি Legitimate Expectation তৈরি হয়েছে। সে কারণে, ২০০৬ সালের বাতিলকৃত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে প্রশাসনিক আদেশ দ্বারা নিয়োগের শর্ত পূরণ সাপেক্ষে নিয়োগ প্রদান করা যেতে পারে বলে গত এপ্রিল মাসের ২৩ তারিখে মতামত প্রদান করা হয়।”
তারা আরো বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর এবং আইন মন্ত্রণালয়ের সুপারিশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কমিটি নিয়োগ পুনর্বহালের সম্মতি প্রার্থীদের জ্যেষ্ঠতাসহ বয়স ও ট্রেনিংকালীন প্রমার্জনার জন্যে প্রধান উপদেষ্টার দপ্তরে সারসংক্ষেপ প্রদান করা হয়।”
“আমাদের নিয়োগ সংক্রান্ত সারসংক্ষেপটি ছয় মাস ১৪ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত সুস্পষ্ট সিদ্ধান্ত গৃহীত হয়নি। অথচ আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকার দ্বারা বিগত ১৮ বছর বৈষম্যের স্বীকার হয়ে এখনও পরিবার-পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছি। আমাদের মধ্যে কেউ-কেউ বর্তমানে পাঠাও চালিয়ে জীবনযাপন করছে।আমাদের অনেকের পিতা-মাতা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেও অনেকের পক্ষেই তাদের চিকিৎসা ব্যয়ভার বহন করার সামর্থ্য নেই।”
প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানিয়ে তারা বলেন, “২০০৭ সালে বাংলাদেশ পুলিশে নিয়োগ বঞ্চিত ৭৫৭ জন এসআই ও সার্জেন্টদের জ্যেষ্ঠতাসহ বয়স ট্রেনিংকালীন প্রমার্জনা করে অনতিবিলম্বে চাকরিতে যোগদানের অনুমতি প্রদান করে দেশ এবং রাষ্ট্রীয় সেবায় অংশগ্রহণের আদেশ প্রদান করে মানবিক দৃষ্টান্ত স্থাপনের অনুরোধ করছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জাহিদুল ইসলাম দীপু, আব্দুল মালেক, মো. ফারুক, আবদুর রহমানসহ আরো অনেক নিয়োগ বঞ্চিত প্রার্থীরা।
ঢাকা/রায়হান/সাইফ