কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু
Published: 12th, October 2025 GMT
কুড়িগ্রামের রাজারহাটে পুকুরের পানিতে ডুবে জাকিয়া খাতুন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাবান্দি সরকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জাকিয়া খাতুন একই গ্রামের হাফেজ জাকির ওরফে রুবেল মিয়ার মেয়ে ও স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
আরো পড়ুন:
ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বর্গাচাষির
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা ১১টায় মাদ্রাসা থেকে ফিরে বাড়ির পাশের পুকুরে গোসলে যায় জাকিয়া। দীর্ঘ সময় পরেও শিশুটি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখেন তারা। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রায়হান কবির বলেন, ‘‘মৃত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল।’’
ঢাকা/সৈকত/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
হবিগঞ্জের মাধবপুরে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়া ইঞ্জিন সচল হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর দেড়টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে বেলা ১১টার দিকে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি মাধবপুর উপজেলার ইটাখোলায় পৌঁছালে ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন চন্দ্র দে বলেন, “প্রায় এক হাজার যাত্রী নিয়ে কালনী এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার মতো অবস্থায় দাঁড়িয়ে পড়ে। আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধার করে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক। সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকলেও ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি।”
ঢাকা/মামুন/এস