গিনি বিসাউয়ে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ইন্তার শপথ, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গেলেন সেনেগালে
Published: 28th, November 2025 GMT
গিনি-বিসাউয়ে সেনাবাহিনী গতকাল বৃহস্পতিবার মেজর জেনারেল হর্তা ইনতা-আকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে। আগের দিন গত বুধবার সেনারা দেশটিতে সদ্য অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার আগেই হঠাৎ বেসামরিক সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করেন।
এদিকে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর গ্রেপ্তার হওয়া প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো একটি বিশেষ উড়োজাহাজে সেনেগালে গেছেন। গতকাল রাতে সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। পশ্চিম আফ্রিকার আঞ্চলিক সংগঠনগুলোর হস্তক্ষেপে দেশ ছাড়তে সমর্থ হন তিনি।
গত পাঁচ বছরে পশ্চিম ও মধ্য আফ্রিকা অঞ্চলে এটি নবম অভ্যুত্থানের ঘটনা। গিনি-বিসাউয়ের রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের ঘটনা নতুন কিছু নয়। তা ছাড়া কোকেন পাচারের একটি কেন্দ্র হিসেবে দেশটির কুখ্যাতি রয়েছে।
বুধবার গিনি-বিসাউয়ের একদল সেনা কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয়ে ঘোষণা দেন, তাঁরা প্রেসিডেন্ট এমবালোকে ক্ষমতাচ্যুত করেছেন। তাঁরা নিজেদের ‘হাই মিলিটারি কমান্ড ফর দ্য রিস্টোরেশন অব অর্ডার’ নামে পরিচয় দেন। তাঁদের দাবি, কিছু রাজনীতিবিদ ও মাদক চক্র দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করছিল। তা ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।বুধবার গিনি-বিসাউয়ের একদল সেনা কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয়ে ঘোষণা দেন, তাঁরা প্রেসিডেন্ট এমবালোকে ক্ষমতাচ্যুত করেছেন। তাঁরা নিজেদের ‘হাই মিলিটারি কমান্ড ফর দ্য রিস্টোরেশন অব অর্ডার’ নামে পরিচয় দেন। তাঁদের দাবি, কিছুসংখ্যক রাজনীতিবিদ ও মাদক চক্র দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছিল। তা ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে তাঁরা এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেননি।
গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক অনুষ্ঠানে মেজর জেনারেল হোর্তা ইনতা-আ সামরিক পোশাক পরে প্রথমবারের মতো দেশের নেতা হিসেবে প্রকাশ্যে হাজির হন। তিনি বলেন, মাদক চোরাচালানীরা গিনি-বিসাউয়ের গণতন্ত্র দখল করতে চাইছিল। তাই অভ্যুত্থান জরুরি হয়ে পড়েছিল। তিনি আরও বলেন, অন্তর্বর্তী শাসনব্যবস্থা এক বছর চলবে।
পরে একই দিন এক শপথ গ্রহণ অনুষ্ঠানে ইনতা মেজর-জেনারেল টমাস জ্যাসিকে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেন।
নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণার ঠিক আগের দিন গিনি–বিসাউয়ে ক্ষমতা দখলের এ ঘটনা ঘটে। নির্বাচনে এমবালোর মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন ৪৭ বছর বয়সী ফার্নান্দো দিয়াস। দিয়াস রাজনৈতিক অঙ্গনের নতুন মুখ।
অভ্যুত্থান সংঘটিত হয়েছে বলে জানানোর আগে গত বুধবার রাজধানী বিসাউয়ে নির্বাচন কমিশনের সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের কাছে প্রায় এক ঘণ্টা গুলির শব্দ শোনা যায়। এমবালো ফরাসি গণমাধ্যমকে ফোন করে বলেন যে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে।অভ্যুত্থানের ঘোষণার আগে বুধবার রাজধানী বিসাউয়ে নির্বাচন কমিশনের সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের কাছে প্রায় এক ঘণ্টা গুলির শব্দ শোনা যায়। এমবালো ফরাসি গণমাধ্যমকে ফোন করে বলেন যে তাঁকে ক্ষমতাচ্যুত করা হয়েছে।
আরও পড়ুনগিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার২৭ নভেম্বর ২০২৫গতকাল সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, এমবালো ও তাঁর প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সামরিক বাহিনীর উচ্চতর কমান্ডের নিয়ন্ত্রণে আছেন।
আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ আলী ইউসুফ এক বিবৃতিতে এ সামরিক অভ্যুত্থানের নিন্দা জানিয়েছেন। তিনি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট এমবালোসহ সব আটক কর্মকর্তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানান।
পশ্চিম আফ্রিকার আঞ্চলিক জোট ইসিওডব্লিএএসের রাষ্ট্রপ্রধানেরাও অভ্যুত্থানের নিন্দা জানিয়েছেন এবং পরে পরিস্থিতি নিয়ে ভার্চু৵য়াল বৈঠক করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্ট থেকে এমন তথ্য জানা গেছে। পোস্টের সঙ্গে শেয়ার করা স্ক্রিনশটে দেখা যায়, নাইজেরিয়া, সেনেগাল ও লাইবেরিয়ার রাষ্ট্রপ্রধানসহ কয়েকজন আঞ্চলিক নেতা এবং আফ্রিকান ইউনিয়নের আলী ইউসুফ বৈঠকে অংশ নেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ষমত চ য ত কর কর মকর ত র জন ত এমব ল
এছাড়াও পড়ুন:
ঝুঁকি নিয়ে আগাম টমেটো চাষ, লাভবান চাষিরা
কেউ খেতে জীবাণুনাশক ছিটাচ্ছেন, কেউ পরিচর্যায় ব্যস্ত। আবার কোথাও তোলা হচ্ছে কাঁচা-পাকা টমেটো। চাষিরাও এসব টমেটো বাছাই করে খেতের পাশেই স্তূপ করছেন। সব মিলিয়ে যেন উৎসবের আমেজ। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ও সরল ইউনিয়নের গ্রামগুলোর বর্তমান চিত্র এটি। এই এলাকায় ঝুঁকি নিয়ে আগাম টমেটো চাষ করে লাভবান হয়েছেন চাষিরা।
অন্য বছর অক্টোবরে টমেটো চাষ শুরু হতো। কারণ, এ সময়টাতে সাধারণত বৃষ্টি হয় না। তবে এবার আগস্টেই শুরু হয়েছে টমেটো চাষ। বৃষ্টির পানিতে ক্ষতি রোধে চাষিরা রেখেছেন বিশেষ ব্যবস্থাও। পানি জমে যেন টমেটোগাছের ক্ষতি না হয় এ জন্য খেতজুড়ে কেটেছেন সেচের নালা। আর এটিই সাফল্য এনে দিয়েছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, গন্ডামারা, সরল, বাহারছড়া, বৈলছড়ী, খানখানাবাদ, কাথরিয়া, শীলকূপ, চাম্বল ও পুইছুড়ি ইউনিয়নে এবার ৪১৫ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। এর মধ্যে গন্ডামারা ও সরল ইউনিয়নেই চাষ হয়েছে ৩৫০ হেক্টর জমিতে। এসব জমিতে ‘প্রফিট আর্লি’, ‘দুর্জয়’ ও ‘বাহুবলী’ জাতের উচ্চফলনশীল টমেটো চাষ করছেন কৃষকেরা। অন্য বছরের তুলনায় ভালো ফলন আর বাজারদর বেশি থাকায় কৃষকের প্রত্যাশাও বেড়েছে।
গন্ডামারা, সরল, বাহারছড়া, বৈলছড়ী, খানখানাবাদ, কাথরিয়া, শীলকূপ, চাম্বল ও পুইছুড়ি ইউনিয়নে এবার ৪১৫ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। এর মধ্যে গন্ডামারা ও সরল ইউনিয়নেই চাষ হয়েছে ৩৫০ হেক্টর জমিতে। এসব জমিতে ‘প্রফিট আর্লি’, ‘দুর্জয়’ ও ‘বাহুবলী’ জাতের উচ্চফলনশীল টমেটো চাষ করছেন কৃষকেরা।উপজেলার যে এলাকাটিতে আগাম টমেটো চাষ হয়েছে এটি উপকূলীয় অঞ্চল হিসেবে পরিচিত। চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষা পুরোপুরি শেষ হওয়ার আগেই আগস্টের শুরুতে বিশেষ পদ্ধতিতে টমেটো রোপণ শুরু করেন তাঁরা। এর মধ্যে ভারী বৃষ্টিও হয়েছে। তবে চাষিরা বৃষ্টিতে জমা পানি সেচে খেত থেকে বের করেছেন। কারণ, জমিতে পানি জমে থাকলে টমেটোর ফল ভালো হয় না। চার মাস পর এখন ফল পাচ্ছেন তাঁরা। অন্য বছর ছোট আকারে চাষাবাদ হলেও এ বছর হয়েছে বাণিজ্যিকভাবে।
খেত থেকে সংগ্রহ করা টমেটো বিক্রির জন্য বাছাই করা হচ্ছে। সম্প্রতি বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পাওয়ার প্ল্যান্ট এলাকায়