নারায়ণগঞ্জে পানি সরবরাহ খাতে আসবে বৈপ্লবিক পরিবর্তন
Published: 1st, December 2025 GMT
জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ হাজার ৬শ ৯৪ কোটি ৭৫ লাখ টাকার প্রকল্প পাস হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে সিটি কর্পোরেশন এলাকায় সুপেয় পানি সরবরাহে বৈপ্লবিক পরিবর্তন আসবে।
সোমবার একনেকের সভায় স্থানীয় সরকার বিভাগের আওতায় ‘নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রকল্প’ অনুমোদন দেয়া হয়।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে সিটি কর্পোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পটি চলতি অর্থ বছরে শুরু হয়ে ২০৩১ সালের মধ্যে শেষ হবে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সূত্র জানায়, এ প্রকল্পের আওতায় রয়েছে-গোদনাইল পানি শোধনাগার বর্ধিতকরণ ও পুনর্বাসন, ২০ কিলোমিটার ট্রান্সমিশন লাইন ও ২৮০ কিলোমিটার ডিস্ট্রিবিউশন লাইন স্থাপন, ১৪টি ডিএমএ স্থাপন, নতুন করে ২০টি গভীর নলকূপ ও ২০টি নলকূপ পুনর্বাসন, ৩৫ হাজার হোল্ডিং-এ পানি লাইন ও স্মার্ট মিটার সংযোগ, ২৭টি ওয়াটার এটিএম বুথ স্থাপন, ২৭ কিলোমিটার ড্রেন নির্মাণ ও সংস্কার ৫ হেক্টর ভূমিতে পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত গণপরিসর নির্মাণের কথা রয়েছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ড.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ প রকল প
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাদ্রাসার ছাত্রদের নিয়ে মহানগর যুবদলের দোয়া
বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে শহর ও বন্দর এতিমখানার ছাত্রদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল এবং খাবার করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বাদ জোহর শহরের কিল্লারপুলে মহানগর যুবদলের নিজস্ব কার্যালয়ে এই দোয়ার আয়োজন করা হয়।
এছাড়াও বন্দর দেউলি চোরাপাড়া দাসেরগাও কবরস্থান দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান মাসুদ ও যুবদল নেতা আব্দুর রহমান,সজিব আহমেদ, মাহবুবুল আলম, রানার সার্বিক তত্ত্বাবধানে ছাত্রদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত ও বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম, ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, ফয়েজ উল্লাহ সজল, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড. শাহিন খান, কাজী নাইসুল ইসলাম সাদ্দাম, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমুখ ।