ভারত থেকে এভাবে পুশ–ইন করাটা সঠিক প্রক্রিয়া নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। তিনি বলেন, এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভারত থেকে সীমান্ত দিয়ে ‘পুশ-ইন’ করে মানুষ পাঠানো প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, এ খবরগুলো আমরাও পাচ্ছি। প্রতিটি ঘটনা আলাদাভাবে নিরক্ষণ করছি। বাংলাদেশ কেবল বাংলাদেশি নাগরিকদের প্রমাণ সাপেক্ষে গ্রহণ করবে। আর এই প্রক্রিয়াটি হতে হবে আনুষ্ঠানিক চ্যানেলে। এভাবে পুশ-ইন করাটা সঠিক নয়।

এই বার্তা দিল্লিকে দেওয়া হয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমরা এটা নিয়ে ইতোমধ্যে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

পররাষ্ট্রসচিব পরিবর্তন হচ্ছেন কি-না জানতে চাইলে খলিলুর রহমান বলেন, সে রকম কিছু হলে তো আপনারা জানবেন।

প্রসঙ্গত, আজ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিক ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আরও ৩৬ রোহিঙ্গাকে পুশ–ইন করার খবর পাওয়া গেছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প শ ইন

এছাড়াও পড়ুন:

‘বিপজ্জনক’ অভিষেককে যে বলে দ্রুত আউট করা সম্ভব, মিসবাহর পরামর্শ

১৬ বলে ৩০, ১৩ বলে ৩১, ১৫ বলে ৩৮—তিন ইনিংস মিলিয়ে স্ট্রাইক রেট ২২৫, যা এবারের এশিয়া কাপে সর্বোচ্চ। ছক্কা মেরেছেন ৭টি, যা টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ।

পিচ যেমনই হোক, প্রতিপক্ষে যে–ই হোক, শুরু থেকেই তেড়েফুঁড়ে ব্যাটিং করাকে যেন শিল্পে পরিণত করেছেন অভিষেক শর্মা। কেন তিনি আইসিসি টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ১ নম্বর ব্যাটসম্যান, সেটিও যেন বারবার প্রমাণ করে চলেছেন।

এশিয়া কাপে এখন পর্যন্ত ভারতের ব্যাটিং লাইনআপকে যে বিন্দুমাত্র পরীক্ষা দিতে হয়নি, সেটিরও বড় কারণ অভিষেক। তিনি ব্যাটিংয়ে নেমেই তাণ্ডব চালানোয় প্রতিপক্ষের বোলাররা যেমন শুরুতেই চাপে পড়ে যাচ্ছেন, তেমনি সতীর্থ ব্যাটসম্যানদের ওপর থেকেও দ্রুত রান তোলার চাপ অনেকটাই কমে যাচ্ছে।

এশিয়া কাপে ব্যাট হাতে শুরু থেকেই তাণ্ডব চালাচ্ছেন অভিষেক শর্মা

সম্পর্কিত নিবন্ধ