প্রবাসী ভোটারদের ঠিকানা বিভ্রাটের কারণে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাত দেশে পোস্টাল ব্যালটের নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেমের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালিম আহমাদ বিষয়টি নিশ্চিত করেন।

ইসি জানায়, ‘Postal Vote BD’ অ্যাপে বিপুলসংখ্যক প্রবাসী সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় ব্যালট পেপার পাঠানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে আপাতত বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে নিবন্ধন স্থগিত রাখা হয়েছে।

কমিশন জানিয়েছে, ঠিকানা সংশোধন না করা পর্যন্ত এসব দেশে কোনও ব্যালট পেপার পাঠানো সম্ভব নয়। তাই প্রবাসী ভোটারদের দ্রুত সঠিক তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ইসি।

ইসি বলছে, ঠিকানা সংক্রান্ত জটিলতা নিরসন হলেই সংশ্লিষ্ট দেশগুলোতে আবার নিবন্ধন কার্যক্রম চালু করা হবে।

ঢাকা/এএএ/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রের আঘাতে মো. মোশাররফ হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার রায়টুটী ইউনিয়নের শোয়াইর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত মোশাররফ একই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

আরো পড়ুন:

যবিপ্রবিতে ছাত্রীকে উত্ত্যক্ত করায় গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

ঝিনাইদহে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর ইকবাল জানান, দীর্ঘদিন ধরে শোয়াইর গ্রামের দুই পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। আজ সকালে স্যালো মেশিন চুরির অভিযোগে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে মোশারফ হোসেন গুরুতর আহত হন।

আত্মীয়-স্বজনরা তাকে পাশ্ববর্তী তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সারোয়ার হোসেন রনি জানান, সকালে ইটনা থেকে স্বজনরা আহত মোশাররফকে  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এখানে আনার আগেই তার মৃত্যু হয়। তাৎক্ষনিক আমরা ঘটনাটি পুলিশকে জানিয়েছি।”

ইটনা থানার ওসি জাফর ইকবাল জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিত স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত করাা হবে। মরদেহ কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/রুমন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ