খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কাজ করছে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
Published: 27th, November 2025 GMT
দেশীয় প্রজাতির প্রাণিসম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে আয়োজিত র্যালি শেষে তিনি এ কথা বলেন। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে শেরেবাংলা নগর মাঠে গিয়ে শেষ হয় র্যালিটি।
প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, “অনিরাপদ বিদেশি প্রাণিজ সম্পদ আমদানির পক্ষে সরকার নয়। দেশীয় প্রাণিজ সম্পদের উৎপাদন বাড়িয়ে শুধু দেশের চাহিদা পূরণ নয়, আন্তর্জাতিক বাজারেও অবস্থান তৈরির লক্ষ্যে সরকার অগ্রসর হচ্ছে।”
পরে ‘প্রাণিসম্পদ খাতের সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনার পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
পোল্ট্রি সেক্টরে আমদানি নির্ভরতা কমানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “পোল্ট্রি শিল্পের জন্য প্রয়োজনীয় ভুট্টা ও সয়াবিনের আমদানি নির্ভরতা কমাতে হলে এগুলোকে কৃষি খাতের অংশ হিসেবে সমন্বিতভাবে উন্নয়ন করতে হবে।”
এলডিসি থেকে উত্তরণের সাম্প্রতিক সিদ্ধান্ত প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “২০২৬ সালে এলডিসি থেকে গ্রাজুয়েশন একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। কিন্তু এলডিসি থেকে বের হতে প্রয়োজনীয় সক্ষমতা এখনো পুরোপুরি অর্জিত হয়নি। বেরিয়ে গেলে ক্ষতির ঝুঁকি থাকলেও বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে।”
ক্ষুদ্র পোল্ট্রি খামারিদের চ্যালেঞ্জ তুলে ধরে ফরিদা আখতার বলেন, “পোল্ট্রি ফিড সংকট এখন একটি বড় সমস্যা। ক্ষুদ্র খামারিদের টিকিয়ে রাখতে হলে ফিড–সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান জরুরি এবং তাদের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।”
সেমিনারে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের।
সেমিনারে প্রাণিসম্পদ খাতের বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা, নিরাপদ খাদ্য উৎপাদন, মানোন্নয়ন, বাজারব্যবস্থা, গবেষণা–উদ্ভাবন, ক্ষুদ্র খামারির টেকসই উন্নয়ন এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।
বক্তারা বলেন, “দ্রুত পরিবর্তনশীল কৃষি–প্রযুক্তির যুগে খাদ্যের মান নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ, চাহিদা–সরবরাহ ভারসাম্য রক্ষা এবং রপ্তানি সম্ভাবনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ নেওয়া সময়ের দাবি।”
সেমিনার পরিচালনা করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড.
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারই প্রথম সারা দেশে একযোগে উদযাপিত হচ্ছে প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫।
ঢাকা/এএএম/ইভা
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সরক র ন নয়ন
এছাড়াও পড়ুন:
নাসির উদ্দিন চৌধুরী সিএসইর পরিচালক পুনর্নির্বাচিত
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) পরিচালক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী। তিনি লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কোম্পানি আইন অনুযায়ী, আগামী ১১ ডিসেম্বর সিএসইর সাধারণ বার্ষিক সভায় (এজিএম) একজন পরিচালকের পদ শূন্য হওয়ার কথা রয়েছে। নির্বাচনী প্রক্রিয়ায় অংশ হিসেবে নমিনেশন জমা দেন মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী। তবে নমিনেশন জমা দেওয়ার শেষ দিনেও আর কেউ তা জমা না দেওয়ায়, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হন।
একেএম মোহসেন উদ্দিন আহমেদ চৌধুরীকে চেয়ারম্যান করে সিএসইর গঠিত নির্বাচন কমিটি এই ঘোষণা প্রদান করেন। এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মো. শওকত আলি তালুকদার এবং ড. মো. খোরশেদ আলম তালুকদার।
ঢাকা/এনটি/ইভা