হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সবুজ চা-বাগান এবং তার ভেতর দিয়ে বয়ে যাওয়া ছড়াগুলো কেবল প্রাকৃতিক সৌন্দর্যের উৎস নয়, এই অঞ্চলের জীবনযাত্রা ও জীববৈচিত্র্যের প্রাণশক্তিও। কিন্তু রাতের আঁধারে ছড়াগুলোর মূল্যবান সিলিকা বালু লুট করে সেখানকার পরিবেশের বিপর্যয় ডেকে আনা হচ্ছে। স্থানীয় প্রশাসন অভিযান চালিয়েও এ বালু লুট বন্ধ করতে পারছে না। ফলে চুনারুঘাটের পরিবেশ নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে।

সিলেট অঞ্চলে পাথর, বালু লুটের ঘটনা বারবার খবরের শিরোনাম হচ্ছে। প্রশাসনের তৎপরতায় এর রেশ কিছুটা কমলেও পুরোপুরি বন্ধ হয়নি। একদিকে লুটপাট বন্ধ হলে আরেক দিকে লুটপাট শুরু হয়ে যায়। মূলত রাজনৈতিক ছত্রচ্ছায়া ও প্রভাবে এসব লুটপাট চলতে থাকায় তা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। যেমনটি চুনারুঘাটের মূল্যবান সিলিকা বালু লুটের ক্ষেত্রেও সত্য। এই সিলিকা বালুর লোভের কারণে চুনারুঘাটের প্রকৃতি আজ এক ভয়াবহ বিপর্যয়ের মুখে। ছড়ার তলদেশ গভীর হচ্ছে, দুই তীর ভেঙে পড়ছে আর পাশের টিলাগুলো ধসে গিয়ে ছড়াকে বিশাল খাদে পরিণত করছে। এর সরাসরি শিকার হচ্ছে ছড়ার পাশে থাকা গাছপালা, চা–শ্রমিকদের বসতবাড়ি এবং চা-বাগানের পরিবেশ।

চুনারুঘাটের ছড়াগুলো কাচ তৈরি, নির্মাণসামগ্রীসহ বিভিন্ন শিল্পে ব্যবহৃত মূল্যবান সিলিকা বালুর আধার। এই প্রাকৃতিক সম্পদের গুরুত্ব অনুধাবন করে বাংলাদেশ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো কর্তৃক অনুমোদন ছাড়া এর উত্তোলন সম্পূর্ণ অবৈধ। অথচ গিলানী ছড়া, বদরগাজী ছড়া, আমপারা ছড়া বা সুতাং ছড়ার মতো ১৫ থেকে ২০টি গুরুত্বপূর্ণ স্থান থেকে প্রভাবশালী চক্রগুলো নির্বিচার বালু উত্তোলন করে যাচ্ছে।

স্থানীয় লোকজনের অভিযোগ, এই বালুচোরদের বিরুদ্ধে কথা বলার সাহসও কারও নেই। কারণ, তারা স্থানীয় রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় পরিচালিত হচ্ছে। মূলত বিএনপির নেতা–কর্মীদের একটি সিন্ডিকেটই গোটা বিষয়টি নিয়ন্ত্রণ করছে। সম্প্রতি স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে কারাদণ্ড দিয়েছে। কিন্তু তাঁরা মূলত সেখানকার শ্রমিক–কর্মচারী বা সিন্ডিকেটের নিচের দিকের লোক। সব সময় অভিযান চালিয়েও তঁাদের আবার ধরা যায় না। কিন্তু এসব লোককে ধরে কারাদণ্ড দিয়ে কি বালু লুট বন্ধ হবে? হচ্ছে না বলেই বারবার অভিযান চালাতে হচ্ছে সেখানে। তা ছাড়া এলাকাটি দুর্গম বা উপজেলা সদর থেকে দূরে হওয়ায় নিয়মিত অভিযানও চালানো যায় না।

অবৈধভাবে লুটপাট বন্ধ করার একটাই উপায়, সিন্ডিকেটের মূল বা শীর্ষ লোকদের ধরতে হবে। বিএনপির কোন কোন নেতা–কর্মী এই লুটপাটের সঙ্গে জড়িত, তা নিশ্চয়ই প্রশাসনের অজানা নয়। সাদাপাথর লুটপাটের ঘটনায় যেভাবে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, এখানেও সেভাবে কঠোর হতে হবে। অন্যথায় এ মূল্যবান সম্পদ রক্ষা করা সম্ভব হবে না।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ট বন ধ ল টপ ট

এছাড়াও পড়ুন:

জোটে গেলেও নিজ দলের প্রতীকে ভোট করার বিধান প্রশ্নে রুল

নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও নিজ নিজ দলের প্রতীকে ভোট করতে হবে—গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধিত এমন বিধান প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ রুল দেন।

গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশের ওই বিধান–সংবলিত ৯ অনুচ্ছেদ সংবিধানের কয়েকটি অনুচ্ছেদের (২৮, ৩৮ ও ৩৯ অনুচ্ছেদ) সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না—রুলে সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। আইনসচিব, নির্বাচন কমিশন (ইসি) ও প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) বিবাদীদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

নতুন ওই বিধান যুক্ত করে ৩ নভেম্বর আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। আগে কোনো রাজনৈতিক দল জোটভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিলে জোটের শরিক যেকোনো দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেত।

ওই বিধান–সংবলিত অধ্যাদেশের ৯ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন গত বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন। আজ রিটের ওপর শুনানি হয়।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, সঙ্গে ছিলেন আইনজীবী সাহেদুল আজম। নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী কামাল হোসেন মিয়াজী ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জোট করলেও দলীয় প্রতীকেই নির্বাচন করা নিয়ে আপত্তি জানিয়েছিল বিএনপি। দলটি নির্বাচন কমিশন ও আইন মন্ত্রণালয়কে লিখিতভাবে তাদের আপত্তির কথা তুলে ধরে। বিএনপি মনে করে, জোটগত নির্বাচন করলেও নিজস্ব প্রতীকে ভোট করে ছোট দলগুলোর নেতাদের জয় সহজ হবে না। এর ফলে রাজনৈতিক প্রতিপক্ষ সুফল পেয়ে যেতে পারে।

তবে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই সংশোধনের পক্ষে। শেষ পর্যন্ত জোট করলেও নির্বাচনে অংশ নিতে হবে নিজ দলের প্রতীকে, শেষ পর্যন্ত এমন বিধান যুক্ত করেই ৩ নভেম্বর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার।

আরও পড়ুনজোটেও নিজ দলের প্রতীকে নির্বাচনের বিধান রেখে আরপিও সংশোধন অধ্যাদেশ জারি ০৪ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ