একটি সন্ত্রাসী চক্রের কাছে দীর্ঘদিন জিম্মি ছিল নারায়ণগঞ্জ : রেজাউল করিম পল
Published: 21st, May 2025 GMT
কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল বলেছেন, নারায়ণগঞ্জ একটি সন্ত্রাসী চক্রের কাছে দীর্ঘদিন জিম্মি ছিল। নারায়ণগঞ্জ যুবদল ও বিএনপি পরিবার এতো নির্যাতন সহ্য করে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সব সময় সক্রিয় ছিল। এ তাররুণ্যের সমাবেশেও পূর্বের ন্যায় আপনাদের সর্বাত্মক সক্রিয় ভূমিকা রেখে সমাবেশে ঢেউ ওঠাতে চাই।
বুধবার (২১ মে) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে টিপরদী এলাকায় একটি রেষ্টুরেন্টে আগামী ২৮মে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশকে জনসমুদ্রে পরিনত করতে চাই। যারা মনে করছে বাংলাদেশের তরুণ ও যুব সমাজ আমাদের ব্যক্তিগত সম্পদ। তাদেরকে দেখিয়ে দিতে চাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এ দেশের যুবসমাজ ঐক্যবদ্ধ রয়েছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা যুবদল তারুণ্যের সমাবেশে সর্বাত্মক অগ্রণী ভূমিকা পালন করবে।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল হক জিয়া, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব,জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে-এ ইয়াসিন নোবেল, যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ মিঠু, যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান প্রমুখ। সভায় নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও য বদল ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ য বদল র স রহম ন
এছাড়াও পড়ুন:
জাতীয় সংগীত দেশ প্রেমের চেতনায় উজ¦ীবিত হতে শিখায় : মামুন মাহমুদ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আজকে যে তরুণ সমাজ যারা এই খেলার আয়োজক তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ রইল, তাদের জন্য দোয়া ভালোবাসা রইল, পাশাপশি তারা যে জাতীয় সংগীত গেয়ে আজকের এই টুর্নামেন্টের উদ্ধোধন করল, জাতীয় সংগীত আমাদের কে দেশ প্রেম শিখায়, জাতীয় সংগীত আমাদের কে দেশ প্রেমের চেতনায় উজ¦ীবিত হতে শিখায়।
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পূর্বপাড়া তরুণ সমাজের আয়োজেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, দেশ আমাদের মায়ের মত, আমরা যেমন আমাদের মা,কে ভালোবাসি, তেমনি আমরা তার চাইতেও বেশি দেশ,কে ভালোবাসি।
দেশ,কে যে মায়ের চাইতে ভালোবাসে তার প্রমান দিতে তারা দেশের ক্রান্তিলগ্নে, যখনি এই দেশ কোন,না,কোন শত্রুর ধারা বিপদগামী হয়, এই দেশের উপরে যখন কোন,না,কোন হয়নার ছায়া যখন পরে তখনি এই তরুণরা এগিয়ে আসে দেশ কে মুক্ত করতে, যেমনি করে ২৪শের জুলাই-আগষ্টে দেখিছি তরুণ সমাজ এগিয়ে এসেছে।
তরুণরা দেশ,কে ভালোবেসে,দেশের জন্য রক্ত দিয়ে, মানুষের অধিকার আদায় করার জন্য সবসময় সম্মুখসারিতে অবস্থান নিয়েছে।
৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি রাজা মিয়া, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল ভুইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাকের আহমেদ সোহান, স্বেচ্ছাসেবক দলের জেলার সদস্য কাজী মাজেদুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য মো: এরশাদ, জিয়া মঞ্চের নারায়ণগঞ্জ মহানগর সদস্য সচিব লুৎফর রহমান রাসেল, ছাত্রদল নেতা মেহেদী ফারহান, ইমতিয়াজ প্রমূখ।