হংকংয়ে বহুতল ভবনে আগুনে নিহত বেড়ে ৫৫, গ্রেপ্তার ৩
Published: 27th, November 2025 GMT
হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো এলাকায় অ্যাপার্টমেন্ট ব্লকে লাগা ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো অনেকে। এদিকে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিবিসির।
নগরীর দমকল বিভাগ জানিয়েছে, ওয়াং ফুক কোর্ট নামে ওই অ্যাপার্টমেন্ট ব্লকে গত ১৮ ঘণ্টা ধরে জ্বলা আগুন নিয়ন্ত্রণ করতে ৮০০ এর বেশি দমকল কর্মী কাজ করছেন।
এক সংবাদ সম্মেলনে দমকল বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, ঘটনাস্থলেই ৫১ জন এবং হাসপাতালে চারজন মারা গেছেন। একজন দমকলকর্মীও মারা গেছেন।
বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে ওই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। ওয়াং ফুক কোর্ট একটি আবাসিক কমপ্লেক্স। আটটি টাওয়ার ব্লক নিয়ে এই কমপ্লেক্স। প্রতিটি ভবন ৩১ তলা উঁচু।
২০২১ সালের সরকারি আদমশুমারি অনুযায়ী, এই আবাসিক কমপ্লেক্সে প্রায় চার হাজার ৬০০ মানুষের জন্য এক হাজার ৯৮৪টি অ্যাপার্টমেন্ট রয়েছে।
ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে, চারটি ভবনের আগুন এখন নিয়ন্ত্রণে। তবে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে তাদের আজ সারা দিন লাগতে পারে। ওয়াং ফুক কমপ্লেক্সে থাকা আটটি ভবনের চারটি আগুনে পুরোপুরি পুড়ে গেছে, আরো তিনটি ভবন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবন থেকে উদ্ধার করা ৪৫ জনের অবস্থা আশঙ্কাজনক।এছাড়া এখনও ২৭৯ জনের খোঁজ মেলেনি।
কোথা থেকে বা কী কারণে আগুনের সূত্রপাত, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় পুলিশ একটি নির্মাণ প্রতিষ্ঠানের দুই পরিচালক ও একজন প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে।
পুলিশের মুখপাত্র বলেন, “আমাদের বিশ্বাস, কোম্পানির দায়িত্বশীল ব্যক্তিরা গুরুতর অবহেলার পরিচয় দিয়েছেন। তাদের অবহেলাই এই দুর্ঘটনার কারণ এবং আগুন অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ে ব্যাপক প্রাণহানি ঘটেছে।”
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক কমপ ল ক স
এছাড়াও পড়ুন:
রাঙামাটিতে কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে একজনের মৃত্যু
রাঙামাটিতে ওষুধবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশাটির চালক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চালকের নাম হাসান মিয়া (২২)। তিনি বরিশাল জেলার লালমোহন এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। এ ঘটনায় গিয়াস উদ্দিন নামের অটোরিকশার এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তিনি কক্সবাজার জেলার চকরিয়া কৃষ্ণপুর এলাকার বাসিন্দা আবদুল কাদেরের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অটোরিকশাটি কাঁচামাল নিয়ে চট্টগ্রামে যাচ্ছিল। বেতবুনিয়া এলাকায় চট্টগ্রাম থেকে আসা একটি বেসরকারি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। মুহূর্তেই এটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত যাত্রী গিয়াস উদ্দিন এখন চট্টগ্রামের রাউজানের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
জানতে চাইলে বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. ইসহাক বলেন, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।