ছবি: পিআইডি

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কুষ্টিয়ায় আদালতের এজলাস কক্ষ থেকে ছু‌রিসহ যুবক গ্রেপ্তার

কুষ্টিয়ায় আদালতের এজলাস কক্ষ থেকে ধারালো ছু‌রিসহ জুম্মান খান (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে বিচারকাজ শুরু হওয়ার আগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় কোর্ট পুলিশের এটিএসআই আনিসুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেছেন। কুষ্টিয়া আদালতের কোর্ট পুলিশের ইন্সপেক্টর মনোরঞ্জন মিস্ত্রি এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

মা-বাবাকে হত্যার পর ঘরে লাশ পুঁতে রাখার অভিযোগ, ছেলে গ্রেপ্তার

সাবেক এমপি ওমর ফারুক গ্রেপ্তার

তিনি বলেন, ‘‘ছুরিসহ গ্রেপ্তার যুবকের কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করছি, বড় কোনো অপরাধ ঘটানোর জন্য তিনি আগে থেকে এজলাস কক্ষে অবস্থান নিয়েছিলেন।’’

জুম্মান কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার একরাম খানের ছেলে। তার বিরুদ্ধে তিনটা মামলা রয়েছে।

কোর্ট পুলিশ সূত্র জানায়, বেলা ১১টার দিকে কোর্ট পুলিশের সদস্যরা আসামি নিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পঞ্চম তলায় সদর কোর্টে হাজির হন। আদালতের বিচারকাজ শুরু হওয়ার আগে এজলাস কক্ষে আগে থেকে বসে থাকা সবাইকে বাইরে বের হয়ে যেতে বলা হয়। এ সময় সবাই বের হয়ে গেলেও জুম্মান খান বসেই থাকেন। তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে কোর্ট পুলিশের সদস্যরা তল্লাশি করে প্যান্টের পেছন পকেট থেকে ১৩ ইঞ্চি লম্বা একটি সুইচ গিয়ারের ড্যাগার বা ছুরি উদ্ধার করেন। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘‘এজলাস কক্ষের ভেতর ধারালো ছুরি রাখার অভিযোগে জুম্মান খান নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।’’

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ