ইসলামাবাদে আত্মঘাতী হামলার পর নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান সফর ছেড়ে দেশে ফিরতে চাওয়া খেলোয়াড় ও সহকারী স্টাফদের কড়া সতর্কবার্তা জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বোর্ড জানিয়েছে, কেউ নির্দেশ অমান্য করে দেশে ফিরে গেলে তাঁর কর্মকাণ্ড মূল্যায়নে ‘আনুষ্ঠানিক পর্যালোচনা’ চালানো হবে।

গত মঙ্গলবার ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। শ্রীলঙ্কার খেলোয়াড়েরা এই শহরেই অবস্থান করছেন। আত্মঘাতী বোমা হামলার পর শ্রীলঙ্কা দলের বেশ কয়েকজন খেলোয়াড় ও স্টাফ দেশে ফেরার ইচ্ছার কথা জানান। এ নিয়ে বুধবার গভীর রাত পর্যন্ত খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, এসএলসি ও পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে বৈঠক চলে বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফো। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে শ্রীলঙ্কা দলের অন্তত ৮ ক্রিকেটার পাকিস্তান ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন—বার্তা সংস্থা এএফপিকে এর আগে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) এক কর্মকর্তা এই তথ্য দিয়েছিলেন।

এমন পরিস্থিতিতে সিরিজের বাকি দুই ওয়ানডে এক দিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, সংশোধিত সূচি অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৪ ও ১৬ নভেম্বর। পূর্বের সূচিতে ১৩ ও ১৫ নভেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আরও পড়ুনভারতের হয়ে খেলতে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে—কোহলি ও রোহিতকে বিসিসিআই১০ ঘণ্টা আগে

এসএলসি জানিয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে বোর্ড প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে এবং সফর চালিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ডের বিবৃতিতে বলা হয়, ‘যদি কোনো খেলোয়াড় বা স্টাফ সদস্য বোর্ডের নির্দেশ উপেক্ষা করে দেশে ফেরে, তবে তাদের কর্মকাণ্ড মূল্যায়নে আনুষ্ঠানিক পর্যালোচনা চালানো হবে এবং পর্যালোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

খেলোয়াড়দের চাপে গতকাল বুধবার আরেক দফা বৈঠক হয়, যদিও এসএলসি শুরু থেকেই দৃঢ় অবস্থানে ছিল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং সেই ম্যাচে ৬ রানে জিতেছে পাকিস্তান। এই সিরিজ শেষে পাকিস্তানে স্বাগতিক দল ও জিম্বাবুয়ের সঙ্গে টি–টোয়েন্টি সংস্করণে ত্রিদেশীয় সিরিজও খেলার কথা শ্রীলঙ্কার।

চলতি ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে ৬ রানে জেতে পাকিস্তান.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পাকিস্তান না ছাড়তে খেলোয়াড়দের কড়া বার্তা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের

ইসলামাবাদে আত্মঘাতী হামলার পর নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান সফর ছেড়ে দেশে ফিরতে চাওয়া খেলোয়াড় ও সহকারী স্টাফদের কড়া সতর্কবার্তা জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বোর্ড জানিয়েছে, কেউ নির্দেশ অমান্য করে দেশে ফিরে গেলে তাঁর কর্মকাণ্ড মূল্যায়নে ‘আনুষ্ঠানিক পর্যালোচনা’ চালানো হবে।

গত মঙ্গলবার ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। শ্রীলঙ্কার খেলোয়াড়েরা এই শহরেই অবস্থান করছেন। আত্মঘাতী বোমা হামলার পর শ্রীলঙ্কা দলের বেশ কয়েকজন খেলোয়াড় ও স্টাফ দেশে ফেরার ইচ্ছার কথা জানান। এ নিয়ে বুধবার গভীর রাত পর্যন্ত খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, এসএলসি ও পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে বৈঠক চলে বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফো। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে শ্রীলঙ্কা দলের অন্তত ৮ ক্রিকেটার পাকিস্তান ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন—বার্তা সংস্থা এএফপিকে এর আগে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) এক কর্মকর্তা এই তথ্য দিয়েছিলেন।

এমন পরিস্থিতিতে সিরিজের বাকি দুই ওয়ানডে এক দিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, সংশোধিত সূচি অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৪ ও ১৬ নভেম্বর। পূর্বের সূচিতে ১৩ ও ১৫ নভেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আরও পড়ুনভারতের হয়ে খেলতে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে—কোহলি ও রোহিতকে বিসিসিআই১০ ঘণ্টা আগে

এসএলসি জানিয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে বোর্ড প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে এবং সফর চালিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ডের বিবৃতিতে বলা হয়, ‘যদি কোনো খেলোয়াড় বা স্টাফ সদস্য বোর্ডের নির্দেশ উপেক্ষা করে দেশে ফেরে, তবে তাদের কর্মকাণ্ড মূল্যায়নে আনুষ্ঠানিক পর্যালোচনা চালানো হবে এবং পর্যালোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

খেলোয়াড়দের চাপে গতকাল বুধবার আরেক দফা বৈঠক হয়, যদিও এসএলসি শুরু থেকেই দৃঢ় অবস্থানে ছিল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং সেই ম্যাচে ৬ রানে জিতেছে পাকিস্তান। এই সিরিজ শেষে পাকিস্তানে স্বাগতিক দল ও জিম্বাবুয়ের সঙ্গে টি–টোয়েন্টি সংস্করণে ত্রিদেশীয় সিরিজও খেলার কথা শ্রীলঙ্কার।

চলতি ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে ৬ রানে জেতে পাকিস্তান

সম্পর্কিত নিবন্ধ