ফতুল্লায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন
Published: 19th, November 2025 GMT
ফতুল্লার ধর্মগঞ্জ ঢালীপাড়া বাজারের সামনে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে ফতুল্লার ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনা স্হলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারখানার বিভিন্ন স্হান থেকে এখনো ধোয়া বের হচ্ছে। এতে কোন প্রাণ হানীর ঘটনা ঘটেনি।
এবিষয়ে ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ আব্দুল হালিম বলেন, দুইটি ইউনিট অক্লান্ত চেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখনও কোন কোন স্হানে ধোয়া বের হচ্ছে। প্লাস্টিক কারখানা হওয়ায় আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে যায় ও ক্ষয়ক্ষতি হয়।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
২৮ বছর পর স্কটল্যান্ড, অক্ষত থাকতে পারল না স্পেন
ইংল্যান্ডের মতো গোল হজম না করে বাছাইপর্ব শেষ করার সুযোগ ছিল স্পেনের। কিন্তু সেভিয়ায় তুরস্কের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে জাল অক্ষত রাখতে পারেনি লুইস দে লা ফুয়েন্তের দল। ‘ই’ গ্রুপে তুরস্কের সঙ্গে ২-২ গোলে ড্র করলেও ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট ঠিকই আদায় করে নিয়েছে স্পেন।
নিজেদের গ্রুপে ৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে মোট ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। এর মধ্য দিয়ে ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে ইতালির গড়া টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার কীর্তিও ছুঁয়ে ফেলল স্পেন। ২৫ জয়ের পাশাপাশি ৬ ম্যাচ ড্র করেছে তারা। সর্বশেষ ২০২৩ সালের মার্চে ইউরো বাছাইয়ে।
দানি ওলমোর গোলে ম্যাচের ৪ মিনিটে এগিয়ে গিয়েছিল স্পেন। ৪২ মিনিটে তুরস্ককে সমতায় ফেরান দেনিজ গুল। বিরতির পর ৫৪ মিনিটে সালিহ ওজকানের গোলে এগিয়ে যায় তুরস্ক। কিন্তু ৮ মিনিট পরই মিকেল ওইয়ারসাবালের গোলে সমতায় ফেরে স্পেন। ম্যাচ শেষে স্পেন তারকা ওলমো বলেন, ‘এটা অম্লমধুর অভিজ্ঞতা। তবে বিশ্বকাপে জায়গা করে নিতে পেরে ভালো লাগছে।’
৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপে দ্বিতীয় তুরস্কের বিশ্বকাপে খেলার আশা এখনো শেষ হয়ে যায়নি। আগামী মার্চে প্লে অফ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাদের, যেখানে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ হতে পারে উত্তর আয়ারল্যান্ড, সুইডেন, রোমানিয়া ও উত্তর মেসিডোনিয়ার মধ্যে যেকোনো একটি দল।
দুর্দান্ত খেলে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে স্কটল্যান্ড