দাপুটে জয়ে ফাইনালে উঠেও খুশি নন লিভারপুল অধিনায়ক
Published: 7th, February 2025 GMT
লিগ কাপে সবচেয়ে বেশি শিরোপাজয়ী দল লিভারপুল। পাশাপাশি প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নও। তবে সেমিফাইনালের প্রথম লেগে টটেনহামের কাছে ১–০ গোলে হেরে যাওয়ায় আশঙ্কা ছিল বিদায়ের। কিন্তু সব আশঙ্কা উড়িয়ে লিভারপুল গতকাল রাতে ফিরতি লেগ জিতেছে ৪–০ গোলে।
লিভারপুলের জয়ে গোল করেছেন কোডি গাকপো, মোহাম্মদ সালাহ, দমিনিক সোবোসলাই এবং ভার্জিল ফন ডাইক। শিরোপা ধরে রাখার ফাইনালে লিভারপুল মুখোমুখি হবে নিউক্যাসলের। অন্য সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে আর্সেনালকে ৪–০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে নিউক্যাসল।
অ্যানফিল্ডে শুরু থেকে আগ্রাসী লিভারপুল প্রথম গোলটি আদায় করে ৩৪ মিনিটে। দারুণ ছন্দে থাকা গাকপো করেন দলের হয়ে প্রথম গোল। ১–০ গোলে এগিয়ে বিরতিতে যায় লিভারপুল। বিরতির পর লিভারপুলকে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি এনে দেন সালাহ। এটি চলতি মৌসুমে সালাহর করা ৮ম পেনাল্টি গোল।
২০১৩–১৪ মৌসুমে স্টিভেন জেরার্ডের করা ১১ পেনাল্টি গোলের পর লিভারপুলের হয়ে সালাহর ৮ গোলই এখন সর্বোচ্চ। ম্যাচের ৭৫ মিনিটে লিভারপুলের হয়ে ব্যবধান ৩–০ করেন সোবোসলাই আর ৮০ মিনিটে চতুর্থ গোলটি করে ম্যাচ একরকম শেষ করেন ফন ডাইক। ২০১৮ সালে লিভারপুলের জার্সিতে অভিষেকের পর এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ গোল করেছেন ফন ডাইক, যা প্রিমিয়ার লিগের ডিফেন্ডারদের মধ্যে সর্বোচ্চ।
দারুণ এই জয়ে লিভারপুল এখন ১১তম লিগ কাপ শিরোপা থেকে মাত্র এক ধাপ দূরে। নিউক্যাসলকে ফাইনালে হারাতে পারলে ১০ ট্রফি জিতে শীর্ষে থাকা লিভারপুলের রেকর্ডটা আরও সমৃদ্ধ হবে।
আরও পড়ুনসিটিকে ৫-১ গোলে হারানো আর্সেনালকে বিদায় দিল নিউক্যাসল০৬ ফেব্রুয়ারি ২০২৫এই তালিকায় দুই নম্বরে ৮ ট্রফি জেতা ম্যানচেস্টার সিটি। শুধু শিরোপা জেতাতে নয়, ফাইনালে খেলাতেও সবার ওপরে আছে লিভারপুল। এ নিয়ে ১৫ বার ফাইনালের টিকিট পেয়েছে লিভারপুল, যা কিনা দ্বিতীয় দ্বিতীয় স্থানে থাকা চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ৫ বার বেশি।
দারুণ ছন্দে আছেন সালাহ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নওগাঁয় ১০ জনকে ঠেলে দিল বিএসএফ
নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত পিলার ২৫৬/৭ এস কাছ দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হলে বিজিবির সদস্যরা তাদেরকে আটক করেন। তাদের মধ্যে দুজন পুরুষ এবং আটজন নারী।
বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।
আরো পড়ুন:
গাংনী সীমান্ত দিয়ে ১৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
বড়লেখা সীমান্ত দিয়ে ১০ রোহিঙ্গাকে ঠেলে দিয়েছে বিএসএফ
আটকরা হলেন—আছমা বেগম (৪০), খাদিজা বেগম (৩৪), পাখি বেগম (২৪), রুমা বেগম (২৫), কাকলি আক্তার (২৭), রুজিনা আক্তার (৩৩), কোহিনুর বেগম (২৬), নাসরিন বেগম (৩৩), মঞ্জুরুল ইসলাম (৩৬), সুমন হোসেন (২৭)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক।
বিজিবি জানিয়েছে, আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার মো. জিহাদ আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেষপুরে ওই ১০ জনকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে যান। মুম্বাই শহরে পুরুষ দুজন রাজমিস্ত্রি হিসেবে এবং নারী আটজন গৃহকর্মী হিসেবে কাজ করতেন। সেখানে তাদেরকে আটক করে ভারতীয় পুলিশ। গত ২৯ জুলাই ভারতের হরিবংশীপুর বিএসএফ ক্যাম্পে তাদেরকে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার ভোর রাতে বিএসএফ ওই ১০ জনকে বাংলাদেশে ঠেলে দিলে বিজিবি টহল দল তাদের আটক করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা/সাজু/রফিক