অস্ট্রেলিয়ায় বোরকা নিয়ে পার্লামেন্টে স্টান্টবাজি
Published: 25th, November 2025 GMT
অস্ট্রেলিয়ার এক সিনেটরকে পার্লামেন্টের ভেতরে বোরকা নিয়ে স্টান্টবাজি করায় সিনেটে তার প্রবেশের ওপর স্থগিতাদেশ জারি করা হয়েছে। সোমবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএপি।
মুসলিম ও অভিবাসন বিরোধী ওয়ান নেশন মাইনর পার্টির ৭১ বছর বয়সী নেত্রী পলিন হ্যানসন সোমবার মাথা থেকে গোড়ালি পর্যন্ত দীর্ঘ বোরকা পরে সিনেটে প্রবেশ করেন। এসময় তিনি মুসলিম নারীদের এই পোশাক নিয়ে একটি অসম্মানজনক স্টান্ট করার অভিযোগে অভিযুক্ত হন। জনসাধারণের স্থানে বোরকা এবং অন্যান্য পুরো মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করার বিলটি সিনেটররা বিবেচনায় না নেওয়ার প্রতিবাদে তিনি এভাবে সিনেটে প্রবেশ করেছিলেন।
এ ঘটনার পরে সিনেটররা সোমবার দিনের বাকি সময়ের জন্য পলিনের সিনেট ভবনে প্রবেশে স্থগিতাদেশ জারি করেন। এরপরেও ক্ষমা না চাওয়ার কারণে তারা মঙ্গলবার একটি নিন্দা প্রস্তাব পাস করেন। তাকে টানা সাতটি সিনেট অধিবেশন থেকে নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার চলতি বছরের জন্য শেষ সিনেট অধিবেশন শুরু হয়। আগামী বছরের ফেব্রুয়ারিতে পার্লামেন্ট পুনরায় শুরু হওয়া পর্যন্ত হ্যানসনের স্থগিতাদেশ অব্যাহত থাকবে।
হ্যানসন পরে সাংবাদিকদের জানান, ২০২৮ সালের পরবর্তী নির্বাচনে ভোটাররা তাকে বিচার করবেন, তার সিনেট সহকর্মীরা নয়।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থী বদলের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমীর বিএনপির মনোনয়ন বাতিল করে কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিককে দলের প্রার্থী করার দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন কর্মী-সমর্থকরা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তৃণমূল বিএনপির ব্যানারে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসার মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মিছিল শুরু হয়। এরপর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুমারখালীর জিলাপিতলা বাজারে গিয়ে শেষ হয়।
আরো পড়ুন:
বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
পাবনা-৩: বিএনপির প্রার্থী পরিবর্তন না করলে চাচা-ভাতিজার একজন স্বতন্ত্র হওয়ার ঘোষণা
মিছিলে কুমারখালী ও খোকসা উপজেলার কয়েকশত নেতাকর্মী অংশ নেয়। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং পথচারীরা ভোগান্তিতে পড়ে।
এ বিষয়ে কুমারখালী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বলেন, ‘‘দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে মেহেদী রুমীকে মনোনয়ন দেওয়া হয়েছে। যিনি দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে ছিলেন না। তাকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল নেতাকর্মীরা ক্ষুব্ধ।’’
নন্দলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, ‘‘মেহেদী আহমেদ রুমীকে পরিবর্তন করে আনছার প্রামাণিককে মনোনয়ন না দিলে এই আসনে ধানের শীষকে বিজয়ী করা সম্ভব হবে না। এখানে রুমী সাহেব থাকলে জামায়াত জিতে যাবে। তাই পরিবর্তন করে আনছারকে মনোনয়ন দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি।’’
খোকসা ইউনিয়নের যুবদল নেতা রবিউল ইসলাম বলেন, ‘‘মেহেদীকে পরিবর্তন করে আনছারকে মনোনয়ন দিলে বিপুল ভোটে ধানের শীষের বিজয় হবে। না হলে বড় ধরনের ভরাডুবি ঘটবে।’’
ঢাকা/কাঞ্চন/বকুল