জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া শাখার নেতাকর্মীরা এক ঈদ পুনর্মিলনীতে অংশ নিয়েছেন। শুক্রবার বিকেলে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তৃতায় তিনি বলেন, সবাই বলছেন এবারের ঈদ ছিল স্বৈরাচারমুক্ত বাংলাদেশের আনন্দময় ঈদ। কিন্তু আমার ঈদটা আনন্দের যায়নি, কারণ এবার এতজন সন্তানহারা মা, স্বামীহারা স্ত্রী, বাবাহীন সন্তান বিষন্ন ইফতার-সাহরির রমজান পার করে ঈদের সম্মুখীন হয়েছে।

জাতীয় নাগরিক কমিটির কুষ্টিয়া প্রতিনিধি সদস্য সুলতান মারুফ তালহা ঈদ পুনর্মিলনীতে সভাপতিত্ব করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া শাখার সদস্য সচিব মো.

মোস্তাফিজুর রহমান, কুষ্টিয়া জেলা জাতীয় নাগরিক কমিটির নেতা রেজাউল করিম রিন্টু, কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষক তোফাজ্জেল হোসেল, বাগোয়ান কেসিপিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, শামসুদ্দিন স্ট্যালিন, মিরপুরের প্রতিনিধি মিজানুর রহমান, সাংবাদিক ইয়াসির আরাফাত, সিয়াম, জুলিয়ান ই আযম, লিমন আহমেদ, অ্যাডভোকেট রূপালী খাতুন, সাব্বির আহমেদ প্রমুখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সৌদি আরবে অবৈধভাবে মাছ ধরায় বাংলাদেশি আটক

সৌদি আরবে অবৈধভাবে মাছ ধরায় এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর উপকূলীয় টহল দল। আসির প্রদেশের আল-কাহমাহ উপকূলে থেকে তাকে আটক করা হয়। আটক বাংলাদেশি সামুদ্রিক নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।

শুক্রবার এক প্রতিবেদনে সৌদি গ্যাজেট জানায়, ওই বাংলাদেশির কাছে অবৈধভাবে শিকার বিপুল মাছ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রবাসী ও পর্যটকদের সামুদ্রিক নিরাপত্তা আইন এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদির সীমান্তরক্ষী বাহিনী। এ ছাড়া পরিবেশ ও বন্যপ্রাণী সম্পর্কিত যেকোনো অনিয়ম বা আইন লঙ্ঘনের ঘটনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে নাগরিকদের উৎসাহিত করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ