সিদ্ধিরগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট হাবিুবর ও তার সহযোগী গ্রেপ্তার
Published: 6th, May 2025 GMT
সিদ্ধিরগঞ্জে ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার টাকাসহ মাদক সম্রাট হাবিবুর রহমান (৩৯) ও তার সহযোগী ইয়াছিন (২৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করে পুলিশ।
এরআগে সোমবার (৫ মে) দিবাগত রাত সোয়া ১০ টায় সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর বটতলা বেইলী ব্রীজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান।
গ্রেপ্তারকৃত মো.
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুর আলম জানায়, গ্রেপ্তারকৃত হাবিবুর রহমানের বিরুদ্ধে ২১টি মাদক মামলা রয়েছে। সে মাদক সম্রাট হিসেবে সিদ্ধিরগঞ্জে চিহ্নিত। তাদেরকে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ র রহম ন
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জ অসহায়ের পাশে দাঁড়াতে সেভ দ্য রূপগঞ্জ এর পথচলা শুরু
রূপগঞ্জ উপজেলা মানবতার ডাকে এক হোক রূপগঞ্জ অসহায়ের পাশে দাঁড়াতে সেভ দ্য রূপগঞ্জ এর পথচলা শুরু উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ১০ টায় তারাব পৌর অডিটোরিয়ামে সভাপতিত্ব করেন আহবায়ক সেভ দ্য রূপগঞ্জ এড. আব্দুল কুদ্দুছ এবং সেভ দ্য রূপগঞ্জ আহবায়ক কমিটির সদস্য শহিদুল্লা গাজীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি হাজী এখলাছ উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ লায়ন মোজাম্মেল হক ভূঁইয়া।
প্রধান অতিথি বলেন,আমরা এখানে একত্রিত হয়েছি একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে রূপগঞ্জের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সেভ দ্য রূপগঞ্জ শুধু একটি নাম নয়, এটি একটি অঙ্গীকার।
আমাদের এই পথচলায় আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। আসুন আমরা সকলে মিলে মানবতার জন্য এক হই এবং রূপগঞ্জকে একটি উন্নত ও মানবিক রূপে গড়ে তুলি।
প্রধান আলোচনা হিসেবে উপস্থিত ছিলেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মোঃ রাশিদুন নবী খান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জজকোর্টের পি,পি এড. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব লায়ন মীর আব্দুল আলীম,সলিমুদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম,পূর্বাচল নিঝুম পল্লী রিসোর্টে চেয়ারম্যান আবুল হোসেন, সি.টি.ব্যবস্থাপক ফামাসিষ্ট ইউসুফ চৌধুরী,সাবিক ব্যবস্থাপনায় আলহাজ্ব আঃ মতিন,ড.আবু হানিফ, মাহমুদ খান,প্রভাষক মোঃ মিয়াজ উদ্দিনসহ অনেকে।