কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১১ রোহিঙ্গা আটক
Published: 17th, October 2025 GMT
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উখিয়ার কুতুপালং ক্যাম্পের রবিউল ইসলাম (২৪), রাজিয়া বেগম (২১) ও তাঁদের আড়াই বছর বয়সী শিশু, একই ক্যাম্পের শফিউল্লাহ (১৮), নুরনবী (১৫), বালুখালী ক্যাম্পের আমিনা বেগম (৩৫), আব্দুল আজিজ (১৫), ইমান আলী ওরফে ইসমাইল আজাদ (৪৮) এবং ৯, ৭ ও ৬ বছর বয়সী তিনটি শিশু।
বিজিবি সূত্রে জানা গেছে, সকাল ছয়টার দিকে সোনাহাট-কচাকাটা সড়কের পাশে ঘোরাঘুরি করার সময় তাঁদের আটক করা হয়। পরে সোনাহাট বিজিবি ক্যাম্পের টহল দল তাঁদের হেফাজতে নেয়।
বিজিবি সূত্র আরও জানায়, প্রায় আট বছর আগে তাঁরা কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী ক্যাম্প থেকে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখানকার হায়দরাবাদের কাঞ্চনবাগ এলাকায় তাঁরা অবস্থান করছিলেন। তাঁদের পরিবারের অন্য সদস্যরা এখনো কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আছেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, ‘শুক্রবার সকালে বিজিবি ১১ জন রোহিঙ্গাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। তাঁরা কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ছিলেন। তথ্য যাচাই-বাছাই শেষ করে আবারও তাঁদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মোংলায় খালে ভাসছিল নবজাতকের মরদেহ
বাগেরহাটের মোংলায় খাল থেকে অজ্ঞাতনামা এক নবজাতকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে পৌর শহরের শাহজালাল পাড়া এলাকার মনপুরা খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম বলেন, ‘‘দুপুরে মনপুরা খালে এক নবজাতকের মরদেহ দেখতে পাই। ৯৯৯-এ ফেন দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। নবজাতকের বয়স একদিন হতে পারে। কেউ বাচ্চাটির পরিচয় জানে না। মরদেহটি কীভাবে এখানে এল কেউ বলতে পারছে না।’’
আরো পড়ুন:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশ থেকে মরদেহ উদ্ধার
পাবনায় ডোবা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কন্যা নবজাতকের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’’
ঢাকা/শহিদুল/রাজীব