ট্রাম্প প্রশাসনের দাবি অনুযায়ী কিছু ভিসাধারীর তথ্য না দিলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অনুমতি হারাতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব ক্রিস্টি নোম গতকাল বুধবার এ ঘোষণা দিয়েছেন। সরকারের এ পদক্ষেপ বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে নতুন করে চাপ সৃষ্টি করেছে।

ক্রিস্টি নোম আরও ঘোষণা দেন, হার্ভার্ডের জন্য বরাদ্দকৃত হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মোট ২৭ লাখ ডলারের দুটি অনুদান বাতিল করা হয়েছে।

ট্রাম্প প্রশাসনের এই কর্মকর্তা বলেন, তিনি হার্ভার্ডকে একটি চিঠি পাঠিয়ে ৩০ এপ্রিলের মধ্যে কিছু বিদেশি শিক্ষার্থীর ‘অবৈধ ও সহিংস কার্যকলাপের’ রেকর্ড চেয়েছেন। তিনি বলেন, ‘হার্ভার্ড যদি দেখাতে না পারে যে তারা সরকারের কাছে প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে দিচ্ছে ও নিয়ম মানছে, তবে তারা বিদেশি শিক্ষার্থী ভর্তি করার সুবিধা হারাবে।’

হার্ভার্ডের একজন মুখপাত্র জানান, তাঁরা অনুদান বাতিল এবং বিদেশি ভিসার ওপর নজরদারির বিষয়টি জানেন। বিশ্ববিদ্যালয়টি আগের বক্তব্যে অটল রয়েছে—তারা সংবিধানপ্রদত্ত অধিকার ছেড়ে দেবে না এবং আইন মেনে চলবে।

ট্রাম্প প্রশাসন এর আগে গাজায় ইসরায়েলের সামরিক হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে হওয়া ফিলিস্তিনপন্থী বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়গুলোর অনুদান কাটছাঁটের হুমকি দিয়েছিল।

ট্রাম্প এই বিক্ষোভকারীদের মার্কিন বিদেশনীতির জন্য হুমকি এবং ইহুদিবিরোধী ও হামাসের প্রতি সহানুভূতিশীল বলে আখ্যা দেন। অন্যদিকে বিক্ষোভকারীরা বলেন, ফিলিস্তিনিদের অধিকার রক্ষার পক্ষে তাঁদের অবস্থান এবং গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনাকে ট্রাম্প প্রশাসন ভুলভাবে উপস্থাপন করছে এবং উগ্রপন্থা ও ইহুদিবিদ্বেষের সমর্থনের সঙ্গে গুলিয়ে ফেলছে।

হার্ভাডের এই শিক্ষার্থীদের মধ্যে ইহুদি শিক্ষার্থীরাও রয়েছেন।

ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনপন্থী কিছু বিদেশি বিক্ষোভকারীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে এবং সারা দেশে শত শত ভিসা বাতিল করেছে।

ক্রিস্টি নোম বলেন, ‘হার্ভার্ডের ৫ হাজার ৩২০ কোটি ডলারের তহবিল আছে। তারা নিজেদের তৈরি করা বিশৃঙ্খলার ব্যয় নিজেরাই বহন করতে পারে, ডিএইচএস নয়।’ তিনি আরও বলেন, হার্ভার্ডে ‘যুক্তরাষ্ট্রবিরোধী ও হামাসপন্থী আদর্শ’ বিস্তার লাভ করছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টার দিকে উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সাইফুল, কবির ও হান্নান।

কারখানার সুপারভাইজার মিজানুর বলেন, ‘‘কারখানার গ্যাস কন্ট্রোলার রুমে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে নিরাপত্তাকর্মীসহ তিন জন দগ্ধ হন। দ্রুত কারখানার নিরাপত্তাকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’’

আরো পড়ুন:

পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

ইসরায়েলে দাবানলে আড়াই হাজার একরের বন পুড়ে ছাই

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘‘খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে যায়। তবে, তার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলেছে।’’

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, ‘‘গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/অনিক/রাজীব

সম্পর্কিত নিবন্ধ