শীতকাল এলেই ‘স্নো ফেইরি’ হয়ে যায় বরফের বলের মতো
Published: 13th, November 2025 GMT
‘জাপানি স্নো ফেইরি’ হলো লম্বা লেজযুক্ত টিট পাখির একটি উপ-প্রজাতি, যা জাপানের হোক্কাইডো অঞ্চলে দেখতে পাওয়া যায়। এটি দেখতে ছোট ও তুলতুলে সাদা। স্নো ফেইরি দৈর্ঘ্যে সাধারণত ১২ থেকে ১৬ সেন্টিমিটার হয়ে থাকে। এর লেজের অংশ কালো আর দেহের অংশ সাদা। এই পাখিটির আসল নাম শিমা এনাগা।
শিমা মানে দ্বীপ। এনাগা মানে হচ্ছে লম্বা লেজওয়ালা পাখি। খুবই আদুরে এই পাখি জাপানের হোক্কাইদোতে সবচেয়ে বেশি দেখা যায়। যদিও এর কিছু আত্মীয়-স্বজন ইউরোপ ও দক্ষিণ আমেরিকায়ও বাস করে।
আরো পড়ুন:
ময়ূর সম্পর্কে এই তথ্যগুলো জানেন?
পাখি কেন ভি আকারে ওড়ে
এই পাখির পুরো শরীর সাদা পালকে ঢাকা থাকে এবং চোখ দুটি ছোট ও কালো হওয়ায় এদের দেখতে অনেকটা তুলোর বলের মতো লাগে। এদের এই নরম তুলতুলে সাদা চেহারার কারণেই ‘বরফের পরী’ বা ‘স্নো ফেইরি’ ডাকনাম দেওয়া হয়েছে।
শীতকালে এদের দেহের পালক শীত থেকে বাঁচার জন্য ফুলতে থাকে। যেন এরা নিজের দেহকে গরম রাখতে পারে। সে সময় এদের সাদা পালক এতটাই ফুলে ওঠে যে দেহটা গোলাকার হয়ে যায়। তখন পাখিগুলোকে দেখলে বরফের বল মনে হয়।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বায়ুদষূণে বিশ্বের ১২৭ নগরীর মধ্যে ঢাকা আজ চতুর্থ
ঢাকার বায়ুদূষণ বেড়েই চলেছে। বায়ুদূষণে আজ বৃহস্পতিবার সকালে বিশ্বের ১২৭ নগরীর মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। গতকাল বুধবার এ সময় রাজধানীর অবস্থান ছিল চতুর্থ। আজ সকাল পৌনে ১০টার দিকে ঢাকার বায়ুর মান ২৫৫। চলতি মৌসুমে দূষণের মান এতটা থাকেনি এর আগে। বায়ুর এ মানকে খুব অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয়। গতকাল এ সময় বায়ুর মান ছিল ২৩৩। নগরীর আট স্থানে আজ দূষণ পরিস্থিতি খুব খারাপ। সেসব এলাকায় গেলে মাস্ক পরাসহ কিছু নিয়ম মানা জরুরি।
বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।
বায়ুদূষণে গতকালের মতো আজও শীর্ষে আছে ভারতের দিল্লি, স্কোর ৬২৭। দ্বিতীয় পাকিস্তানের লাহোর, স্কোর ২৭৮।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বায়ুর মান দিন দিন খারাপ হচ্ছে। কোনো কোনো দিন রাজধানীকে ছাপিয়ে যাচ্ছে ঢাকার বাইরের শহরগুলোর দূষণ।
রাজধানীর ৮ এলাকায় দূষণ বেশিরাজধানীর ৮টি এলাকায় আজ বায়ুদূষণ পরিস্থিতি অনেক খারাপ। এর মধ্যে মহাখালীর আইসিডিডিআরবির ক্যাম্পাসে বায়ুর মান ২৭৩, গুলশানের বে’জ এজ ওয়াটারে ২৭১, দক্ষিণ পল্লবীতে ২৬২, মিরপুরের ইস্টার্ন হাউজিংয়ে ২৫৭, বেচারাম দেউড়ীতে ২৫০, কল্যাণপুরে ২৩৯, গোড়ানে ২২৮ এবং গ্রেস ইন্টারন্যাশনাল স্কুলে ২২০।
দূষণ রোধে যা করবেনপুরো নগরীর বায়ুর মান আজ খারাপ। এই নগরীতে আজ বায়ুর যে মান, তাতে অবশ্যই যেকোনো ব্যক্তিকে বাড়ির বাইরে গেলে মাস্ক পরে যেতে হবে। খোলা স্থানে শরীরচর্চা বন্ধ রাখতে হবে। জানালা বন্ধ রাখতে হবে।