নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোরদের দু’গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে ইয়াসিন নামে এক কিশোর নিহত হয়েছে।

শনিবার (৩ মে) রাত সাড়ে ৯টার দিকে এনায়েতনগর লাকী বাজার এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। 

নিহত ইয়াসিন ময়মনসিংহ জেলার নান্দাইল গ্রামের শহীদুল ইসলামের ছেলে। তার পরিবার এনায়েতনগর এলাকায় আশোক আলীর বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ ও স্থানীয়দের থেকে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকার  কিশোরদের দু’গ্রুপের মধ্যে মারামারির এক পর্যায়ে ইয়াসিন ছুরিকাহত হয়। স্থানীয়রা উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই কাইয়ুম জানান, ইয়াসিন নির্মাণ শ্রমিক ছিল। তিনি হত্যার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক শাহ আলম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

ঢাকা/অনিক/টিপু

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

জলাবদ্ধতা নিরসনে প্রধান উপদেষ্টাকে গিয়াসউদ্দিনের স্মারকলিপি 

নারায়ণগঞ্জের জলাবদ্ধতা নিরসনের দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রধান করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াস উদ্দিনসহ সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীরা। 

রবিবার বেলা ১২ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে এই স্মারক লিপি প্রদান করা হয়। এসময় জলাবদ্ধতা নিরসনে সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবি করা হয়। 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য ২০২৪ সালের ১ অক্টোবর এবং ২০২৫ সালের ২৫মে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। অনুলিপি জেলা প্রশাসকের কাছেও পাঠানো হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, মানুষের দুর্ভোগ সীমা ছাড়িয়ে গেছে। ক্ষোভ বিস্ফোরিত হওয়ার আগেই সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। 

তিনি আরও জানান, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সময় ডিএনডি এলাকায় অতিরিক্ত পাম্প স্থাপনের মাধ্যমে সাময়িকভাবে মানুষের দুর্ভোগ কমানো হয়েছিল।

কিন্তু ২০০৭ সালের পর থেকে আর কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে লাখো মানুষ বছরের পর বছর তীব্র ভোগান্তি ও ক্ষোভ নিয়ে বসবাস করছে।

স্মারকলিপিতে ডিএনডি এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে দুই দফা দাবি জানানো হয়েছে। তা হলো, অবিলম্বে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে জলাবদ্ধতা দূর করা। আর স্থায়ী সমাধানের জন্য দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহন করা।

এসময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জি,এম,সাদরিল, এস,এম,আসলাম, ডি,এইচ,বাবুল, রওশন আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, যুগ্ম-সম্পাদক এ্যাডঃ খন্দকার আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির  সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাঈনুল হাসান রতন, মাহাবুবুর রহমান সুমন, এ্যাডঃ হাবিবুর রহমান মাসুম, আশিক মাহমুদ সুমন, নাছির প্রধানসহ আরো অনেকে।

সম্পর্কিত নিবন্ধ

  • রাজশাহীতে ট্রেন পছন্দ হয়নি, ‘জুলাই যোদ্ধারা’ বসে পড়লেন রেললাইনে
  • দেশের উন্নয়নে আবদুল মতিন চৌধুরী অবদান স্বরণীয় হয়ে থাকবে: দুলাল 
  • বর্ষপূর্তির বিজয় র‌্যালিকে সফল করতে সদর থানা বিএনপির প্রস্তুতিসভা
  • দেশের উন্নয়নে আবদুল মতিন চৌধুরী অবদান স্বরণীয় হয়ে থাকবে! : দুলাল 
  • মিশনপাড়ার শীর্ষ চাঁদাবাজ রিয়াদ গ্রেপ্তার, এলাকাবাসীর স্বস্তি
  • নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সন্ত্রাসী ম্যাকলিন গ্রেপ্তার
  • নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ম্যাকলিন গ্রেপ্তার
  • সিদ্ধিরগঞ্জ বিউবো মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই ডকুমেন্টারি প্রদর্শন
  • ডিআইটিতে জুলাই-আগস্ট কর্নার উদ্বোধন
  • জলাবদ্ধতা নিরসনে প্রধান উপদেষ্টাকে গিয়াসউদ্দিনের স্মারকলিপি