রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দ পেতে দুর্নীতির আশ্রয় নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত কর্মকর্তার জবানবন্দি গ্রহণ শেষ হয়েছে।

ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলম রোববার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার জবানবন্দি গ্রহণ করেন।

এরপর আসামি রাজউকের সাবেক সদস্য খুরশীদ আলমের পক্ষের আইনজীবী মো.

শাহীনুর ইসলাম তদন্ত কর্মকর্তাকে জেরা করেন। তবে এদিন তাঁর জেরা শেষ না হওয়ায় আগামী মঙ্গলবার অবশিষ্ট জেরার জন্য দিন ধার্য করেন।

এদিন আসামিপক্ষের রি-কলের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার বাদী দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিনের জবানবন্দি শেষে খুরশীদের পক্ষে জেরা শেষ হয়েছে।

শুনানিকালে গ্রেপ্তার একমাত্র আসামি রাজউকের সদস্য খোরশেদ আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর উপস্থিতিতে এসব সাক্ষীদের জেরা করা হয়। অন্য আসামিরা পলাতক থাকায় জেরা করার সুযোগ পাচ্ছেন না।

দুদকের প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত এই মামলায় ৩২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ করেছেন আদালত।

এর আগে প্লট দুর্নীতির মামলায় গত ৩১ জুলাই শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার পরিবারের বিরুদ্ধে পৃথক ৬ মামলায় দুই পরিবারের সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার দুই বিশেষ জজ আদালত। শেখ হাসিনা ও তাঁর ছেলে–মেয়ে ছাড়া তাঁর পরিবারের অন্য অভিযুক্ত সদস্যরা হলেন বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি)।

মামলায় শেখ হাসিনা পরিবারের বাইরে অভিযুক্ত ১৬ জন হলেন জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তৎকালীন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, গণপূর্তের তৎকালীন সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, জ্যেষ্ঠ সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিয়া, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য কবির আল আসাদ, সদস্য তন্ময় দাস, সদস্য নুরুল ইসলাম, সাবেক সদস্য মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য সামসুদ্দীন আহমদ চৌধুরী, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক হাফিজুর রহমান, হাবিবুর রহমান, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তৎকালীন প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার।

মামলার চার্জশিটে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করেন। তাঁরা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ৬টি প্লট তাঁদের বরাদ্দ দেওয়া হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ব ক সদস য পর ব র র ল ইসল ম উদ দ ন র জউক

এছাড়াও পড়ুন:

‘অ্যারেঞ্জ ম্যারেজ’–এ তৌসিফ–নীহা, কী আছে এই নাটকে

নতুন নাটক নিয়ে আসছেন শিহাব শাহীন। ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নামের রোমান্টিক নাটকটিতে জুটি হয়েছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নীহা। দুই তরুণ–তরুণীর বিয়ে ঘিরে এগিয়ে যাবে গল্প।
‘এক্স ফ্যাক্টর’, ‘ভালোবাসি তাই’, ‘মনফড়িং-এর গল্প’, ‘নীলপরি নীলাঞ্জনা’সহ অনেক জনপ্রিয় নাটকের পরিচালক শিহাব শাহীন। তবে বেশ কয়েক বছর ধরে নাটক নির্মাণ থেকে একেবারেই দূরে রয়েছেন এই পরিচালক।

তাহলে কী এখন নাটকও নির্মাণ করবেন? গতকাল রোববার দুপুরে প্রথম আলোকে শিহাব শাহীন জানান, গত বছর ‘দাগি’ সিনেমার কাজ করার সময় নাটকের শুটিং করেছিলেন। সেই নাটকই এখন সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।
বর্তমানে দুটি ওটিটি ও একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত তিনি।

‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নাটকে তৌসিফ ও নীহা। ছবি: নির্মাতার সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ