চার গোল করা এমবাপ্পের ৬ মিনিট ৪২ সেকেন্ডে হ্যাটট্রিক
Published: 27th, November 2025 GMT
অলিম্পিকায়োস ৩–৪ রিয়াল মাদ্রিদ
ইউরোপে রিয়াল মাদ্রিদের দাপট প্রশ্নাতীত। এই মহাদেশের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় তারা ১৫ বারের চ্যাম্পিয়ন। ‘কিং অব ইউরোপ’—নামটা তো তারা এমনিতেই অর্জন করেনি। কিন্তু ইউরোপের এ ‘রাজা’কে গতকাল রাতের আগ পর্যন্ত সদর দরজায় অপেক্ষায় রেখেছিল গ্রিসের শহর পিরাউস। অলিম্পিকায়োস এ শহরেরই ক্লাব। তাদের মাঠে রিয়াল কখনোই জিততে পারেনি। শুধু অলিম্পিকায়োস কেন, রিয়াল গ্রিসের মাটিতেই তো কখনো জিততে পারেনি!
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে রিয়াল কোচ জাবি আলোনসোকে স্মরণ করিয়ে দেওয়া হয় এ পরিসংখ্যান। জাবি বলেছিলেন, ‘আগামীকাল জিততে পারব আশা করি। সবকিছুরই প্রথমবার আছে।’ কোচের এই আশায় বুক বাঁধার ব্যাপারটি কি খুব সিরিয়াসলি নিয়ে ফেলেছিলেন কিলিয়ান এমবাপ্পে? অলিম্পিকায়োসের মাঠে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করা এই ফরোয়ার্ড নিশ্চয়ই চেয়েছিলেন যত দ্রুত সম্ভব জয় তুলে নিতে!
কিন্তু জয়টা খুব সহজে পায়নি আলোনসোর দল। স্কোরলাইন দেখেই বোঝা যায়। ৪-৩ গোলে জিতেছে রিয়াল। শুরুতে পিছিয়েও পড়েছিল।
অ্যাকশনে এমবাপ্পে। দুর্দান্ত খেলেন গতকাল রাতে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অল ম প ক য় স
এছাড়াও পড়ুন:
ডায়াবেটিসে যেভাবে হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়ে
রোগীরা যখন জিজ্ঞেস করেন যে ডায়াবেটিস নিয়ে এত মাথাব্যথা করব কেন? আমি বলি, ভাই তোমার যে ডায়াবেটিস হলো, তোমার যে বন্ধুটির ডায়াবেটিস নেই তার থেকে তোমার আয়ু এক্ষুনি ৭ বছর কমে গেল। কী সাংঘাতিক কথা! কেন?
গ্লুকোজ তো আমার দরকার। প্রতিটি কোষ গ্লুকোজ ব্যবহার করে এনার্জি হিসেবে। আমার মস্তিষ্ক প্রায় পুরোপুরি গ্লুকোজের ওপর নির্ভরশীল। সমস্যা হলো এই এসেনশিয়াল ফুয়েলটা যদি আমি ঠিকমতো ব্যবহার করতে না পারি, সেটা আমার ক্ষতি করবে। এটার জন্যই ডায়াবেটিস হয়।
হয় আমার ইনসুলিনটা কমে গেছে (যেটা গ্লুকোজ ব্যবহার করাচ্ছে), অথবা আমার শরীরে প্রচুর ইনসুলিন আছে, কিন্তু নানা কারণে সেটা ঠিকভাবে কাজ করতে পারছে না। তার ফল কী? প্রতিটি কোষ, প্রতিটি ভেসেলে (রক্তনালি) যে এনার্জি ইউটিলাইজেশনের মেকানিজম, সেখানে সমস্যা হচ্ছে।
তার ফলে কী হচ্ছে? ধরো, আমার ভেসেলে যে সেল লাইনিং আছে, সেটা তো প্রোটেকশন দিচ্ছে এবং আরও অনেক কাজ করে, কিছু কেমিক্যাল নিঃসরণ করে, যাতে ধমনি কলাপস না করে ওপেন থাকে, যেন রক্ত জমাট না বাঁধে।
এই সবকিছুর জন্য এনার্জি দরকার। যখন সেটা থাকে না, তখন কী হয়? মেটাবলিজম ঠিকভাবে না হলে শরীরে লিপিড বাড়ে। এ অতিরিক্ত লিপিড ভেসেলের মধ্যে জমতে থাকে, ধমনিগুলো চিকন হয়ে যায়।
ডায়াবেটিস আমার, দায়িত্বও আমার– শীর্ষক বৈঠকে আলোচকেরা। ২৪ নভেম্বর রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে