গত মে মাসে রিয়াদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-উপসাগরীয় সম্মেলনে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে আমন্ত্রণ না জানানোয় মনে হয়েছিল, সৌদি আরব ও মিসরের সম্পর্কের কোথাও সমস্যা তৈরি হয়েছে।

গত মাসে শারম আল-শেখ শান্তি সম্মেলনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অনুপস্থিত থাকায় সবার কাছেই স্পষ্ট হয়ে ওঠে যে রিয়াদ ও কায়রোর মধ্যকার উত্তেজনা চরমে পৌঁছেছে।

মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি অবশ্য দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জোর দিয়ে বলেন, ‘মিসর ও সৌদি আরবই আরব ও ইসলামি দেশগুলোর দুই ডানা। দুই দেশের সম্পর্ক দৃঢ়, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ এবং ঐতিহাসিক ও স্থায়ী।’ তবে কয়েক দিন আগে একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন যে কিছু তৃতীয় পক্ষ (যাদের নাম তিনি উল্লেখ করেননি) ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।

আরও পড়ুনযুক্তরাষ্ট্র–ইসরায়েলের চাপ যেভাবে সামলাচ্ছে মিসর০২ ডিসেম্বর ২০২৩বিরোধপূর্ণ বিষয়

দুই দেশের মধ্যে মতবিরোধ সৃষ্টি করতে পারে বা উত্তেজনায় রসদ জোগাতে পারে—এমন বেশ কিছু উপাদান রয়েছে। মিসরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আমর মুসা গত মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছিলেন, ‘সৌদি আরব ও মিসরের শক্তিশালী সম্পর্কই আরব বিশ্বের প্রধান স্তম্ভ, আর এখন এমন লোকও আছে যারা এই বন্ধন ভাঙতে চায়।’ এটি স্পষ্টভাবে দুই দেশের মধ্যে উদ্বেগের পরিবেশের দিকেই ইঙ্গিত করে।

দুই দেশের মধ্যে কী কী বিষয়ে বিরোধ আছে—তা নিয়ে নানা জল্পনা চলছে। কৌশলগত দৃষ্টিভঙ্গির পার্থক্য, স্বার্থের দ্বন্দ্ব অথবা তৃতীয় পক্ষ কারা, যারা এই বিরোধের আগুনে ঘি ঢালতে চায়।

মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দেশের অ্যাকটিভিস্ট ও গণমাধ্যমকর্মীদের নেতৃত্বে (যাদের কেউ কেউ নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত) বাগ্‌যুদ্ধ ও অপমানজনক প্রচারণা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এখানে পরিষ্কার যে পর্দার অন্তরালে বাস্তবে একটা উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক অবস্থান ও স্বার্থের জায়গায় কৌশলগত পার্থক্য ও আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে লড়াই এখন আর গোপন বিষয় নয়।

সৌদি আরব মনে করে, ২০১৩ সালের অভ্যুত্থানের পর তারা আল-সিসির সরকারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল এবং উদারভাবে অর্থনৈতিক সহায়তা প্রদান করেছিল। কিন্তু আল-সিসি তার প্রতিদান দেননি। সৌদি আরব যখন ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সামরিকি অভিযান শুরু করেছিল, তখন মিসর সামরিক জোটে যুক্ত হয়নি।

সিরিয়া এখন দুই দেশের মধ্যে মতবিরোধের সবচেয়ে স্পষ্ট ইস্যুগুলোর একটি। বিশেষ করে রিয়াদ সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার প্রতি সমর্থন বাড়াতে তৎপরতা চালাচ্ছে। শারা সরকারকে যুক্তরাষ্ট্রের প্রশাসনের কাছে গ্রহণযোগ্য করে তোলা এবং কয়েক মাস আগে রিয়াদ সফরের সময় তাঁর সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের ব্যবস্থা করা, তা এই বিভাজনকে আরও প্রকট করেছে। সেই সফরের ফলেই দামেস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা আসে। আল-শারা ও অন্যদের নাম ‘সন্ত্রাসবাদ’ তালিকা থেকেও বাদ দেওয়া হয়। চলতি মাসে তাঁকে হোয়াইট হাউসে স্বাগত জানানো হয়।

সৌদির এই কৌশল কায়রোর হতাশা আরও বাড়িয়েছে। আল-শারার সরকারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মিসর খুব সতর্কতা বজায় রেখে চলছে। আল-শারার নেতৃত্বে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হন। বাশার আল-আসাদ ছিলেন আল-সিসির ঘনিষ্ঠ। আল-সিসির আশঙ্কা হলো, আরব বসন্ত আবার পুনরুত্পাদিত হতে পারে এবং সিরিয়ার মডেল তাঁর নিজের শাসনের বিরুদ্ধে ব্যবহার হতে পারে। এ ছাড়া আসাদবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোয় থাকা মিসরীয় নাগরিকদের কায়রোর কাছে তুলে দিতে অস্বীকৃতি জানিয়েছে আল-শারা সরকার। এটাকে সন্দেহের চোখে দেখছেন আল–সিসি।

আরও পড়ুনসুদানে আরএসএফের গণহত্যায় আরব আমিরাত ইন্ধন দিচ্ছে কেন০২ নভেম্বর ২০২৫গাজা ও সুদান

সিরিয়ার পাশাপাশি আরও দুটি অত্যন্ত সংবেদনশীল বিষয় মিসর-সৌদি বিরোধকে আরও তীব্র করেছে। প্রথমটি গাজা যুদ্ধকে কেন্দ্র করে। কায়রো ও দোহা গাজার প্রতিরোধ যোদ্ধাদের সক্ষমতাকে ক্ষুণ্ন না করেই যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে সফল হয়েছে। কিন্তু সৌদি আরব ট্রাম্পের যুদ্ধ অবসান পরিকল্পনার আওতায় গাজা উপত্যকা পুনর্গঠনে অংশ নেওয়া প্রত্যাখ্যান করেছে। সৌদি আরব চায় হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা উপত্যকার শাসনভার ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে ছেড়ে দেওয়া হোক।

দ্বিতীয় সুদানকে কেন্দ্র করে। মিসর চায় সুদানের সেনাবাহিনীকে সমর্থন দেওয়া হোক এবং সেনাবাহিনী যেন সুদানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, তার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হোক। মিসরের এই পরিকল্পনায় সৌদি আরব কতটা সমর্থন দেবে, তা নিয়ে সংশয় আছে। কেননা সংযুক্ত আরব আমিরাতের সমর্থনপুষ্ট হেমেদতির নেতৃত্বাধীন র‍্যাপিড সাপোর্ট ফোর্সকে সৌদি আরব সমর্থন দেবে। কেননা হেমেদতি সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন যুদ্ধে সেনা পাঠিয়েছিলেন। এ ছাড়া সৌদি-ইয়েমেন সীমান্তে একটি সেনা ইউনিটও সরবরাহ করেছিলেন।

দৃষ্টিভঙ্গি, অবস্থান ও স্বার্থের এই পার্থক্য অন্য ক্ষেত্রেও দেখা দিয়েছে। এর মধ্যে আছে ইরানের সঙ্গে মিসরের সম্পর্ক এবং তেহরান ও আন্তর্জাতিক পরমাণুশক্তি সংস্থার মধ্যে মিসরের মধ্যস্থতার ভূমিকাও রয়েছে। মধ্যস্থতার বিষয়টি আগে না জানানোয় সৌদি আরব ক্ষুব্ধ হয়েছে। এ ছাড়া লেবানন সংকটেও মিসর প্রবেশ করেছে। লেবাননকে সাধারণত সৌদি প্রভাবের এলাকা হিসেবে ধরা হয়। আরব লীগের পরবর্তী সাধারণ সম্পাদক পদ নিয়েও বিতর্ক রয়েছে।

আরও পড়ুনযুবরাজ সালমান এক দশকে যেভাবে সৌদি আরবকে পাল্টে দিলেন১৪ সেপ্টেম্বর ২০২৫ভারসাম্যের বদল

রাজনৈতিক গবেষক মোহাম্মদ গোমা বলেছেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পার্থক্য, শক্তির ভারসাম্যের পরিবর্তনের সঙ্গে আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতও দুই দেশের মধ্যে মতবিরোধ ও উত্তেজনা তৈরি করতে পারে। বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় আঞ্চলিক ইস্যুগুলোয় সৌদি আরব অপেক্ষাকৃত সক্রিয় এবং যুক্তরাষ্ট্রের চোখে মিসরের চেয়ে এগিয়ে রাখে। বিপরীতে মিসরের প্রচেষ্টা হলো নিজ শক্তি ও আঞ্চলিক অবস্থান পুনর্গঠন করা। বিশেষ করে লেভান্ত, নীল নদের তীরবর্তী অঞ্চল ও হর্ন অব আফ্রিকায় মিসর তার অবস্থান ও প্রভাব জোরালো করতে চাইছে।

সৌদি আরব মনে করে, ২০১৩ সালের অভ্যুত্থানের পর তারা আল-সিসির সরকারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল এবং উদারভাবে অর্থনৈতিক সহায়তা প্রদান করেছিল। কিন্তু আল-সিসি তার প্রতিদান দেননি। সৌদি আরব যখন ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সামরিকি অভিযান শুরু করেছিল, তখন মিসর সামরিক জোটে যুক্ত হয়নি।

মাহমুদ হাসান মিডলইস্ট মনিটরের কলাম লেখক

মিডলইস্ট মনিটর থেকে নেওয়া, ইংরেজি থেকে সংক্ষিপ্তাকারে অনূদিত

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ক তর ষ ট র আল স স র অবস থ ন কর ছ ল আল শ র সরক র আরও প

এছাড়াও পড়ুন:

সৌদি যুবরাজের সমালোচক জামাল খাশোগি যেভাবে মারা হয়েছিলো

জামাল খাশোগি ছিলেন একজন বিশিষ্ট সৌদি সাংবাদিক, কলামিস্ট এবং লেখক। একসময়ের রাজপরিবারের ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। পরে রাজপরিবারের একজন সমালোচক হিসেবে পরিচিতি পান। সৌদি রাজপরিবারের বৃত্তি নিয়ে জামাল খাশোগি যুক্তরাষ্ট্রে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছিলেন। তিনি আল-আরাব নিউজ চ্যানেল-এর মহাব্যবস্থাপক ছিলেন এবং ওয়াশিংটন পোস্ট-এর একজন নিয়মিত কলামিস্ট ছিলেন। কিন্তু খাশোগির লেখায় ক্রমাগত স্থান পাচ্ছিলো সৌদি রাজতন্ত্রের নানা  নেতিবাচক দিক। বিশেষ করে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। 

২০১৭ সালের জুনে যুবরাজ মোহাম্মদ ক্রাউন প্রিন্স হওয়ার পর কড়া সমালোচক হিসেবে খাশোগি তার রোষানলে পড়েন। অবস্থা বুঝতে পেরে নিজেকে বাঁচাতে ওই বছরের সেপ্টেম্বরে সৌদি আরব ছেড়ে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে চলে যান। এরপর যুক্তরাষ্ট্র থেকে চলে যান তুরস্কে।

আরো পড়ুন:

খাশোগি হত্যাকাণ্ডের কিছুই জানতেন না সৌদি যুবরাজ: ট্রাম্প

সৌদি আরবকে এফ-৩৫ যুদ্ধবিমান দিতে রাজি ট্রাম্প

২০১৮ সালে সৌদি আরব থেকে ১৫ সদস্যদের দল উড়ে গিয়ে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনের ভেতরে গত ২ অক্টোবর তাকে হত্যা করে লাশ গুম করে ফেলে। সে সময়  আন্তর্জাতিক পত্রিকাগুলোতে স্থান পায় খাশোগির মৃত্যুর খবর। সমালোচনায় বলা হয়,  রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এমন উচ্চ নিরাপত্তার স্থানে হত্যাকাণ্ড ঘটানো অসম্ভব।

তুরস্ক ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া বিবৃতির ভিত্তিতে স্পষ্ট হয়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক মূলত সৌদি আরবের ক্ষমতাধর ব্যক্তি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

খাশোগিকে হত্যার পর আন্তর্জাতিক মহলে এ নিয়ে সমালোচনার ঝড় উঠলে প্রথমে এ হত্যাকাণ্ডের কথা অস্বীকার করে সৌদি আরব। কিন্তু সমালোচনা আরও বাড়তে থাকে। পরে আন্তর্জাতিক চাপের মুখে কনস্যুলেট ভবনে হত্যার কথা স্বীকার করে সৌদি আরব। তবে এ হত্যার পেছনে যুবরাজ মোহাম্মদের সংশ্লিষ্টতা জোরের সঙ্গে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ