ভারতের দক্ষিণী সিনেমার দাপুটে অভিনেতা ধানুশ। তার পরবর্তী সিনেমা ‘ডি৫৫’। এটি পরিচালনা করছেন রাজকুমার পেরিয়াসামি। আগামী বছরের শুরুর দিকে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করেছেন নির্মাতারা। আপাতত প্রি-প্রোডাকশনের কাজ চলছে। 

এ সিনেমায় ধানুশের বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে বেশ কিছুদিন ধরে নানা ধরনের আলোচনা চলছে। এবার জানা গেল, ধানুশের বিপরীতে অভিনয় করবেন সাই পল্লবী।    
  
সিনেমা এক্সপ্রেসের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রথমে জানা যায়, এ সিনেমায় নায়িকার ভূমিকায় অভিনয় করবেন পূজা হেগড়ে। পরে খবর আসে ধানুশের বিপরীতে মীনাক্ষী চৌধুরীকে চূড়ান্ত করা হয়েছে। এ পরিস্থিতিতে খবর ছড়িয়েছে, সম্ভবত সাই পল্লবী ‘ডি৫৫’ সিনেমার নায়িকা হতে চলেছেন। খবরটি প্রকাশের পর থেকে তামিল সিনেমার ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। কারণ ‘মারি টু’ সিনেমার পর ধানুশ–সাই পল্লবী ফের একসঙ্গে পর্দায় ফেরার সুযোগ তৈরি হয়েছে। 

আরো পড়ুন:

রণবীর-সাই পল্লবীর সিনেমার বাজেট ৫ হাজার কোটি টাকা!

রামায়ণ: রাম-সীতা হতে কত কোটি টাকা নিলেন রণবীর-সাই পল্লবী?

‘মারি টু’ সিনেমায় ধানুশ-সাই পল্লবীর সাফল্যের পর ভক্তরা বহুদিন ধরে এ জুটিকে আবারো একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন। যার কারণে ‘ডি৫৫’ সিনেমায় এ জুটিকে দেখার খবরে আনন্দিত ভক্তরা। যদিও সিনেমা সংশ্লিষ্টরা এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। আপাতত আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় এ জুটির ভক্ত-অনুরাগীরা। 

‘মারি টু’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন সাই পল্লবী-ধানুশ। প্রথমবারই মুগ্ধতা ছড়ান এই যুগল। সিনেমাটির ‘রাউডি বেবি’ গান মুক্তির পর দারুণ সাড়া ফেলেছিল। কেবল তাই নয়, নতুন রেকর্ড গড়ে গানটি। ইউটিউবে ১ বিলিয়ন বার দেখার মাইলফলক অর্জন করে। প্রথম দক্ষিণ ভারতীয় সিনেমার গান হিসেবে এই রেকর্ড গড়ে ‘রাউডি বেবি’।

ধানুশ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইডলি কাডাই’। গত ১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। তামিল ভাষার এ সিনেমায় ধানুশের বিপরীতে অভিনয় করেন নিথিয়া মেনন। এটি পরিচালনা ও সহপ্রযোজক হিসেবেও কাজ করেন ধানুশ। এরই মধ্যে হিন্দি ভাষার ‘তেরে ইশক মেইন’ সিনেমার কাজ শেষ করেছেন ধানুশ। চলতি মাসের শেষের দিকে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। 

সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘থান্ডেল’। গত ৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। এ সিনেমায় নাগা চৈতন্যর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন সাই পল্লবী। এরই মধ্যে ‘মেরে রাহো’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। হিন্দি ভাষার এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন আমির খানের পুত্র জুনায়েদ খান। আগামী ১২ ডিসেম্বর এটি মুক্তির কথা রয়েছে। 

পরিচালক নিতেশ তিওয়ারি দুই পার্টে নির্মাণ করছেন ‘রামায়াণ’। এতে সীতা ও রাম চরিত্রে যথাক্রমে অভিনয় করছেন সাই পল্লবী-রণবীর কাপুর। সিনেমাটির প্রথম পার্টের পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, আর দ্বিতীয় পার্টের দৃশ্যধারণের কাজ নিয়ে ব্যস্ত নির্মাতারা।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ধ ন শ র ব পর ত কর ছ ন

এছাড়াও পড়ুন:

মার্কিন প্রতিবেদনে পাকিস্তানের ‘সামরিক সাফল্যের’ উল্লেখ

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে জমা দেওয়া এক প্রতিবেদনে গত মে মাসে ভারতের সঙ্গে চার দিনের সংঘাতে পাকিস্তানের ‘সামরিক সাফল্যের’ কথা তুলে ধরা হয়েছে। বিশেষ করে এই সংঘাতে চীনের তৈরি অস্ত্র ব্যবহারের বিষয়টি উল্লেখ করা হয়।

গতকাল মঙ্গলবার ‘ইউএস–চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন’ প্রতিবেদনটি জমা দিয়েছে। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নিজেদের জাতীয় নিরাপত্তার প্রভাব মূল্যায়নে এ কমিটি গঠন করে যুক্তরাষ্ট্র।

পাকিস্তান সংঘাতের পরপর দাবি করেছিল, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পরে সংখ্যাটি বাড়িয়ে সাতটি বলে দাবি করা হয়। ইসলামাবাদের দাবি, সংঘাতে তাদের কোনো যুদ্ধবিমান ভূপাতিত হয়নি। ভারত প্রথমে তাদের তিনটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছিল। জবাবে তারা ভারতে ২৬টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

এই সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অব্যাহতভাবে মন্তব্য করে চলেছেন। সম্প্রতি তিনি দাবি করেন, ভারত-পাকিস্তান সংঘাতে ‘প্রকৃতপক্ষে’ আটটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল।

প্রতিবেদনে ভারত-পাকিস্তান সংঘাতে চীনের ভূমিকার কথাও গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, এই সংঘাত আন্তর্জাতিক মনোযোগ কেড়েছিল। কারণ, ভারতের সঙ্গে সংঘাতে ‘পাকিস্তান সেনাবাহিনী চীনের সামরিক সরঞ্জামের ওপর নির্ভরশীল ছিল। (পাকিস্তান) চীনের গোয়েন্দা সামর্থ্যের সুবিধা নিয়েছে বলেও জানা গেছে।’

প্রতিবেদনে আরও বলা হয়, ভারত-পাকিস্তানের মে মাসের সংঘাতে প্রথমবারের মতো চীনের আধুনিক অস্ত্র সরাসরি ব্যবহার করা হয়। এই সংঘাতে চীনের তৈরি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এইচকিউ-৯, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ ক্ষেপণাস্ত্র পিএল-১৫ এবং যুদ্ধবিমান জে-১০ ব্যবহার করে পাকিস্তান।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নয়াদিল্লির দাবি ‘সংঘাত চলাকালে ভারতের সামরিক অবস্থান সম্পর্কে তাৎক্ষণিক তথ্য’ দিয়ে পাকিস্তানকে সাহায্য করেছে চীন। পাশাপাশি প্রতিবেদনে এটাও বলা হয়েছে, ‘পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। তবে (এই সংঘাতে) নিজেদের অংশগ্রহণের মাত্রা কেমন ছিল, চীন তা স্বীকার বা অস্বীকার কোনোটি করেনি।’

চীন ২০২৫ সালে পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতার পরিসর আরও বাড়িয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ‘(এর মধ্য দিয়ে) ভারতের সঙ্গে নিজেদের নিরাপত্তা উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে চীন।’

মার্কিন কংগ্রেসে জমা দেওয়া প্রতিবেদেনে আরও বলা হয়েছে, চীন ও পাকিস্তান ২০২৪ সালের নভেম্বর ও ডিসেম্বরে তিন সপ্তাহব্যাপী সন্ত্রাসবিরোধী ‘ওয়ারিয়র-৮’ মহড়া পরিচালনা করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে চীনের নৌবাহিনী পাকিস্তানের বহুজাতিক ‘এএমএএন’ মহড়ায় অংশ নিয়েছে। এসব মহড়া দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতারই প্রমাণ।

আরও পড়ুনভারত-পাকিস্তান সংঘাতে ‘৮টি বিমান’ ভূপাতিত করা হয়েছে: ট্রাম্পের নতুন দাবি০৬ নভেম্বর ২০২৫

প্রতিবেদনের তথ্যমতে, বর্তমানে পাকিস্তানের বৃহত্তম প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী দেশ চীন। ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে পাকিস্তানের প্রায় ৮২ শতাংশ অস্ত্র এসেছে চীন থেকে।

প্রতিবেদনে আরও বলা হয়, ভারত-পাকিস্তানের মে মাসের সংঘাতে প্রথমবারের মতো চীনের আধুনিক অস্ত্র সরাসরি ব্যবহার করা হয়। এই সংঘাতে চীনের তৈরি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এইচকিউ-৯, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ ক্ষেপণাস্ত্র পিএল-১৫ এবং যুদ্ধবিমান জে-১০ ব্যবহার করে পাকিস্তান।

সম্পর্কিত নিবন্ধ

  • মার্কিন প্রতিবেদনে পাকিস্তানের ‘সামরিক সাফল্যের’ উল্লেখ
  • ৫২ বছর পর প্রথমবার বিশ্বকাপে হাইতি
  • র‍্যাঙ্কিংয়ে কিউই ইতিহাস, ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটসম্যান ড্যারিল মিচেল
  • জয়ার ‘কমফোর্ট জোন’ আবির
  • কাবাডি আমাদের ঐতিহ্য, জাতীয় চেতনার প্রতীক: উপদেষ্টা আসিফ
  • প্রথমবার ‘অস্কার’ পেলেন টম ক্রুজ
  • একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন বগুড়ার আঁখি
  • ক্যানসার রোগীদের পাশে
  • সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ