‘আপনার কি স্যুট নেই’, সাংবাদিকদের প্রশ্নে কী ছিল জেলেনস্কির জবাব
Published: 2nd, March 2025 GMT
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে শুক্রবার এক ঐতিহাসিক বৈঠকে উপস্থিত হয়েই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অভ্যর্থনা জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বললেন, আপনি আজ বেশ সাজগোজ করে এসেছেন।
ট্রাম্প মূলত ইঙ্গিত করছিলেন জেলেনস্কির সামরিক ধাঁচের কালো সোয়েটশার্টের দিকে, যা ইউক্রেনের জাতীয় প্রতীক ‘ত্রিশূল’ চিহ্নিত ছিল। ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে জেলেনস্কি সরকারি বৈঠক, আন্তর্জাতিক সম্মেলন, এমনকি মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার সময়ও স্যুট-টাই বাদ দিয়ে এই সামরিক পোশাকই বেছে নিয়েছেন।
জেলেনস্কির মতে, এটি ইউক্রেনের যোদ্ধাদের প্রতি সংহতি প্রকাশের একটি প্রতীক। তবে দীর্ঘদিন ধরেই মার্কিন ডানপন্থি সমালোচকদের মধ্যে এটি বিতর্কের বিষয় হয়ে উঠেছে। আর শুক্রবারের বৈঠকে সেই বিতর্ক যেন নতুন মাত্রা পেল।
বৈঠকে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব শুরু হলে কট্টর রক্ষণশীল সংবাদমাধ্যম রিয়েল আমেরিকা’স ভয়েস-এর প্রধান হোয়াইট হাউস প্রতিবেদক ব্রায়ান গ্লেন সরাসরি প্রশ্ন ছুড়ে দেন জেলেনস্কির পোশাক নিয়ে। ডানপন্থি এ নেটওয়ার্ক ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত।
তিনি বলেন, আপনি কেন স্যুট পরেন না? আপনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর অফিসে উপস্থিত হয়েছেন, অথচ যথাযথ পোশাক পরার প্রয়োজন মনে করেননি। আপনার কি স্যুট নেই? অনেক আমেরিকান মনে করেন, আপনি এই অফিসের মর্যাদা সম্মান করছেন না।
এই আক্রমণাত্মক প্রশ্নের পরই বৈঠকের পরিবেশ বদলে যায়। এতক্ষণ কূটনৈতিকভাবে সৌহার্দ্যপূর্ণ ভঙ্গিতে কথা বললেও, এবার জেলেনস্কির মধ্যে ক্লান্তি ও বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে।
তিনি জবাব দেন, এই যুদ্ধ শেষ হলে আমি স্যুট পরব। এরপরই এক ব্যঙ্গাত্মক মন্তব্য করে ওই সাংবাদিককে জেলেনস্কি বলেন, হয়ত আপনার মতোই কিছু পরব, কিংবা আরও ভালো কিছু। হয়ত আরও সস্তা কিছু, জানি না।
জেলেনস্কির এই মন্তব্যে কক্ষজুড়ে হাসির রোল পড়ে যায়। তবে এ বিতর্ক শুধু পোশাকের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং বৈঠকে বৃহত্তর প্রসঙ্গ— সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ—নিয়ে তুমুল বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
এই ঐতিহাসিক বৈঠকে প্রকাশ্যেই ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন ও কৃতজ্ঞতা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়, যা আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//