হামজাদের ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে দর্শকদের ঢল
Published: 10th, June 2025 GMT
এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ সন্ধ্যা ৭টায়; কিন্তু ম্যাচ শুরুর ৫ থেকে ৬ ঘণ্টা আগেই ঢাকা জাতীয় স্টেডিয়ামমুখি জনতার ঢল নামে। স্টেডিয়ামের চারপাশে প্রবেশপথগুলোতে ভিড় জমাতে শুরু করে। স্টেডিয়ামের গেট খোলার আগেই হাজার হাজার ফুটবলপ্রেমী সেখানে উপস্থিত হয়ে স্টেডিয়ামের প্রবেশপথে লম্বা সারি তৈরি করেন।
বাফুফে ঘোষণা করেছিল, বেলা ২টায় স্টেডিয়ামের গেট খুলবে। কিন্তু তাও স্টেডিয়ামের বাইরে ভক্তদের জমায়েত ছিল ঘণ্টার পর ঘণ্টা। গেট খুলে দেওয়ার পর ভক্তরা গ্যালারিতে প্রবেশ করতে শুরু করেন, এবং এক ঘণ্টার মধ্যে গ্যালারির অর্ধেক আসন পূর্ণ হয়ে যায়। প্রখর রোদে বসে তারা ম্যাচের অপেক্ষায় ছিলেন। বিকাল ৪টার দিকে আকস্মিক বৃষ্টি হয় এক পশলা। এতে যারা গ্যালারিতে প্রবেশের লাইনে ছিলেন তারা পুরোপুরি ভিজে গেছেন।
বাংলাদেশের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। কেউ বাংলাদেশের পতাকা হাতে, কেউ মাথায় পতাকা বাঁধে স্টেডিয়ামে আসেন। তাদের মধ্যে এক ভক্ত হামজা, শমিত ও ফাহামিদুলের নাম নিয়ে কবিতা লিখে নিয়ে এসেছিলেন—‘হামজা-শামিত-ফাহামিদুল, গোল দিতে করিও না ভুল।’
এছাড়া, দর্শকদের মধ্যে একটি তরুণ হামজা চৌধুরীর হালকা স্টাইল অনুকরণ করে চুল কেটেছিলেন। তারা এমনকি ‘হামজা-শমিত-ফাহামিদুলের ঠিকানা; পদ্মা মেঘনা যমুনা’ লেখা প্ল্যাকার্ডও বহন করেছিলেন।
স্টেডিয়ামের গেট খুললেও বিকেল ৫টার পর আর কাউকে ঢুকতে দেওয়া হয়নি নিরাপত্তা এবং আয়োজনে শৃঙ্খলা বজায় রাখার জন্য। ফলে, আগেভাগে গেটের সামনে লম্বা সারিতে অপেক্ষা করা দর্শকরা তাদের আসন নিশ্চিত করেন।
ফুটবলপ্রেমীরা এমন একটা উন্মাদনা নিয়ে স্টেডিয়ামে আসছেন, যা ৮০-৯০-এর দশকে ছিল। সেই সময়ে আবাহনী-মোহামেডান দ্বৈরথ দেখার জন্য স্টেডিয়াম পূর্ণ হয়ে যেত। ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পর এটি সবচেয়ে বেশি উত্তেজনাপূর্ণ ম্যাচ।
এবার দেশের ফুটবলে আগমন ঘটেছে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলোয়াড় হামজা চৌধুরীর। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এমন বড় তারকার আগমন এটি প্রথম, এবং সেই সঙ্গে শামিত সোম, ফাহামিদুল ইসলামের উপস্থিতি বাড়িয়েছে দর্শকদের আগ্রহ। তাদের সঙ্গে বাংলাদেশে খেলার সুবর্ণ সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাননি ফুটবলপ্রেমীরা।
ম্যাচের টিকিটের জন্য সারা দেশে তুমুল প্রতিযোগিতা হয়েছিল। বাফুফে ছেড়েছিল ১৮,৩০০ টিকিট এবং সেগুলো মুহূর্তেই 'সোল্ড আউট' হয়ে যায়। ওয়েবসাইটে সাইবার হামলা এবং ঘণ্টার পর ঘণ্টা ডিজিটাল লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও অনেকেই টিকিট পায়নি।
যারা স্টেডিয়ামে জায়গা পাননি, তাদের জন্য রয়েছে বড় পর্দায় খেলা দেখার সুযোগ। টি স্পোর্টস জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখানো হবে। সেগুলোর মধ্যে ঢাকার রবীন্দ্র সরোবর, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম, ময়মনসিংহ ও রংপুর জেলা পরিষদ চত্বর, রাজশাহীর নানকিং বাজার, সিলেটের জিরো পয়েন্ট, খুলনার শিববাড়ি মোড় ও বরিশালের বেল’স পার্ক রয়েছে।
এছাড়া, রূপনগর-পল্লবী এলাকায় ১২টি স্থানে বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করেছেন সাবেক অধিনায়ক আমিনুল হক। এসব স্থানের মধ্যে রয়েছে ঘরোয়া মোড়, দোরেন মোড়, শহীদ আসিফ চত্বর, মুসলিম বাজার ঈদগাহ মাঠ, শহীদ জিয়া মহিলা কলেজ মোড়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান।
২০২৭ সালের জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান কাপের ১৯তম আসর। সেখানেই শিরোপার জন্য লড়বে ২৪টি দল, এবং বাংলাদেশও সেই ২৪ দলের একটি হতে চায়। তাই আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং পুরো দেশ আশা করছে জয় দিয়ে বাছাইপর্ব শুরু করবে হামজা-শমিত-ফাহামিদুলরা।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
অমর একুশে বইমেলা ফেব্রুয়ারিকে স্পর্শ করুক
অমর একুশে বইমেলা বাংলাদেশের মানুষের প্রাণের মেলা। মূলত প্রকাশকদের উদ্যোগে মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশে এই বইমেলার সূত্রপাত। সম্প্রতি এই বইমেলা নানা কারণে-অকারণে ডিসেম্বরে করার কথা শোনা যাচ্ছে। এ প্রেক্ষিতে সুস্পষ্টভাবে বলতেই হচ্ছে -ডিসেম্বরে কিছুতেই মেলা করা যাবে না। কারণ সেসময় সারাদেশে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা চলবে।
বইমেলার প্রধান পাঠক আমাদের শিক্ষার্থী। তারা ডিসেম্বরে কিছুতেই মেলায় আসতে পারবে না। প্রধান পাঠকই যদি মেলায় আসতে না পারে তাহলে মেলা প্রাণহীন হয়ে পড়বে। বইমেলায় অংশগ্রহণকারি প্রকাশকরাও ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। তাছাড়া একুশের চেতনাকে ধারণ করে যে অমর একুশে বইমেলা, সেটা ফেব্রুয়ারিকে স্পর্শ করুক। ভাষা শহীদদরর প্রতি বইমেলার মাধ্যমে আমাদের যে শ্রদ্ধাঞ্জলি, তা অক্ষুন্ন থাকুক।
আরো পড়ুন:
রাজশাহীতে বইপড়ায় কৃতিত্বের পুরস্কার পেল ২৩০৩ শিক্ষার্থী
‘গল্পকারের পছন্দের ৫০ গল্প’ গ্রন্থ প্রকাশিত
সর্বোপরি ৫ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি ২০২৫, এই সময়ে বইমেলা হতে কোন সমস্যা হওয়ার কথা নয়। অথবা তারিখ দুই একদিন এদিক-সেদিক করে নেয়া যেতে পারে। এ সময়ে রোজা নেই, নির্বাচনও নেই। নির্বাচনী ক্যাম্পেইন চলবে। এই মাঠে বইমেলা চলাকালীন সর্বদলীয় সিদ্ধান্তে কেউ সভা-সমাবেশ না করার সিদ্ধান্ত নিলে অনায়াসে এই সময়টাতে বইমেলা করা যেতে পারে। আমার বিশ্বাস- সব দলই অমর একুশে বইমেলার জন্য এই ছাড়টুকু দেবেন।
প্রায় পঞ্চাশ বছরের অধিক সময়ের প্রচেষ্টায় অমর একুশে বইমেলা মহিরুহ হয়ে আমাদের কাছে আবির্ভূত, হঠকারি কোন সিদ্ধান্তে তা যেনো ধ্বংস হওয়ার উপক্রম না হয়। জেনে শুনে বাঙালির এতো বড় একটি সাংস্কৃতিক উৎসবকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্থ না করে বরং তা যে কোন মূল্যে আমাদের রক্ষা করা উচিত।
জানুয়ারিতে বাণিজ্যমেলায়ও হয়ে থাকে। এতে অমর একুশে বইমেলার ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে বলে আমি তা মনে করি না। বইমেলার প্রধান পাঠক শিক্ষার্থী। তারা বইমেলায় আসার জন্য মুখিয়ে থাকে। বাণিজ্য মেলায় যাওয়ার লোকজন বেশির ভাগই আলাদা। তবে অনেকেই বইমেলা এবং বাণিজ্যমেলা দুটোতেই যান। এটা তারা ম্যানেজ করে নিতে পারবেন বলে আমার বিশ্বাস।
আমি বলেছি শুধুমাত্র মেলার মাঠ প্রাঙ্গনে সভা-সমাবেশ না করার মাধ্যমে যদি সর্বদলীয় একটা সিদ্ধান্ত গৃহীত হয় তাহলে জানুয়ারি- ফেব্রুয়ারি মিলিয়ে বইমেলা করা সম্ভব।আমার মনে হয়, বইমেলা চলাকালীন এই মাঠ কোন দলকে সভা-সমাবেশের জন্য সরকার বরাদ্দ না দিলে, অথবা বইমেলা চলাকালীন দলগুলো নিজের থেকেই এই মাঠের বরাদ্দ না চাইলে সমস্যা আর থাকে না।
লেখক: প্রকাশক পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড
ঢাকা/লিপি