মোহাম্মদপুরে সেনা অভিযানে ‘এক্সেল বাবু’সহ গ্রেপ্তার ৪
Published: 27th, May 2025 GMT
রাজধানীর মোহাম্মদপুরে সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে সেনাবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বুড়িগঙ্গা ফিলিং স্টেশন এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বছিলা সেনা ক্যাম্প বিশেষ অভিযান চালায়। ওই অভিযানে ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি এবং ভূমি দখলের মতো গুরুতর অভিযোগে ১৫টির বেশি মামলা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোয়েন্দা তথ্যমতে, এক্সেল বাবু কিশোর গ্যাং ‘টিন এজ টর্নেডো, ডার্ক স্ট্রাইকার্স, রেড ভলক্যানো’ এবং কবজি কাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ারের গডফাদার হিসেবে পরিচিত।
বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর উল্লেখ করে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দিতে সবাইকে অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এক স ল ব ব
এছাড়াও পড়ুন:
ইন্টারের জার্সিতে আরেক ইতিহাস লাওতারো মার্টিনেজের
টানা দুই ম্যাচে হার, শিরোপা লড়াইয়ে ধাক্কা, তার ওপর প্রতিপক্ষের মাঠ; সব মিলিয়ে চাপটা ছিল ইন্টার মিলানের ওপরই। ঠিক সেই মুহূর্তে আলোর দিশা হয়ে ফিরলেন লাওতারো মার্টিনেজ। আর্জেন্টাইন স্ট্রাইকারের দুর্দান্ত জোড়া গোলে পিজাকে ২-০ ব্যবধানে হারিয়ে ফের জয়ের পথে ফিরেছে নেরাজ্জুরিরা। আর একই সঙ্গে ইন্টার ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল করে লিখলেন মার্টিনেজ।
সিরি ‘আ’তে পিজার মাঠে নামা ইন্টার প্রথম ৪৫ মিনিটে আক্রমণে আধিপত্য করলেও গোলের দেখা পায়নি। তবে বিরতির পর চিত্রটা বদলে দেন অধিনায়ক মার্টিনেজই। ম্যাচের ৬৯ মিনিটে ডান দিকের আক্রমণ থেকে বল পেয়ে নিখুঁত শটে দলকে এগিয়ে নেন তিনি। এরপর ৮৩ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ভুলে ফায়দা তুলে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
আরো পড়ুন:
সালাহকে বেঞ্চে বসিয়ে স্লট বললেন, ‘সে অত্যন্ত গুরুত্বপূর্ণ লিভারপুলের জন্য’
ফ্যান আইডির যুগ শেষ, বিশ্বকাপ দেখতে লাগবে ভিসা
ম্যাচটি লাওতারো মার্টিনেজের ক্যারিয়ারে ছিল আরও এক বিশেষ মাইলফলকের। সিরি ‘আ’-তে তার ২৫০তম উপস্থিতি। আর সেই মাইলফলকের রাতে তিনি ছুঁয়ে ফেললেন অনন্য এক রেকর্ডও। পিসার বিপক্ষে গোল করায় ইতালির শীর্ষ লিগে মোট ২৯টি আলাদা দলের বিপক্ষে গোল করার কীর্তি গড়েছেন তিনি। যা সিরি ‘আ’ ইতিহাসে আর কারও নেই।
ইন্টারের জার্সিতে তার ধারাবাহিকতা ইতোমধ্যেই তাকে ক্লাব কিংবদন্তির কাতারে বসিয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে ইন্টার মিলানের হয়ে তার গোল এখন ১৬৩টি। তাতে তিনি পিছনে ফেলেছেন সান্দ্রো মাজ্জোলাকে, উঠে এসেছেন ক্লাবের সর্বকালীন গোলদাতাদের তালিকার চারে। সামনে রয়েছেন শুধু আলেসান্দ্রো বোনিনসেগনা। তার ১৭১ গোলের রেকর্ড স্পর্শ করতে মার্টিনেজের দরকার আরও ৯টি গোল। আর সবার ওপরে আছেন কিংবদন্তি জিউসেপে মেয়াজা। যার গোল সংখ্যা ২৮৪।
চলতি মৌসুমেও দারুণ ছন্দে আছেন লাওতারো। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার দশম গোল। এই জয়ের ফলে ১৩ ম্যাচ শেষে ইন্টার মিলানের সংগ্রহ ২৭ পয়েন্ট। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে এসি মিলান। দ্বিতীয় স্থানে নাপোলি। তবে তালিকার প্রথম থেকে ছয় নম্বরের ব্যবধান মাত্র চার পয়েন্ট। যা এ মৌসুমের সিরি ‘আ’কে আরও কঠিন ও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।
ঢাকা/আমিনুল