সিদ্ধিরগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট হাবিুবর ও তার সহযোগী গ্রেপ্তার
Published: 6th, May 2025 GMT
সিদ্ধিরগঞ্জে ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার টাকাসহ মাদক সম্রাট হাবিবুর রহমান (৩৯) ও তার সহযোগী ইয়াছিন (২৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করে পুলিশ।
এরআগে সোমবার (৫ মে) দিবাগত রাত সোয়া ১০ টায় সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর বটতলা বেইলী ব্রীজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান।
গ্রেপ্তারকৃত মো.
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুর আলম জানায়, গ্রেপ্তারকৃত হাবিবুর রহমানের বিরুদ্ধে ২১টি মাদক মামলা রয়েছে। সে মাদক সম্রাট হিসেবে সিদ্ধিরগঞ্জে চিহ্নিত। তাদেরকে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ র রহম ন
এছাড়াও পড়ুন:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫ আগস্টের আনন্দমিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু
গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা বিএনপি আয়োজিত আনন্দমিছিলে গিয়ে আল আমিন (৪০) নামের বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদর বাজারে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া আল আমিন উপজেলা বিএনপির সদস্য ছিলেন। তিনি উপজেলার বুরুদিয়া ইউনিয়নের রুকন উদ্দিনের ছেলে। অতিরিক্ত গরমে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তিনি মারা গেছেন বলে ধারণা করছেন চিকিৎসকেরা।
পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন ও পলায়ন দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আনন্দমিছিলের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে বুরুদিয়া ইউনিয়ন থেকে দলীয় নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে পাটমহলে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আসেন। এ সময় অতিরিক্ত গরমে আল আমিনসহ পাঁচজন অসুস্থ হয়ে পড়লে তাঁদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, এ ঘটনার পর পাকুন্দিয়ার সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। নেতা-কর্মীসহ তাঁরা সবাই ওই বিএনপি নেতার বাড়িতে অবস্থান করছেন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নূর-এ-আলম খান বলেন, হাসপাতালে আনার আগেই ওই নেতার মৃত্যু হয়। অতিরিক্ত গরমে তিনি ‘স্ট্রোক’ করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মৃত আল আমিনের বাবা রুকন উদ্দিন বলেন, ‘সুস্থ ছেলে আমার আনন্দের সহিত মিছিলে গেল। কিন্তু কী থেকে কী হয়ে গেল। যা–ই হোক, হায়াত-মউত আল্লাহর কাছে। আমি আমার ছেলের রুহের আত্মার মাগফিরাত কামনার জন্য সকলের কাছে দোয়া চাই।’