বিদেশে পালাতে চেয়েছিলেন রাজ-শিল্পা? আদালতের কঠোর নির্দেশ
Published: 17th, October 2025 GMT
অভিনেত্রী শিল্পা শেঠি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা আবারও আইনি জটিলতায় পড়েছেন। ৬০ কোটি রুপি অর্থ আত্মসাতের মামলার তদন্ত চলমান থাকায় বোম্বে হাইকোর্ট এই দম্পতির বিদেশ–যাত্রার আবেদন নাকচ করে দিয়েছেন। আদালত স্পষ্ট জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শিল্পা শেঠি দেশ ছাড়তে পারবেন না।
৬০ কোটি রুপির তছরুপ মামলা
গত বছরের আগস্টে ব্যবসায়ী দীপক কোঠারি রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠির বিরুদ্ধে ৬০ কোটি রুপির বেশি অর্থ আত্মসাতের অভিযোগ এনে মামলা করেন। তাঁর দাবি, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে বিনিয়োগের নামে তিনি শিল্পা–রাজের কোম্পানিতে অর্থ দিয়েছিলেন। পরে দেখা যায়, সেই অর্থ ব্যবসায় নয়, ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে। এ ঘটনায় মুম্বাই পুলিশের অর্থ অপরাধ দমন শাখা তদন্ত শুরু করে। তদন্তের স্বার্থে শিল্পা ও রাজের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করা হয়, যাতে তাঁরা দেশ ছাড়তে না পারেন।
আদালতের সিদ্ধান্ত
সম্প্রতি রাজ–শিল্পার পক্ষ থেকে তাঁদের আইনজীবী স্থগিত করার আবেদন জানান, যাতে তাঁরা বিদেশ যেতে পারেন। কিন্তু আদালত আবেদন নাকচ করে জানান, ‘তদন্তের এই পর্যায়ে বিদেশ–যাত্রার অনুমতি দেওয়া যাবে না।’ অভিনেত্রীর আইনজীবী জানিয়েছেন, শিল্পার বিদেশ সফর মূলত ব্যক্তিগত কারণে হওয়ার কথা ছিল। তবে আদালত বলেন, এখনই সেই অনুমতি দেওয়া অনুচিত, কারণ মামলার তদন্ত এখনো শেষ হয়নি।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: তদন ত
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ আদালতে ই-বেল বন্ডের কার্যক্রম শুরু
বাংলাদেশের প্রথম জেলা হিসাবে নারায়ণগঞ্জ আদালতে আনুষ্ঠানিক ভাবে ই-বেল বন্ডের কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনেই দ্রুততম সময়ের মধ্যে জামিনে মুক্তি পেয়েছেন ৭ জন আসামি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ রবিউল ইসলাম একজন আসামীর ই-বেলবন্ড গ্রহন করার মধ্যদিয়ে নারায়ণগঞ্জ আদালতে ই-বেল বন্ডের কার্যক্রম শুরু হলো।
এসময় নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ রবিউল ইসলাম বলেন, আইন উপদেষ্টা মহোদয় গত বুধবার বাংলাদেশের প্রথম নারায়ণগঞ্জে ই-বেল বন্ড প্রবর্তন করার পর আজ বৃহস্পতিবার আমরা এর কার্যক্রম শুরু করেছি।
বিচারপ্রার্থী জনগন অচিরেই এর সুফল ভোগ করতে পারবে। এজন্য তিনি বিজ্ঞ আইনজীবী, আদালতের বেঞ্চসহকারী ও বিচারপ্রার্থী জনগনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জ আদালতে ই-বেল বন্ড চালু হওয়ায় জামিন নামা জালিয়াতি এবং সকল ধরনের হয়রানী চিরতরে বন্ধ হবে ইনশাআল্লাহ।
নারায়নগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোঃ ফোরকান ওয়াহিদ বলেন, ই-বেল বন্ডের মাধ্যমে প্রথম দিনেই দ্রুততম সময়ের মধ্যে জামিনে মুক্তি পেয়েছেন ৭ জন আসামি।
নির্ধারিত সময় বিকাল ৪ টার মধ্যে ১০ জন আসামির ই-বেল বন্ডের মধ্যে ৭ জন আসামি মুক্তি পেয়েছেন। বাকী ৩ জনের বিরুদ্ধে অন্য মামলা থাকায় তাদের মুক্তি মেলেনি।
এছাড়া নির্ধারিত সময়ের পর আরো ৭ জনের ই-বেল বন্ড পাওয়া গেছে, তারা শুক্রবার সকালে মুক্তি পাবেন। সব মিলিয়ে মোট ১৭ জন আসামির ই-বেল বন্ড নারায়ণগঞ্জ কারাগারে এসেছে বলে তিনি জানান।
জেল সুপার মোঃ ফোরকান ওয়াহিদ বলেন, ই-বেল বন্ড চালু হওয়ায় স্বাক্ষর জাল করে আসামি জামিন করার ঝুকি কমবে এবং সময় সাশ্রয়ীসহ বিচারপ্রার্থী জনগনের ভোগান্তি লাঘব হবে।
নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সদস্য এডভোকেট আব্দুল্লাহ আল মামুন বলেন, আজ সর্ব প্রথম বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে ফতুল্লা থানার ৪৭(৪)২৫ মোকদ্দমার আসামি রায়হান ইসলামের জামিন মঞ্জুরের পর ই-বেল বন্ডের মাধ্যমে খুব সহজে ও বিনা হয়রানিতে বেল বন্ড পূরণ করে পাঠালাম।
তিনি বলেন, ই-বেল বন্ড খুব সহজ একটি প্রক্রিয়া। আশাকরি সারা বাংলাদেশের আদালতে ই-বেল বন্ডের মাধ্যমে কোন প্রকার হয়রানি ছাড়া দ্রুত বেলবন্ড জেলা কারাগারে পৌছবে এবং আসামি জামিন লাভের পর দ্রুত পরিবারের সদস্যদের কাছে ফিরে আসবে।