জামায়াত আমাদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে : সাখাওয়াত
Published: 25th, October 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমি মনে করি বিএনপি একটি ফলজ গাছ। অনেকেই সেই গাছে অনেকেই ঝাঁকি ও চাকা দিতে চাইবে। এতে করে আমাদের ঘাবড়ানোর কিছুই নাই।
আমাদের মূল কাজটা হলো আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যারা বিএনপি করি তারা সবাই ঐক্যবদ্ধ থাকবো।
আর আমরা সবাই মিলেমিশে এই দলের সকল কর্মকান্ডে অংশগ্রহণ করব। আগামী যে নির্বাচন সেই নির্বাচন আমাদেরকে বিএনপি তথা ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিজয় করতে হবে এবং খালেদা জিয়া ও তারেক রহমানকে বিজয়ী করতে হবে।
বিএনপি হল কর্মী নির্ভর ও সমর্থকদের দল। এই দলে আপনারা হলেন নেতা আমরা হলাম কর্মী। কারণ বিগত ১৫ বছরের এই কর্মী সমাপ্ত এটাই কিন্তু বিএনপিকে টিকে রেখেছিল। আগামী নির্বাচনে কর্মী ও সমর্থকদেরি প্রয়োজন তারাই পারে বিএনপি ধানের শীষকে বিজয় করতে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা অন্তর্গত ১২নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
শনিবার (২৫ অক্টোবর) বিকেল চারটায় শহরের খানপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, জামাত আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে। তারা বলে বিএনপি আর আওয়ামী লীগ একই ধরনের। আমি মনে করি জামায়াত এ ধরনের কথা বলে জনগণের সাথে তামাশা করছে। আজকে আমি আপনাদেরকে বলে দিতে চাই চরমোনাই তারা আজকে বড় বড় কথা বলে তারা গত ১৫ বছর কি করেছে।
তারা চেয়ারম্যানি ও মেম্বারি নির্বাচনও কিন্তু সেই আওয়ামী লীগ সরকারের আমলে করেছে। গত পাশে জানুয়ারি যে নির্বাচন ৫% জনগণ ভোট কেন্দ্রে যায় নাই সেই নির্বাচন কিন্তু চরমোনাই অংশগ্রহণ করার চেষ্টা করেছিল। যদিও তারা সেই নির্বাচন অংশগ্রহণ করে নেয় তার আগের সবগুলোতে কিন্তু তারা অংশগ্রহণ করেছিল।
তিনি আরও বলেন, বিগত ১৫ টি বছর কিন্তু আমরা রাজপথে অনেক আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জুলুম নির্যাতন ও মামলার শিকার হয়েছি। সেই সময় কিন্তু জামায়াত কিছু কর্মসূচি পালন করেছিল তার জন্য কিন্তু মামলা হয়েছিল সেই মামলায় জামাতের দুই একজন নেতাকর্মীদেরকে আসামি করা না হলেও কিন্তু আমাদের বিএনপি নেতাকর্মীদেরকে আসামি করা হয়েছিল।
শুধু তাই না ওই হেফাজতের মামলা হয়েছে শেখানো কিন্তু হেফাজতে দুই একজন নেতাকর্মী ছিল বাকি সবই কিন্তু বিএনপি নেতাকর্মীদেরকে আসামি করা হয়েছে। যারা অন্যদেরকে ছোট করবে তারা নিজেরাই ছোট হয়ে যাবে সমাজে তারা নিগৃহীত হবে। আমরা জনগণের দল জনগণের পাশে সুখে-দুঃখে আছি এবং থাকবো।
মহানগর ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাঃ মজিবর রহমান, মাকিত মোস্তাকিম শিপলু, ১২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাচ্চু বাদশা, সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম মিয়া, সাইদুর রহমান টিটু, মানিক বেপারী, সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক শিপলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ ব এনপ র স ন ত কর ম আম দ র ম দ রক রহম ন
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফতুল্লা থানা যুবদলের দোয়া
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ) বাদ এশা সদর উপজেলার দক্ষিণ সস্তাপুরে ফতুল্লা থানা যুবদল নেতা তৌহিদ মাহমুদ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ুসহ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
ফতুল্লা থানা যুবদল নেতা তৌহিদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মাশুকুল ইসলাম রাজিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হকেরবিএনপি নেতা মজিবুর রহমান সরকার, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, ফতুল্লা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল খান, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আঃ জব্বার, মহানগর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রাইয়ান হক,যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সুমন, সদস্য রুহুল আমিন,নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম হারুন,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এসকে শাহীন, ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক মো.জুয়েল, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, যুবদল নেতা নাজমুল হাসান, জাহিদুল হাসান, মেহেদী হাসান শ্যামল, আরিফ হোসেন, সুজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যুবদলের নেতৃবৃন্দ।