ক্রিস্টিয়ানো রোনালদো। যে নামের পাশে জুড়ে গেছে গোলের পাহাড়, সাফল্যের অধ্যায়। আর এখন যোগ হলো আরেকটি ইতিহাস। হয়েছেন ফুটবল ইতিহাসের প্রথম বিলিয়নিয়ার খেলোয়াড়।

বিখ্যাত অর্থনৈতিক তথ্য ও গণমাধ্যম প্রতিষ্ঠান ‘ব্লুমবার্গ’ জানিয়েছে, তাদের “বিলিয়নিয়ার্স ইনডেক্স”-এ প্রথমবারের মতো স্থান পেয়েছেন ৪০ বছর বয়সী পর্তুগিজ তারকা ও সৌদি ক্লাব আল-নাসরের এই ফরোয়ার্ড।

আরো পড়ুন:

ফার্গুসন-ওয়েঙ্গারের মতো কিংবদন্তিদের পেছনে ফেলে গার্দিওলার ইতিহাস

মাত্র ১৪ বছর বয়সেই সূর্যবংশীর ছক্কার বিশ্বরেকর্ড

রোনালদোর মোট সম্পদের মূল্যায়ন করা হয়েছে ১৪০ কোটি ডলার (প্রায় ১০৪ কোটি পাউন্ড)। এই হিসেবে ধরা হয়েছে তার পুরো ক্যারিয়ারের উপার্জন, বিনিয়োগ ও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তির আয়।

২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত শুধু বেতনের মাধ্যমেই তিনি আয় করেছেন ৫৫০ মিলিয়ন ডলারেরও বেশি। আর স্পনসরশিপ ও বিজ্ঞাপন চুক্তি থেকে এসেছে আরও বিপুল অর্থ। বিশেষ করে নাইকির সঙ্গে তার দশ বছরের চুক্তি (যার বার্ষিক মূল্য প্রায় ১৮ মিলিয়ন ডলার) ছিল তার আয়ের অন্যতম বড় উৎস।

২০২২ সালে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার সময় রোনালদো হয়ে ওঠেন ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার। তার বার্ষিক বেতন তখন ছিল ১৭৭ মিলিয়ন পাউন্ড। অভূতপূর্ব এক অঙ্ক!

চুক্তি শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের জুনে, কিন্তু ক্লাবের সঙ্গে তিনি আরও দুই বছরের নবায়ন চুক্তি করেছেন। যার মূল্য আনুমানিক ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি। অর্থাৎ ৪২ বছর বয়স পেরিয়েও আল-নাসরের জার্সিতেই দেখা যাবে এই পর্তুগিজ তারকাকে।

অন্যদিকে, রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন। ব্লুমবার্গের হিসাবে, তার ক্যারিয়ারে বেতন হিসেবে আয় করেছেন ৬০০ মিলিয়ন ডলারের বেশি।

২০২৩ সাল থেকে তার বার্ষিক নিশ্চয়িত আয় ২০ মিলিয়ন ডলার, যা রোনালদোর সমসাময়িক আয়ের প্রায় এক-দশমাংশ। তবে মেসির জন্যও অপেক্ষা করছে আরেক বড় সম্পদ। অবসরের পর ইন্টার মায়ামির মালিকানা শেয়ারের অংশীদারিত্ব।

রোনালদো ও মেসি দুজনেই সময়ের সেরা, দুই মেরুর আলো। তবে সম্পদের মাপকাঠিতে এবার রোনালদো এককভাবে দাঁড়ালেন শীর্ষে। ফুটবলের ইতিহাসে প্রথম বিলিয়নিয়ার হিসেবে। 

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র কর ড ফ টবল ফ টবল

এছাড়াও পড়ুন:

আলবার অবসর ঘোষণায় মেসির আর্তনাদ—‘পেছন থেকে আমাকে পাসগুলো এখন কে দেবে’

কদিন আগে মেজর লিগ সকারে (এমএলএস) চলতি মৌসুম শেষে ফুটবলকে বিদায় জানানোর কথা জানান ইন্টার মায়ামির স্প্যানিশ কিংবদন্তি সের্হিও বুসকেতস। এবার তাঁর পথ ধরে ফুটবল থেকে বিদায়ের সিদ্ধান্তের কথা জানালেন আরেক স্প্যানিশ তারকা জর্দি আলবাও। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় এমএলএসে চলতি মৌসুম শেষে পেশাদার ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান আলবা।

নিজের ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় আলবা বলেন, ‘সত্যিই আমার জীবনের একটি অর্থবহ অধ্যায় এখন শেষ করার সময় এসেছে। এই মৌসুম শেষে পেশাদার ফুটবল ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছি আমি।’

২০২৩ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো আলবা ভিডিও বার্তায় যোগ করেন, ‘আমি অনুভব করছি এটি নতুন ব্যক্তিগত অধ্যায় শুরু করার এবং পেশাদার ফুটবলে এত বছর পর পরিবার নিয়ে সময় কাটানোর জন্য সঠিক মুহূর্ত। আমি ইন্টার মিয়ামিতে নিজের সময় নিয়ে খুবই খুশি। সমর্থকদের সহায়তার জন্য এবং দলের সাফল্যের অংশ হতে পারার জন্য সত্যিই কৃতজ্ঞ। এখন আমার লক্ষ্য হলো মৌসুমটি যতটা সম্ভব ভালোভাবে শেষ করা এবং প্লে–অফে আমার সবকিছু উজাড় করে দেওয়া।’

আরও পড়ুনবড় অঙ্কের প্রস্তাব ফেলে যে কারণে মেসির মায়ামিতে জর্দি আলবা০২ আগস্ট ২০২৩

আলবা এই সিদ্ধান্ত জানানোর পর তাঁর উদ্দেশে আবেগপ্রবণ মন্তব্য করেছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, নেইমারসহ অনেকেই। মেসির সঙ্গে আলবা বার্সেলোনায় লম্বা সময় খেলেছেন। বার্সায় থাকাকালে সময়ে তাঁরা একসঙ্গে পাঁচটি লা লিগা, একটি চ্যাম্পিয়নস লিগ ও পাঁচটি কোপা দেল রে শিরোপা জেতেন। এরপর ২০২৩ সাল থেকে ইন্টার মায়ামিতেও জুটি বেঁধে খেলছেন তারা।

মেসি–আলবা যখন বার্সেলোনায় সতীর্থ ছিলেন

সম্পর্কিত নিবন্ধ

  • আলবার অবসর ঘোষণায় মেসির আর্তনাদ—‘পেছন থেকে আমাকে পাসগুলো এখন কে দেবে’
  • ৫০ হাজার কোটি টাকার আমানতের মাইলফলক স্পর্শ করল ট্রাস্ট ব্যাংক
  • মিসরে ইসরায়েল ও হামাসের প্রথম দিনের আলোচনা ‘ইতিবাচকভাবে’ শেষ হয়েছে
  • ইংরেজি-গণিতে দুর্বল শিক্ষার্থী বেড়েছে
  • আবার ইসির অধীনে এনআইডি