দাপুটে জয়ে ফাইনালে উঠেও খুশি নন লিভারপুল অধিনায়ক
Published: 7th, February 2025 GMT
লিগ কাপে সবচেয়ে বেশি শিরোপাজয়ী দল লিভারপুল। পাশাপাশি প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নও। তবে সেমিফাইনালের প্রথম লেগে টটেনহামের কাছে ১–০ গোলে হেরে যাওয়ায় আশঙ্কা ছিল বিদায়ের। কিন্তু সব আশঙ্কা উড়িয়ে লিভারপুল গতকাল রাতে ফিরতি লেগ জিতেছে ৪–০ গোলে।
লিভারপুলের জয়ে গোল করেছেন কোডি গাকপো, মোহাম্মদ সালাহ, দমিনিক সোবোসলাই এবং ভার্জিল ফন ডাইক। শিরোপা ধরে রাখার ফাইনালে লিভারপুল মুখোমুখি হবে নিউক্যাসলের। অন্য সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে আর্সেনালকে ৪–০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে নিউক্যাসল।
অ্যানফিল্ডে শুরু থেকে আগ্রাসী লিভারপুল প্রথম গোলটি আদায় করে ৩৪ মিনিটে। দারুণ ছন্দে থাকা গাকপো করেন দলের হয়ে প্রথম গোল। ১–০ গোলে এগিয়ে বিরতিতে যায় লিভারপুল। বিরতির পর লিভারপুলকে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি এনে দেন সালাহ। এটি চলতি মৌসুমে সালাহর করা ৮ম পেনাল্টি গোল।
২০১৩–১৪ মৌসুমে স্টিভেন জেরার্ডের করা ১১ পেনাল্টি গোলের পর লিভারপুলের হয়ে সালাহর ৮ গোলই এখন সর্বোচ্চ। ম্যাচের ৭৫ মিনিটে লিভারপুলের হয়ে ব্যবধান ৩–০ করেন সোবোসলাই আর ৮০ মিনিটে চতুর্থ গোলটি করে ম্যাচ একরকম শেষ করেন ফন ডাইক। ২০১৮ সালে লিভারপুলের জার্সিতে অভিষেকের পর এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ গোল করেছেন ফন ডাইক, যা প্রিমিয়ার লিগের ডিফেন্ডারদের মধ্যে সর্বোচ্চ।
দারুণ এই জয়ে লিভারপুল এখন ১১তম লিগ কাপ শিরোপা থেকে মাত্র এক ধাপ দূরে। নিউক্যাসলকে ফাইনালে হারাতে পারলে ১০ ট্রফি জিতে শীর্ষে থাকা লিভারপুলের রেকর্ডটা আরও সমৃদ্ধ হবে।
আরও পড়ুনসিটিকে ৫-১ গোলে হারানো আর্সেনালকে বিদায় দিল নিউক্যাসল০৬ ফেব্রুয়ারি ২০২৫এই তালিকায় দুই নম্বরে ৮ ট্রফি জেতা ম্যানচেস্টার সিটি। শুধু শিরোপা জেতাতে নয়, ফাইনালে খেলাতেও সবার ওপরে আছে লিভারপুল। এ নিয়ে ১৫ বার ফাইনালের টিকিট পেয়েছে লিভারপুল, যা কিনা দ্বিতীয় দ্বিতীয় স্থানে থাকা চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ৫ বার বেশি।
দারুণ ছন্দে আছেন সালাহ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫