কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ নেতা বহিষ্কার
Published: 4th, May 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটির দুই নেতাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এরা হলেন- সিনিয়র যুগ্ম-আহবায়ক মামুন মিয়া ও সংগঠক রিয়াদ আহমেদ উল্লাস।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে জেলা কমিটির আহ্বায়ক ইকরাম হোসেন দুই নেতাকে বহিষ্কারের নোটিশ দিয়েছেন নিজের ফেসবুকে। নোটিশে ইকরাম হোসেন ও সদস্য সচিব ফয়সাল প্রিন্সের সই রয়েছে।
বহিষ্কারের নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘সাংগঠনিক নীতি আদর্শ ও শৃংখলা পরিপন্থী কার্যক্রমের সুনির্দিষ্ট অভিযোগ এবং তথ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সকল কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।’ এ ব্যাপারে সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক ইকরাম হোসেন বলেন, কিছু সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি বড় সংগঠন। ফলে বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের ছেলে নানা উদ্দেশ্যে ঢুকে পড়ে। আগামীতেও কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে গত ৩০ এপ্রিলের নোটিশে সাংগঠনিক নীতি আদর্শ বহির্ভূত কার্যক্রমের অভিযোগে তাড়াইল উপজেলা কমিটির সদসদ্য সচিব পারভেজ ইসলামের পদ স্থগিত করা হয়েছে। তার বিরুদ্ধে সাংগঠনিক তদন্ত চলছে বলে ইকরাম হোসেন জানিয়েছেন। গত ৬ ফেব্রুয়ারি সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরে ৩২১ সদস্যের কিশোরগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক শ রগঞ জ ইকর ম হ স ন ক শ রগঞ জ কম ট র গঠন ক স গঠন
এছাড়াও পড়ুন:
বাসযাত্রীর কোমরে লুকানো ছিল ১ কোটি ২০ লাখ টাকার সোনা
যশোরের শার্শা উপজেলায় এক বাসযাত্রীর কাছ থেকে ১০টি সোনার বার উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার বাগআঁচড়া বাজারে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে ওই বাসযাত্রীর কোমর থেকে বারগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা সোনার বারগুলোর ওজন ১ কেজি ১৯২ গ্রাম, যার আনুমানিক মূল ১ কোটি ২০ লাখ টাকা। ওই সোনা ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ওই পাচারকারীর নাম শুভ ঘোষ (৩২)। তিনি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ গ্রামের সুনীল ঘোষের ছেলে।
পুলিশ জানায়, যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়ক দিয়ে যাত্রীবাহী বাসে পাচারের জন্য সোনার বার বহন করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে পুলিশের একটি দল অবস্থান নেয়। দুপুর সাড়ে ১২টার দিকে বাসটি বাগআঁচড়া বাজারে পৌঁছায়। এ সময় বাস থেকে নামেন শুভ ঘোষ। সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেপ্তার করে শরীরে তল্লাশি করা হয়। একপর্যায়ে পুলিশ শুভ ঘোষের কোমর থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০টি সোনার বার উদ্ধার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, শুভ ঘোষের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। মামলার পর তাঁকে আদালতে নেওয়া হবে। উদ্ধার করা সোনা সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হবে।