ঢাকা অঞ্চলের উদ্বোধন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিদায় করল সাবেক চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয়
Published: 28th, November 2025 GMT
সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে আবার ফিরেছে ফুটবলের উন্মাদনা। ইস্পাহানি–প্রথম আলো তৃতীয় আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ঢাকার আঞ্চলিক পর্বের পর্দা উঠেছে আজ সেখানে। ২৮টি বিশ্ববিদ্যালয় দল এবার লড়বে রাজধানী অঞ্চলের সেরা হওয়ার জন্য।
সকালে ঢাকা অঞ্চলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন একঝাঁক তারকা ফুটবলার। জাতীয় দলের ফরোয়ার্ড রাকিব হোসেন ও সেন্ট্রাল ডিফেন্ডার তপু বর্মণ উদ্বোধন করেন ঢাকার আঞ্চলিক পর্বের। তারা প্রথমবার এই টুর্নামেন্টে এসেছেন অতিথি হয়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, টুর্নামেন্ট কমিটির সদস্য সাবেক তারকা ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কোচ আলফাজ আহমেদ এবং আরও তিন সাবেক অধিনায়ক—বিপ্লব ভট্টাচার্য, জাহিদ হাসান এমিলি ও মামুনুল ইসলাম।
ঢাকার আঞ্চলিক পর্বের উদ্ধোধন করেন জাতীয় দলের খেলোয়াড় রাকিব হোসেন ও তপু বর্মণ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ বব দ য জ ত য় দল র ফ টবল
এছাড়াও পড়ুন:
৩ দিন পর পুকুরে মিলল নিখোঁজ যুবকের মরদেহ
নিখোঁজের তিনদিন পর ঢাকার ধামরাই পৌরসভার চন্দ্রাইল এলাকার একটি মৎস্য খামারের পুকুর থেকে হৃদয় হাসান (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে পৌরসভার ছোট চন্দ্রাইল এলাকার পুকুর থেকে মরদেহটি উদ্ধার হয়।
মারা যাওয়া হৃদয় সৈয়দপুর সদর থানার নিয়ামতপুর এলাকার মো. চান মিয়ার ছেলে। তিনি পেশায় রডমিস্ত্রি ছিলেন। গত দশ বছর ধরে পরিবার নিয়ে চন্দ্রাইল এলাকার ভাড়া বাসায় থাকতেন তিনি।
আরো পড়ুন:
বন্ধুকে হত্যার পর কুড়াল নিয়ে থানায় হাজির
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ
নিহতের ভাই মনু মিয়া বলেন, “আমার ভাই তিনদিন ধরে নিখোঁজ ছিল। তাকে আমরা অনেক জায়গায় খুঁজেছি। আজ সকালে পুকুরে ভেসে থাকা মরদেহের খবর পেয়ে ছুটে আসি। মরদেহটি ছিল পুকুরের মাঝখানে। উদ্ধারের পর লাশটি আমার ভাইয়ের বলে শনাক্ত করি।”
স্থানীয়রা জানান, সকালে মরদেহ ভেসে থাকার খবরে এলাকার মানুষ পুকুর পাড়ে জড়ো হন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ভাইয়েরা এসে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেন।
ধামরাই থানার সহকারী পুলিশ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, “৯৯৯- নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আমরা পুকুর থেকে মরদেহ উদ্ধার করেছি। নিহতের স্বজনেরা পরিচয় শনাক্ত করেছেন।”
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া চলমান।”
ঢাকা/সাব্বির/মাসুদ