আদানির দুই ইউনিট থেকেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ
Published: 15th, April 2025 GMT
কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকা ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটও চালু হয়েছে। ফলে দুই ইউনিট থেকেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের সক্ষমতায় ফিরে এসেছে বিদ্যুৎকেন্দ্রটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আদানি গ্রুপ জানিয়েছে, মঙ্গলবার সন্ধা ৭টার দিকে বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট থেকে প্রায় ৭৩৯ মেগাওয়াট, অপর ইউনিট থেকে ৬৩৭ মেগাওয়াটসহ মোট ১৩৭৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।
ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। এই কেন্দ্র থেকে বাংলাদেশে ১৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। কারিগরি ত্রুটির কারণে গত ৮ এপ্রিল একটি ইউনিট থেকে উৎপাদন বন্ধ হয়ে গেলে অপর ইউনিট থেকে দৈনিক ৭৫০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ সরবরাহ করতে থাকে আদানি। তবে একই কারণে এই ইউনিটও শুক্রবার রাত ১ টার দিকে অচল হয়ে গেলে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর আগে শনিবার সন্ধ্যায় প্রথম ইউনিট উৎপাদনে ফেরে।
বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আদানির সঙ্গে ২০১৭ সালে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব দ য ৎ সরবর হ ইউন ট থ ক
এছাড়াও পড়ুন:
অ্যাপল পিছিয়ে পড়ল
ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি) সারাবিশ্বে ত্রৈমাসিক মোবাইল ফোন ট্র্যাকারের প্রাথমিক তথ্য প্রকাশ করেছে।
সারাবিশ্বে স্মার্টফোন উৎপাদকের মধ্যে সেরা স্থান অর্জন করেছে উদ্ভাবনী ব্র্যান্ড স্যামসাং। বিশ্বের শতাধিক দেশের শত শত প্রযুক্তি বাজারের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বেশ কিছু বাজারের আকার, ভেন্ডর তথ্য ও প্রযুক্তিবিষয়ক পূর্বাভাস প্রকাশ করে আইডিসি ট্র্যাকার। চলমান বেশ কিছু দ্বন্দ্ব স্মার্টফোন বাজারের জন্য সারাবিশ্বে চ্যালেঞ্জ তৈরি করেছে। কয়েকটি চ্যালেঞ্জ সত্ত্বেও সংকট উত্তরণে স্মার্টফোন উৎপাদকরা ভূমিকা রাখছে। ফলে চলতি বছরের প্রথম প্রান্তিকে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি (স্মার্টফোন সরবরাহ বিবেচনায়) অর্জন করেছে স্মার্টফোন উৎপাদকরা। বিশ্বজুড়ে ২০২৫ সালের প্রথম প্রান্তিকে স্মার্টফোনের সরবরাহ ১.৫ শতাংশ বৃদ্ধি (ইয়ার ওভার ইয়ার) পেয়ে ৩০ কোটি ইউনিট ছাড়িয়ে গেছে। অ্যাপলকে অতিক্রম করে স্মার্টফোন সরবরাহে শীর্ষে পৌঁছে গেছে স্যামসাং। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে সারাবিশ্বে স্মার্টফোন সরবরাহ তালিকার শীর্ষ পাঁচে রয়েছে অ্যাপল, শাওমি, অপো ও ভিভো।
ব্র্যান্ড সূত্রে জানা গেছে, এমন সাফল্যের পেছনে মূলত গ্যালাক্সি এস২৫ প্রিমিয়াম ডিভাইস ও মিড-রেঞ্জের গ্যালাক্সি এ সিরিজের কারণে অর্জন করা সম্ভব হয়েছে। উল্লিখিত মডেল সবার জন্য সাশ্রয়ী মূল্যে এআই ফিচার ব্যবহার করার সুযোগ তৈরি করেছে।
বৈশ্বিক মোট সরবরাহের (স্মার্টফোন) ১৯.৯ শতাংশ অর্জন করেছে স্যামসাং। চলতি বছরের প্রথম প্রান্তিকে স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোন বিপণনের পরিমাণ ছয় কোটি ইউনিট ছাড়িয়ে গেছে।