কুড়িগ্রামের চরাঞ্চল থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও মদ জব্দ
Published: 18th, October 2025 GMT
কুড়িগ্রামের সীমান্তবর্তী চরাঞ্চল থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সীমান্তবর্তী রলাকাটার চর নামক এলাকা থেকে ১ হাজার ৯৫০ কেজি ভারতীয় জিরা ও ৮৯ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি।
আরো পড়ুন:
সমালোচনা ভুলে ৩৮ বছরের ছোট নায়িকার সঙ্গে চিরঞ্জীবীর রোমান্স
‘সমস্যা কিছু না কিছু থাকবেই, দুটো আলাদা দেশ তো’
জব্দ করা জিরা ও মদের আনুমানিক মূল্য ২০ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন দইখাওয়ার চর বিওপি ক্যাম্পের একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্য রেখা থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের ভিতরে রলাকাটা নামক স্থান থেকে চোরাকারবারীর মাধ্যমে আনা ভারতীয় ১ হাজার ৯৫০ কেজি জিরা ও ৮৯ বোতল মদ উদ্ধার করে।
এর আগে, সোর্সের মাধ্যমে দইখাওয়ার চর সীমান্তের আর্ন্তজাতিক সীমানা পিলার ১০৪২ এর সাব পিলার ২ এর কাছ দিয়ে ভারত থেকে অবৈধ মালের চালান আসার খবর পায় বিজিবি। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারীকে গ্রেপ্তার করতে পারেনি বিজিবি।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.
ঢাকা/সৈকত/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জন্মদিনে তাহসানের শেষ গান, ২২ বছর পর ‘প্রাকৃতিক’ ফিরল
‘তিনটা গান বানানো আছে। কিন্তু আর রিলিজ করব না। পোরসেলিনা তাহসানস প্লেলিস্ট প্রকল্পের শেষ গানটা হয়তো শুধু প্রকাশিত হবে। তারপর শেষ। এরপর আর কোনো নতুন গান প্রকাশ করব না।’ এভাবেই বলেছিলেন তাহসান খান, সেপ্টেম্বরের চতুর্থ সপ্তাহে প্রথম আলোকে দেওয়া তাঁর জীবনের শেষ সাক্ষাৎকারে। তখন তিনি স্পষ্ট জানিয়েছিলেন—এ সাক্ষাৎকারই তাঁর ক্যারিয়ারের শেষ মিডিয়া কথোপকথন, আর সামনের পথে তিনি কেবল নিজের মতো বাঁচতে চান, দূরে থাকতে চান প্রচারণা আর আলোচনার বৃত্ত থেকে।
তাহসান খান