নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোরদের দু’গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে ইয়াসিন নামে এক কিশোর নিহত হয়েছে।
শনিবার (৩ মে) রাত সাড়ে ৯টার দিকে এনায়েতনগর লাকী বাজার এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন ময়মনসিংহ জেলার নান্দাইল গ্রামের শহীদুল ইসলামের ছেলে। তার পরিবার এনায়েতনগর এলাকায় আশোক আলীর বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ ও স্থানীয়দের থেকে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকার কিশোরদের দু’গ্রুপের মধ্যে মারামারির এক পর্যায়ে ইয়াসিন ছুরিকাহত হয়। স্থানীয়রা উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই কাইয়ুম জানান, ইয়াসিন নির্মাণ শ্রমিক ছিল। তিনি হত্যার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক শাহ আলম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
ঢাকা/অনিক/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী আহত
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা বাজার এলাকায় জাহিদুল ইসলাম নান্টু নামে একজন ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তিনি পেটে ও হাতে গুলিবিদ্ধ হন।
বৃহস্পতিবার (১ মে) রাত সাড়ে ৮টার পাগলা বাজারের আফসার করিম প্লাজার সিটি ব্যাংকের বুথের সামনে এ গুলি চালানো হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যবসায়ীর শরীরে দুটি গুলি লেগেছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ী নান্টু বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে ফল কিনছিলেন। কেনাকাটা শেষে গাড়িতে ওঠার সময় দুই যুবক তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এসময় দ্রুত গাড়িতে উঠে পড়েন তিনি। পরে সেখান থেকে গাড়ি করে খানপুর হাসপাতালে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনাস্থলে গুলি লেগে ভেঙে যাওয়া গাড়ির কাঁচ পড়ে থাকতে দেখা যায়।
ঢাকা/অনিক/টিপু