গভীর রাতে মগডালে উঠে অজ্ঞান যুবক, নামাল ফায়ার সার্ভিসের কর্মীরা
Published: 13th, April 2025 GMT
পিরোজপুরের নাজিরপুরে গভীর রাতে মগডালে উঠে অজ্ঞান হয়ে আটকে থাকেন সাহিনুর মোল্লা (৩৫) নামের এক যুবক। পরে তাকে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শনিবার রাতে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সাহিনুর মোল্লা (৩৫) একই এলাকার মালেক মোল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে বাড়ির পেছনের একটি নারিকেল গাছে উঠেন সাহিনুর। এসময় বাড়ির লোকজন তাকে বাধা দেন। কিন্তু তিনি কারো কথা না শুনে নারিকেল গাছ থেকে পাশের একটি রেইনট্রি গাছের মগডালে চড়েন। সেখানে কিছুক্ষণ বসে থাকার পরে অজ্ঞান হয়ে যান। সেখানে একটি চিকন ডালে আটকে থাকেন অজ্ঞান অবস্থায়। পরে পরিবারের লোকজন ফায়ার সাভির্সে খবর দিলে একটি দল ঘণ্টাব্যাপী চেষ্টায় গভীর রাতে সাহিনুরকে উদ্ধার করেন।
উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নেত্রকোণায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
নেত্রকোণার কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার গন্ডা ইউনিয়নের কালিয়ান গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- কালিয়ান গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে শাহাদাত ওরফে চাঁদ (৭) ও শিবপুর গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে তাসফিয়া আক্তার (৭)।
আরো পড়ুন:
বাগেরহাট কারাগারে ভারতীয় জেলের মৃত্যু
ইট তৈরির মেশিনে আটকে প্রাণ গেল শ্রমিকের
স্থানীয়দের বরাতে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘‘ফেরদৌস মিয়ার ভাই ও গন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মোহাম্মদ তমজিদ শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাই পরিবারটির বাড়িতে ভিড় করেন স্বজনরা। এমন শোক ভারাক্রান্ত অবস্থার মধ্যে শনিবার বেলা সোয়া ১১টার দিকে তিন শিশু বাড়ির পাশের পুকুরে যায়। একপর্যায়ে শাহাদাৎ ও তাসফিয়া পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা অপর শিশু দ্রুত বাড়িতে গিয়ে খবর দিলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।’’
ঢাকা/ইবাদ/রাজীব