লর্ডস টেস্টে টস জিতে ব্যাট করছে ইংল্যান্ড
Published: 10th, July 2025 GMT
টেস্ট সিরিজে এখনো কেউ এগিয়ে নেই। দুই দলই জিতেছে একটি করে ম্যাচ। এই অবস্থায় লর্ডসে শুরু হলো সিরিজ নির্ধারক তৃতীয় টেস্ট। আর সেই ম্যাচে টস ভাগ্য সহায় হলো ইংল্যান্ডের।
বেন স্টোকস বার্মিংহামের ভুল থেকে শিক্ষা নিয়েছেন। সেই ম্যাচে টস জিতে ফিল্ডিং নেওয়াটা যে ভুল ছিল, তা ম্যাচ শেষে বুঝে গিয়েছিলেন ইংলিশ অধিনায়ক। তাই লর্ডসে আর সে ভুল করলেন না। টস জিতে এবার ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।
ইংল্যান্ড দলে জশ টংয়ের পরিবর্তে ফিরেছেন পেসার জোফ্রা আর্চার। ভারতীয় দলে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় ফিরেছেন জসপ্রিত বুমরাহ। যার প্রত্যাবর্তন বাড়িয়ে দিয়েছে ভারতীয় পেস আক্রমণের ধার।
আরো পড়ুন:
বৃষ্টি ভাঙবে নাকি ভারতের জয়ের স্বপ্ন?
৮০ বলের সেঞ্চুরিতে জেমির রেকর্ড, শতকের দেখা পেলেন ব্রুকও
এ রিপোর্ট লেখার সময় ইংল্যান্ড ৪০ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৫ রান করেছে। বেন ডাকেট ২৩ ও জ্যাক ক্রাউলি ১৮ রান করে আউট হয়েছেন। দুটি উইকেটই নিয়েছেন নিতিশ কুমার রেড্ডি। জো রুট ৩৭ ও অলি পোপ ২৪ রানে ব্যাট করছেন।
সিরিজের বর্তমান চিত্র:
প্রথম টেস্ট (লিডস): ইংল্যান্ডের জয়।
দ্বিতীয় টেস্ট (বার্মিংহাম): ঐতিহাসিক প্রত্যাবর্তন ভারতের ৩৩৬ রানের রেকর্ড জয়।
তৃতীয় টেস্ট: আজ শুরু লর্ডসে, সিরিজে লিড নিতে মরিয়া দুই দলই।
বিশেষ করে বার্মিংহামের ম্যাচে ভারতীয় ব্যাটিং ঝড়ে ইংল্যান্ডকে ভাসিয়ে দেন শুভমান গিল। যার ব্যাট থেকে আসে দুই ইনিংসে ২৬৯ ও ১৬১ রানের দুর্ধর্ষ ইনিংস। সঙ্গে ছিলেন আকাশ দীপ ও মহম্মদ সিরাজ, যারা বল হাতে জ্বলে ওঠেন।
ভারতের একাদশ:
যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, করুণ নায়ার, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ ও জসপ্রিত বুমরাহ।
ইংল্যান্ডের একাদশ:
জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডিন কার্স, জোফরা আর্চার ও শোয়েব বশির।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গ্রেপ্তারকৃতদের তদন্তে মালয়েশিয়াকে সহায়তা করবে বাংলাদেশ
সম্প্রতি মালয়েশিয়ার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ৩৫ বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ তদন্তে মালয়েশিয়ার সঙ্গে কাজ করবে বাংলাদেশ। শুক্রবার কুয়ালালামপুরে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন হাজি হাসানের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ আশ্বাস দেন।
শুক্রবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কুয়ালালামপুরে ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে তাঁরা এক দ্বিপক্ষীয় বৈঠক করেন।
পররাষ্ট্র উপদেষ্টা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং তথ্য ও তদন্তের ফলাফল বিনিময়ের মাধ্যমে অভিযোগের অভ্যন্তরীণ তদন্তে মালয়েশিয়ার সহযোগিতা চান। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে সহায়তার আশ্বাস দেন।
এর আগে পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিব ডেভিড ল্যামির সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা বিভিন্ন দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন। উভয়ই বাংলাদেশে চলমান সংস্কার, রোহিঙ্গা সংকট, এলডিসি-পরবর্তী সহায়তা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র উপদেষ্টা নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ এবং কোরিয়া প্রজাতন্ত্রের উপমন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধান পার্ক ইউনজুর সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ ২০০৬ সালে এআরএফের সদস্য হয়। নব্বইয়ের দশকের গোড়ার দিকে ফোরামটি প্রতিষ্ঠিত হয়।