পিরোজপুরের নাজিরপুরে গভীর রাতে মগডালে উঠে অজ্ঞান হয়ে আটকে থাকেন সাহিনুর মোল্লা (৩৫) নামের এক যুবক। পরে তাকে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শনিবার রাতে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সাহিনুর মোল্লা (৩৫) একই এলাকার মালেক মোল্লার ছেলে। 

স্থানীয়রা জানায়, শনিবার রাতে বাড়ির পেছনের একটি নারিকেল গাছে উঠেন সাহিনুর। এসময় বাড়ির লোকজন তাকে বাধা দেন। কিন্তু তিনি কারো কথা না শুনে নারিকেল গাছ থেকে পাশের একটি রেইনট্রি গাছের মগডালে চড়েন। সেখানে কিছুক্ষণ বসে থাকার পরে অজ্ঞান হয়ে যান। সেখানে একটি চিকন ডালে আটকে থাকেন অজ্ঞান অবস্থায়। পরে পরিবারের লোকজন ফায়ার সাভির্সে খবর দিলে একটি দল ঘণ্টাব্যাপী চেষ্টায় গভীর রাতে সাহিনুরকে উদ্ধার করেন।   

উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো.

সোহাইব হোসেন মুন্সি বলেন, স্থানীয়দের ফোনে শনিবার রাতে সেখানে যাই। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় ওই যুবককে উদ্ধার করতে সক্ষম হই। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান তফসিল ঘোষণা করেন।

নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ১২ মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকেল ৫টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে। 

নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১ থেকে ৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১ থেকে ৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীগণ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।

মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ১১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা করা হবে ১৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ জুলাই। ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই।

১৯৯২ সালে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাকসু নির্বাচন।

ঢাকা/আহসান/রাজীব

সম্পর্কিত নিবন্ধ