রাজধানীর মোহাম্মদপুরে সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে সেনাবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বুড়িগঙ্গা ফিলিং স্টেশন এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বছিলা সেনা ক্যাম্প বিশেষ অভিযান চালায়। ওই অভিযানে ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি এবং ভূমি দখলের মতো গুরুতর অভিযোগে ১৫টির বেশি মামলা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোয়েন্দা তথ্যমতে, এক্সেল বাবু কিশোর গ্যাং ‘টিন এজ টর্নেডো, ডার্ক স্ট্রাইকার্স, রেড ভলক্যানো’ এবং কবজি কাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ারের গডফাদার হিসেবে পরিচিত।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর উল্লেখ করে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দিতে সবাইকে অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এক স ল ব ব

এছাড়াও পড়ুন:

এশিয়া কাপের বিধ্বংসী ব্যাটিংয়ে এবার আরেকটি স্বীকৃতি পেলেন অভিষেক

সর্বশেষ এশিয়া কাপ টি–টোয়েন্টিতে ২০০ স্ট্রাইক রেট ও ৪৪.৮৫ গড়ে করেছিলেন সর্বোচ্চ ৩১৪ রান। টুর্নামেন্টের সবচেয়ে বেশি চার ও ছক্কাও তাঁর। জিতেছেন টুর্নামেন্টসেরার পুরস্কারও।

সেপ্টেম্বর তাই আক্ষরিক অর্থেই অভিষেক শর্মার মাস হয়ে ছিল। ভারতীয় এই ওপেনার এবার পেলেন সেটির আনুষ্ঠানিক স্বীকৃতি। আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অভিষেক।

এশিয়া কাপে ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন অভিষেক শর্মা

সম্পর্কিত নিবন্ধ